Google AdSense Approval এর জন্য যে ৬টি বিষয় জানা জরুরী

Google AdSense

Google AdSense Approval এর জন্য যে ৬টি বিষয় জানা জরুরী

বর্তমান সময়ে অনলাইন থেকে আয় করার জন্য Google AdSense অন্যতম একটি প্লাটফরম। যারা ফ্রিল্যান্সার তারা অনলাইনে আয় করার জন্য গুগল প্লাটফরম বেশি ব্যবহার করে থাকে।
Google AdSense
                                                          Google AdSense Approval এর জন্য যে ৬টি বিষয় জানা জরুরী
২০২১ সালে গুগল অ্যাডসেন্স এর কিছু নিয়ম পরিবর্তন করেছে তারমধ্যে অনেক কিছুই নতুন যুক্ত হয়েছে। আগে কিছু কাজ সহজ থাকলেও এখন তা অনেকটাই কঠিন হয়ে গেছে। 
 
 
গুগল অ্যাডসেন্স এর জন্য কি কি বিষয় জানা জরুরী। গুগল অ্যাডসেন্স এর ২০২১ এর নিয়মগুলো কি কি ? গুগল অ্যাডসেন্স এর শর্তাবলি কি কি ? গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য কি কি বিষয় জেনে রাখা অনেক জরুরী এসব বিষয়গুলো আমরা প্রায়ই আপডেট রাখার চেষ্টা করি। 
  
 
গুগল অ্যাডসেন্স এপ্রুভ পেতে হলে এই ছয়টি বিষয় মাথায় রাখলে কিছুটা নিশ্চিত হতে পারবেন আশা করি।
 
 
গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য নিচের ৬টি বিষয় লক্ষ্য রাখা জরুরী

১. ভালো মানের কনটেন্ট 

 
ভালো মানের কনটেন্ট অর্থাৎ যে কনটেন্ট পূর্বে পাবলিশ হয় নাই বা হলেও তার থেকে ভালো ভাবে বুঝিয়ে লিখতে হবে। আর অবশ্যই পাঠ যোগ্য ভাবে আর্টিকল লিখতে হবে। চেষ্টা করবেন তিন লাইনের  একটি প্যারা করতে। লেখাগুলো কয়েকটি প্যারায় ভাগ করে লিখবেন।
 
 

২. কপিরাইট মুক্ত ছবি 

 
আমরা অনেকেই আছি আর্টিক্যালে যে ছবি ব্যবহার করি তা গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করি। 
 
 
এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনি চাইলে ক্যানভা ব্যবহার করে নিজের ইচ্ছামত ছবি বানিয়ে নিতে পারবেন।
 
 
অনলাইনে বা গুগলে আপনি যদি Copyright Free Images লিখে সার্স দেন তবে কয়েকটা সাইট আপনি পাবেন। এখান থেকে অবশ্যই আপনি ছবি সরাসরিও ব্যবহার করতে পারবেন। আবার ইডিট করে নিয়েও ব্যবহার করতে পারেন।
 
 
 

৩. ওয়েব ডিজাইন 

 
ওয়েবসাইটের ডিজাইন যদি ভালো না হয় তাহলে এডসেন্স এপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব কম। তাই চেষ্টা করবেন সুন্দর ডিজাইন করতে।
 
সাইটের হেডারে লোগো এবং মেনু এড করতে করতে হবে এবং মেনু তে About, Contact, Privacy Policy  পেজ এড করে নিবেন। 
 
 
এডসেন্স অপটিমাইজ থিম ব্যবহার করার চেষ্টা করবেন।
 
 

৪. সার্চ কন্সোল 

 
ওয়েবসাইট গুগল সার্চ কন্সোলে এড করে নিবেন এটা অনেকটাই হেল্প করে এডসেন্স এপ্রুভের ক্ষেত্রে।
 
গুগল সার্স কনসোলের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনি মেইল থেকে অবশ্যই সার্স কনসোলের সেটিংস ঠিকঠাক মত করে নিবেন। 
 
 

৫. লিংকিং 

এডসেন্স এপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আউটগোয়িং লিংক এড না করার চেষ্টা করবেন। তবে ইন্টার্নাল লিংক এড করলে সমস্যা নাই। 
 
লিংকিং টা অনেক জরুরী বিষয় এবং এই বিষয়টা না জানার কারণে অনেক সময় আমরা আমাদের আর্টিকেলগুলোকে SEO করতে পারি না। 
 
 

৬. পারফরমেন্স 

 
ওয়েবসাইটের পারফরমেন্স অনেকেটাই হেল্প করে বলে আমি মনে করি। তাই একটু সাইটের স্পীডের দিকে একটু নজর দিলে কোনো ক্ষতি নেই। 
 
 
আমার কাছে মনে হয় একটা ভালো মানের প্রিমিয়াম থিম কিনে নিলে অনেক সময় আরও বেশ কিছু সাইট নিয়ে কাজ করলে সুবিধা হবে। 

শেষ কথা বা উপসংহার  

 গুগল অ্যাডসেন্স অপ্রুভাল বা Google AdSense Approval পাওয়ার জন্য যে ৬টি বিষয় আমাদেরকে সচেতন ভাবে লক্ষ্য রাখতে হবে সেগুলোই এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি সবার উপকারে আসবে। লেখার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা প্রার্থী। যেহেতু আমি খুব বেশি জানি না তারপরও চেষ্টা করছি।

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

3 Comments on “Google AdSense Approval এর জন্য যে ৬টি বিষয় জানা জরুরী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *