প্রথম প্রোজেক্ট পাওয়ার জন্য নতুন ফ্রিল্যান্সারদের করণীয়

ফ্রিল্যান্সারদের করণীয়

প্রথম প্রোজেক্ট পাওয়ার জন্য নতুন ফ্রিল্যান্সারদের করণীয়

যে কোন কাজ পেতে বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। আজকের আলোচ্য বিষয় ফ্রিল্যান্সারদের করণীয় যদিও এখানে আমি প্রথম প্রজেক্ট এর কথা বলেছি তবে সকল প্রজেক্ট এর জন্যই একই ধরনের সিস্টেম। 

আরো পড়ুন >> Online Career বা অনলাইন ক্যারিয়ার কি কেন ও কিভাবে   

একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে কতমাস সময় লাগে ? ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ? ফ্রিল্যান্সিং শেখার জন্য কী কী করা দরকার ? এসব প্রশ্নগুলো আমাদের অনেকেরই মনে আসে। 

ফ্রিল্যান্সারদের করণীয়
ফ্রিল্যান্সিং ছবি
Searches: 30/mo – CPC: ৳0 – SD: 42
নতুনদের জন্য ফ্রিল্যান্সিং
Searches: 210/mo – CPC: ৳6.17 – SD: 25
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ
Searches: 880/mo – CPC: ৳3.32 – SD: 19
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি
Searches: 140/mo – CPC: ৳4.75 – SD: 35
ফ্রিল্যান্সিং কত প্রকার
Searches: 210/mo – CPC: ৳1.42 – SD: 21
ফ্রিল্যান্সিং শিখুন
Searches: 140/mo – CPC: ৳9.50 – SD: 38
ফ্রিল্যান্সিং ওয়েবসাইট
Searches: 110/mo – CPC: ৳4.75 – SD: 31
ফ্রিল্যান্সিং অর্থ কি
Searches: 110/mo – CPC: ৳0 – SD: 28

তবে আপনি এসব প্রশ্নের উত্তর শিখে নিয়ে যখন আগামীর পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন তখন আপনার আরও কিছু প্রয়োজনীয় বিষয় জেনে নিতে হবে। তার মধ্যে অন্যতম কিছু ধাপ হলো কাজ পেতে আপনাকে কি করতে হবে ? কিভাবে আপনি সময়মত কাজ শেষ করবেন। 

ফ্রিল্যান্সারদের করণীয় 

আমরা যারা ফ্রিল্যান্সিং জগতে নতুন । আমাদের সব থেকে বড় সমস্যা হল মার্কেটপ্লেসে প্রোজেক্ট না পাওয়া ।

এবং আমরা যখন কোথাও কিছু শিখি সেখানে শিখানো হয়না কিভাবে প্রোজেক্ট বা অর্ডার পাবেন।

আজকে আমি এই বিষয় এর উপর কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আমার।

১. একজন নতুন ফ্রীলান্সার এর প্রোফাইলে তেমন কিছু থাকে না যেটা দেখে বায়ার তাকে কাজ দিবে।

তাই আমরা প্রথমে ফোকাস দিবো প্রোফাইলের description এর উপর। মটামটি গুরুত্বপূর্ণ প্রোফাইলের description. ভাল description লেখার জন্য আপনি কিভাবে ধারণা পাবেন ?

আপনার Category তে যারা কাজ করে যাদের প্রোফাইলে যাদের অনেক গুলো রিভিউ আছে তাদের দেখে ধারণা নিয়ে ইউনিক একটা description লিখেন।

২. এবার বিট করার প্রস্তুতি নেন। বিট করার আগে আপনাকে বুঝতে হবে রিয়াল নাকি ফেইক প্রোজেক্ট।

এর জন্য আপনাকে আগে চেক করে নিতে হবে যে বায়ার deposit করসে কিনা বা বায়ার আগে কোনো প্রোজেক্ট কাওকে দিয়ে করাই নিছে কিনা। ফ্রিল্যান্সারদের করণীয় বিষয়গুলোর মধ্যে এটি অন্যতম একটি বিষয়। 

৩. যখন দেখবেন একটা বায়ার ৫০ টা বা ৫০০ টা প্রোজেক্ট করাই নিছে আলরেডি ওই প্রোজেক্টে বিট করবেন না।

কারন উনি বেশির ভাগ সময় তাদেরকেই কাজ দিবে যাদের প্রোফাইলে অনেক কাজ করার রেভিউ আছে।

৪. তাহলে কোন প্রোজেক্টে বিট করবেন? যে বায়ার গুলো নতুন বা ২/১ টা কাজ করাইছে তাদের প্রোজেক্টে বিট করবেন।

এরা যে কাওকে প্রোজেক্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৫. বিটে কি লিখবেন বা কিভাবে লিখবেন ? প্রোজেক্ট পাওয়া টা ৫০%/৭০% depend করে বিট লিখার উপর নতুন দের জন্য।

কিছু বিষয় আপনার ফোকাস রাখতে হবে। ফ্রিল্যান্সারদের করণীয় বিয়ষগুলো আপনাকে জেনেই কাজের জন্য বিট করতে হবে। 

! সহজ সরল ভাবে ইংরেজিতে লিখার চেস্টা করতে হবে। অনেক বায়ার থাকে European যারা নিজে ইংলিশে কাচা থাকে৷ অনেকের Native ভাষা Dutch. তাই সহজ ভাষায় লিখার চেস্টা করুন।

!! ওইসব বায়ার এর প্রজেক্টে বিট করবেন যারা নতুন শুদু deposit করছে কিন্তু কাজ করাইনাই এখনো কারো কাছে অথবা ২/১ টা কাজ করাইছে এমন বায়ার এর প্রজেক্টে বিট করার চেস্টা করুন।

!!! বায়ার যে কাজ এর কথা উলেখ করেছে তার উপর সুন্দর করে বিট করার চেস্টা করেন৷

আপনি যেতো বেশি তার কথার সাথে মিল রাখে বা তার কজের উপর বিস্লেশ্ন করে লিখবেন তেতই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

বায়ার কি চাচ্ছে সেটা বুঝে তার মন বুঝার চেস্টা করেন।

মেয়েদের মন বুঝার থেকে বায়ার এর মন বুঝা অনেক সহজ কাছ। একটু চেস্টা করতে হবে আর লিখতে হবে ৷ ফ্রিল্যান্সারদের করণীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় এটা। 

ফ্রিল্যান্সারদের করণীয়

Load Metrics (uses 20 credits)
KEYWORD
freelancing websites
freelance jobs
freelancing means
freelancing meaning in urdu
freelancing course
freelancing in pakistan
freelancing meaning in hindi
freelancing websites in pakistan
freelancing skills
freelancing login
best freelancing sites
how to start freelancing
top freelancing sites
upwork freelancing
fiverr freelancing
pakistan freelancing training program
latium freelancing
top freelancing skills
guru freelancing
how to start freelancing with no experience

৬. কোন দেশের বায়ার এর প্রোজেক্টে বিট করবেন ?

সব দেশের বায়ার এর প্রোজেক্ট এই বিট করতে পারেন বাট সব সময় চেস্টা করবেন European দেশ গুলর প্রজেক্টে বিট করার।

এক্সাম্পলঃ Germany, Netherlands, Belgium, Sweden, Switzerland, Denmark, Norway, Brazil, New Zealand, Canada, Israel, Australia, USA, UK, etc.

৭. বিট করার পর অ্যাক্টিভ থাকার চেস্টা করেন। বায়ার সব সময় তাকেই knock করতে ভালবাসে যে অ্যাক্টিভ থাকে বা আছে।

তাই বিট করার পর পরেই অফলাইনে যাবেননা এইসব বিষয় নজর রাখেতে পারলে ইনশাল্লাহ আপনি প্রোজেক্টে পাবেন।

আমি আমার অভিজ্ঞতা উনুযাই লিখালাম। এর পরেও যদি কাজ না পান তাহলে কি করবেন ? ফ্রিল্যান্সারদের করণীয় বিষয়গুলোর মধ্যে আমার কাছে এই ৭টিই অন্যতম মনে হয়েছে। আশা করবো সবাই বুঝবেন। 

3 টা option আছে

! এভাবেই চেস্টা করতে হবে Paid Membership নিয়ে। Paid Membership নিলে অনেক বেশি বিট করতে পারবেন তাই প্রোজেক্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে যাবে।

!! কিছু কিছু বায়ার এর Contact info খুজে বাহির করা যায়। কিভাবে বাহির করা যায় এই বিষয় পরে লিখা লিখি করবো কোন একদিন ইনশাআল্লাহ।

!!! মার্কেটপ্লেসের বাহিরে কিভাবে প্রোজেক্ট পাওয়া যায় তা নিয়ে Research করতে হবে। অনেক বড়ো এই বিষয়টা। তাই অন্য একদিন লিখবো এটা এবং Contact Info এর বিষয় নিয়ে।

ভালো থাকবেন প্রশ্ন থাকলে করতে পারেন হেল্প করার চেষ্টা করবো

ফ্রীলান্সারদের করণীয় নিয়ে প্রথম প্রকাশিত আর্টিকেল ১৩ই আগস্ট ২০২২ সাল 

বি. দ্র. আর্টিকেলটি ফাইবার বাংলাদেশ বা Fiverr Bangladesh গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে। মূল্যবান পোস্টটি করেছিলেন Md Ariful Islam ভাই লিংক ক্লিক করুন এখানে পাবেন ইনশাআল্লাহ। 

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *