Website এর মাধ্যমে অনলাইনে আয় করার উপায়সমূহ
Table of Contents
আজকে আমি আপনাদের সাথে আমাদের এই আর্টিকেলের ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল, Website এর মাধ্যমে অনলাইনে আয় করার উপায়সমূহ।

সহজ ভাবে বললে বলা যায় যে , কিভাবে আপনারা একটি ওয়েবসাইট থেকে টাকা আয় করবেন বা কি কি পদ্ধতিতে একটি ওয়েবসাইট থেকে আপনারা রোজগার করতে পারবেন সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের এই আর্টিকেলের ভিতরে আপনাদের সাথে আলোচনা করব।
আরো পড়ুন >> Facebook Group Marketing || ফেসবুক গ্রুপ মার্কেটিং কি ?
আপনাদের যদি ওয়েবসাইট থেকে কিভাবে আয় করে এই বিষয় সম্পর্কে ধারনা না থাকে। তাহলে আশা করি যে আমাদের আজকের এই আর্টিকেলটি পড়লে আপনারা অনেক উপক্রত হবেন।
ওয়েবসাইট কি ?
আপনারা Google.com এই ঠিকানাতে গিয়ে সার্চ করার পরে আপনাদের সামনে যা কিছু আসে সেগুলো কিন্তু সবই ওয়েবসাইট। আর এগুলোর ভিতরে রয়েছে যেমন মনে করুন যে ,
- Blog Website
- Social Media Platfrom
- Online News Portal
- E Commerce Website
- Agency Website
- Company Website
- Portfolio
উপরে আপনাদের সাথে যে ৭টি বিষয় এর কথা বললাম সেগুলো কিন্তু সবই এক একটা ওয়েবসাইট।
তারপরে আমরা যে Social Media Platform ফেসবুক ব্যাবহার করি সেটা ও কিন্তু , একটা ওয়েবসাইট। কিন্তু সেই ওয়েবসাইট এর আবার মোবাইল অ্যাপ ও রয়েছে। আমরা মোবাইল দিয়ে যেটিকে ব্যাবহার করি সেটা হল ফেসবুক অ্যাপ এরপরে আমরা যেটা Browser দিয়ে ব্যাবহার করি মানে কম্পিউটার , ল্যাপটপ থেকে যে Browser দিয়ে ফেসবুক ব্যাবহার করি সেটা কিন্তু ফেসবুক ওয়েবসাইট।
Read More – সবথেকে লাভজনক ২০ টি কৃষি ব্যবসা আইডিয়া
আর এছারা ও কিন্তু আপনারা গুগলে সার্চ করলে এরকমের আরও হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট পেয়ে যাবেন। বলতে গেলে প্রায় প্রতিদিন ওয়েবসাইট বানিয়ে থাকে মানুষেরা,আর তার একটাই কারন আছে সেটা হল ওয়েবসাইট থেকে টাকা আয় করা যায়।
ওয়েবসাইট বানিয়ে সেটাকে দিয়ে বিজনেস ও করতে পারবেন , আসুন তাহলে সেইগুলো সম্পর্কে এখন জেনে নেই।
১. গুগল অ্যাডসেন্স (Google Adsense)
Google Adsense হল একটি অ্যাড নেটওয়ার্ক। ২০০৩ সালের দিকে গুগল অ্যাডসেন্স তাদের এই Programme টিকে চালু করেছিল। আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে সবার আগে আপনাদের একটি ওয়েবসাইট থাকা লাগবে। আর তারপরে সেই ওয়েবসাইট এর ভিতরে গুগল অ্যাডসেন্স আপ্প্রভেদ করতে হবে।
আপনাদের ওয়েবসাইট এর ভিতরে যখন গুগল অ্যাডসেন্স আপ্প্রভেদ হয়ে যাবে তখন আপনারা বিজ্ঞাপণ অ্যাক্টিভ করে দিবেন। তাহলে আপনাদের ওয়েবসাইট এর ভিতরে বিজ্ঞাপণ দেখানো শুরু করে দিবে।
এরপরে আপনাদের ওয়েবসাইট এর ভিসিটররা সেই অ্যাড এর উপরে ক্লিক দিবে তখন আপনাদের অ্যাডসেস্ন এর ভিতরে ডলার জমা হতে থাকবে। আপনাদের অ্যাডসেন্সে যখন ১০ ডলার হয়ে যাবে তখন আপনাদেরকে অ্যাডসেস্ন থেকে পিন ভেরিফাই করার জন্য একটা কোড পাঠাবে সেইটা দিয়ে আপনারা আপনাদের অ্যাডসেস্ন অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিবেন। তাহলেই আপনাদের কাজ শেষ এরপরে যখন ১০০ ডলার হয়ে যাবে তখন আপনারা আপনাদের অ্যাডসেস্ন অ্যাকাউন্ট এর ভিতরে লগিন করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এর সকল তথ্য দিয়ে দিবেন। যদি আপনাদের ইসলামি ব্যাংক এর ভিতরে কোন অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিয়ে দিবেন।
Read More – Seo Friendly আর্টিকেল কিভাবে লিখতে হয়? আর্টিকেল লেখার নিয়ম
অ্যাডসেন্স যখন আপনাদের অ্যাকাউন্ট এ দেখবে যে ১০০ ডলার হয়ে গিয়েছে তখন আপনাদেরকে তারা ২১ থেকে ২৪ তারিখ এর ভিতরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এর ভিতরে টাকা পাঠিয়ে দিবে। অ্যাড সেস্ন কোম্পানি আসলে ৩৮% নিয়ে থাকে আর বাকি ৬৮ % পাব্লিশারদেরকে দিয়ে থাকে। আপনারা যদি একটা ব্লগ ওয়েবসাইট বানান তাহলে কিন্তু খুব সহজেই অ্যাডসেস্ন এর পাব্লিশার হিসেবে কাজ করে বেশ ভাল পরিমানে একটা টাকা আয় করতে পারবেন আশা করি।
২. Affiliate Marketing
মনে করুন যে , আপনি ল্যাপটপ এর রিভিউ নিয়ে আপনাদের ওয়েবসাইট এর ভিতরে আর্টিকেল লিখলেন। আর লেখার শেষে এই ল্যাপটপটি কোথা থেকে কিনতে পারবে তার জন্য একটি লিঙ্ক দিয়ে দিলেন এখন কেউ যদি সেই লিঙ্ক থেকে কোন মানুষ ল্যাপটপটি কিনে তাহলে কিন্ত আপনারা সেই কোম্পানির কাছ থেকে নির্দিষ্ট পরিমানে একটা কমিশন পাবেন, আর এটাকেই কিন্তু Affiliate marketing বলা হয়ে থাকে।
Read More – সাপ্লাই ব্যবসা কি এবং ১০টি লাভজনক সাপ্লাই ব্যবসা করার আইডিয়া
আপনারা একটা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে দিবেন আর তার বিনিময়ে সেই কোম্পানি আপনাদেরকে নির্দিষ্ট পরিমানে একটা কমিশন দিবে এটাই। আপনারা Affiliate marketing করে ও কিন্তু বেশ ভাল পরিমানে টাকা আয় করতে পারবেন।
৩. Service Sell করতে পারেন
আপনারা যদি কোন কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক সহজেই সেই সার্ভিস বিক্রি করে বেশ ভাল পরিমানে টাকা আয় করতে পারবেন। যেমন মনে করুন যে , আপনি এসইও পারেন কিংবা ওয়েব Devlopment এর কাজ পারেন বা ভিডিও এডিটিং পারেন তাহলে কিন্তু আপনারা এই সার্ভিস দিয়ে ও বেশ ভাল পরিমানে একটা টাকা আয় করতে পারবেন খুব সহজেই।
৪. Backlink বিক্রি করতে পারেন
আপনাদের ওয়েবসাইট যখন DA & PA অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু অনেকেই আসবে আপনাদের কাছে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য। আর আপনারা তাদেরকে তাদের ওয়েবসাইট এ ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট পরিমানে একটা অর্থ চার্জ করতে পারবেন।
৫. Website বিক্রি করে দিতে পারেন
আপনাদের ওয়েবসাইট যখন অনেক জনপ্রিয় হয়ে যাবে অনে মানুষে আপনাদের ওয়েবসাইট এর ভিতরে প্রতিদিন আসবে। তখন যদি আপনারা ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটিকে বেশ ভাল পরিমানে একটা টাকা নিয়ে তারপরে বিক্রি করে দিতে পারেন।
আমাদের শেষ কথা
আজকে আমাদের আর্টিকেলের ভিতরে তাহলে ওয়েবসাইট থেকে আয় করার উপায় সম্পর্কে জানতে পারলাম। আশা করি যে, আজকে আমাদের এই আর্টিকেলটি আপনাদের কাছে অনেক ভাল লেগেছে ,লেখাটি ভাল লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তাহলে তারাও জানতে পারবে। Good Bye .
One Comment on “Website এর মাধ্যমে অনলাইনে আয় করার উপায়সমূহ”