Best Freelancer বা ভালো ফ্রিল্যান্সারদের তিনটা গুণ
Table of Contents
আজকের আর্টিকেলটি মূলত Best Freelancer বা ভালো ফ্রিল্যান্সার সম্পর্কে তথ্য শেয়ার করবো। এখানে আমি মাত্র কয়েকগুন উল্লেখ করবো। আশা করবো এই আর্টিকেলটি পড়ার পর আপনি ফ্রিল্যান্সার হওয়ার জন্য ভালো কিছু বৈশিষ্ঠ শিখবেন।
আরো পড়ুন >> প্রথম প্রোজেক্ট পাওয়ার জন্য নতুন ফ্রিল্যান্সারদের করণীয়
কাজের প্রতি দক্ষতা না থাকলে যেমন আপনি কাজ পাবেন না আবার সময় জ্ঞান কম হলেও আপনি কাজ রিপিট পাবেন না। আর রিপিট কাস্টোমার না থাকলে অনলাইনে ভালো করা বা টিকে থাকাটা অনেকটাই কঠিন সাধ্য বিষয়।
বর্তমান সময়ে প্রতিযোগীতার যুগে আপনাকে অবশ্যই ভালো কিছু যুগের সাথে মিল রেখে কাজ জানতে হবে এবং সেই কাজগুলোর প্রতি ভালো দক্ষতা থাকতে হবে। একজন দক্ষ মানুষ ভালো কাজের জন্য যে কোন সময় নির্বাচিত হয়ে থাকেন।
Best Freelancer বা ভালো ফ্রিল্যান্সার এর তিনটা গুণ
এই পর্যায়ে আমি আলোচনা করবো ভালো মানের ফ্রিল্যান্সার হতে হলে যেই তিনটা গুন জরুরী সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোন কাজ সম্পর্কে সঠিক ভাবে তথ্য জেনে বুঝে আপনি সেই কাজটি শিখতে হবে প্রথমে।
কাজ শেখা হলে সেটা নিয়ে নিজের দক্ষতা যাচাই করতে হবে। ভালো দক্ষতা বুঝতে পারলে সেটাতে কিছু প্রজেক্ট করে নেওয়া। যেমন, আপনি গ্রাফিক্স ডিজাইন বা Graphics Design সম্পর্কে তথ্য জানলেন।
গ্রাফিক্স ডিজাইন বা Graphics Design এর মাধ্যমে যেসব কাজ করা যায় এবং সেই ধরনের কাজের আর্থিক বিষয়গুলো বা কেমন আয় করা যায়। কতদিন লাগতে পারে শিখতে এবং আগামীতে এর ভবিষ্যত কেমন হতে পারে এসব বিষয়গুলো তথ্য জানার মধ্যে পড়ে।
Best Freelancer বা ভালো ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে প্রথমটা পার করার পর আসবে সেটা বা সেই কাজটা শেখা। অবশ্যই প্রফেশনালদের কাছ থেকে শিখতে। কারণ অভিজ্ঞতা এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তাদের কাজের দক্ষতাটা অনেক বেশি।
ধাপ তিনটা বা গুন তিনটা নিচে দেওয়া হলো,
১. আপনার কাজ সম্পর্কে সঠিক তথ্য জানা
২. সেই তথ্য অনুসারে কাজ শেখা এবং
৩. নিয়মিত কাজ করা
উপরের তিনটা গুণ আমি নিচে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো। আরো কিছু বিষয় থাকলেও এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য আপনাকে অবশ্যই সঠিক তথ্য জেনে কাজ করতেহবে।
১. আপনার কাজ সম্পর্কে সঠিক তথ্য জানা
আপনি ধরুন ওয়েব সাইট ডিজাইন করবেন বা ওয়েবসাইট ডেভেলপ করবেন। তাহলে আপনাকে এই কাজের সঠিক তথ্য জেনে নিতে হবে। আপনি এই তথ্যগুলো ইউটিউব বা গুগল থেকে জেনে নিতে পারবেন।
অথবা পরিচিত কেউ থাকলে জেনে নিতে পারবেন। বর্তমানে তথ্য জানার অন্যতম মাধ্যম হলো গুগল এবং ইউটিউব। এ থেকে যা তথ্য পাবেন ভালো কোন গ্রুপে আপনি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন। বিভিন্ন গ্রুপে হয়তো সেই সেক্টরে অনেকেই কাজ করে থাকে।
তারা আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করতে পারবে আশা করি। আপনি তথ্যগুলো মিলিয়ে নিবেন যা আগে আপনি গুগল বা ইউটিউব থেকে দেখেছেন এবং জেনেছেন। এভাবে আপনি সঠিক তথ্য জেনে নিতে পারবেন।
২. সেই তথ্য অনুসারে কাজ শেখা এবং
আপনি উপরের পয়েন্ট এ দেওয়া তথ্যগুলো সেই মাধ্যমগুলো থেকে জেনে নেওয়ার পর সেই অনুসারে কাজ শিখতে হবে। কাজ শেখার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনালদের সাথে যোগাযোগ করতে হবে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব থেকে পাওয়া চটকদার বিজ্ঞাপন দেখে আপনি সেগুলো থেকে শিখতে পারবেন না। সেখানে আপনি সামান্যই ধারণা লাভ করতে পারবেন।
এজন্যই চেষ্টা করবেন প্রফেশনালদের থেকে জেনে নিতে। কারণ যারা সেই প্রফেশনে আছে তারা অনেক ভালো অভিজ্ঞ আর অভিজ্ঞদের থেকে শিখলে আপনি লাইভ কাজ করার সুযোগ পাবেন আশা করি যা আপনি অন্য কোথাও শিখলে পাবেন না।
৩. নিয়মিত কাজ করা
উপরের দুইটা ধাপ শেষ হওয়ার পর Best Freelancer বা ভালো ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে নিয়মিত চর্চা করতে হবে। নিয়মিত চর্চা করা ছাড়া আপনি সঠিকভাবে কাজের দক্ষতা যাচাই-বাছাই করতে পারবেন না।
নিয়মিত কাজ করার জন্য লোকাল মার্কেট গুলোতে আগে যোগাযোগ করবেন। প্রথম দিকে আপনি ফ্রিতেই কাজ করে দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাবে আপনার কাজের ভুলগুলো আরও ভালোমত জানতে পারবেন এবং বুঝতে পারবেন সহজেই।
এভাবে কিছুদিন আপনি ফ্রিতে কাজ করে দিলে দেখবেন একটা সময় আপনি লোকাল মার্কেটগুলোতে অনেক কাজ পাচ্ছেন। আপনি সেই অভিজ্ঞতার আলোকে প্রফেশানলদের জন্য যেসব মার্কেটপ্লেস আছে সেখানে একাউন্ট তৈরি করে কাজ করতে পারেন।
উপরের পয়েন্টগুলোর মাধ্যমে আপনি একজন Best Freelancer বা ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন আশা করি। এছাড়াও আরও অনেক বিষয় আছে যা আমি এখানে পোস্ট বড় হয়ে যাবে বিধায় আলোচনা করি নাই।
পরবর্তী কোন একটা পোস্ট বা আর্টিকেলে আরও বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি যেসব বিষয়গুলো বা যেই তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করবো বুঝতে পেরেছেন। কারো কোন বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারবেন।
আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি আমাদের ফেসবুক গ্রুপ বা পেজের সাথে যুক্ত থাকতে পারেন। লিংকগুলো আপনি Contact Us পেজ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ।
Best Freelancer বা ভালো ফ্রিল্যান্সার আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয় ১৪ই আগস্ট ২০২২