Google News Publisher অপ্রুভাল এবং আবেদন
Google News Publisher কি ও অপ্রুভাল এবং আবেদন করার নিয়ম নিয়েই আমাদের আজকের আর্টিকেল। এখানে আমি গুগল নিউজ অপ্রুভাল করার পদ্ধতি ও সংগা সহ সকল বিষয় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Google News Publisher কি ও কেন ?
গুগল নিউজ পাবলিশার হলো গুগলের নিউজ সেক্টর বা সেকশান। এখানে গুগলের রোবট প্রতি ঘন্টায় কনটেন্ট গুলো আপডেট নিয়ে থাকে। আর এটা অপ্রুভাল করার আসল কারণ হলো পোস্টগুলো দ্রুত ইনডেক্স করানো যায় এর মাধ্যমে।
আরো পড়ুন >> Website এর মাধ্যমে অনলাইনে আয় করার উপায়সমূহ
ধরুন আপনি যদি নিউজ সাইট নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনার পোস্টগুলো যদি ১ দিন বা ২ দিন পর ইনডেক্স হয় তাহলে তো অনেক সমস্যায় পড়ে যাবেন। দেখা যাচ্ছে যে, কিছু নিউজ আপনার হয়তো আজকেই ডেট শেষ হবে। সেগুলো যদি কালকে ইনডেক্স হয় তাহলে আপনার সাইটে তো ভিজিটর আসবে না। আর এসব সমস্যার কারণেই গুগল নিউজ অপ্রুভাল করানো হয়ে থাকে।
গুগল নিউজ পাবলিশার এর সুবিধা কি ?
গুগল নিউজ পাবলিশার এর অনেক সুবিধা রয়েছে। তার মধ্যে অন্যতম কিছু সুবিধা আমি নিচে দিয়ে দিচ্ছি। যেমন,
(ক) দ্রুত পোস্টগুলো ইনডেক্স হয়।
(খ) দ্রুত ভিজিটর আসে আপনার সাইটে।
(গ) সাইট দ্রুত Rank হয়ে থাকে।
(ঘ) সাইটের ইম্প্রেশান এবং ক্লিক বাড়বে।
(ঙ) যেহেতু দ্রুত ইনডেক্স হবে আর গুগলের রোবট নিয়মিত পোস্ট করার কারণে দ্রুত Rank করাতে সহযোগীতা করে থাকে।
আসলে উপরের সুবিধাগুলো তো আমি নরমালি বললাম। এখানে আরও কিছু সুবিধা আছে। তবে আমার মনে হয় একটা সাইট দ্রুত পোস্ট ইনডেক্স করার জন্যই মূলত গুগল নিউজ পাবলিশ করে থাকে।
আবেদন করার পদ্ধতি জেনে নিন
কিভাবে আবেদন করবেন সেটা আপনি ইউটিউবে দেখে নিতে পারবেন। আসলে আবেদন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি ইউটিউব দেখে দেখে শিখে নেওয়া। বর্তমানে ইউটিউবে এই বিষয়গুলো অনেক সুন্দর করে দেখানো হয়ে থাকে।
প্রথম ধাপঃ- প্রথমে আপনি গুগলে সার্চ দিবেন। নিচের চিত্রের মত একটি লিখা আসবে। তারপর সেখানে ক্লিক করবেন।

২য় ধাপঃ- তারপর আপনি নিচের চিত্রের মত দেখতে পাবেন। তারপর আপনি ক্লিক করবেন মার্ক করা জায়গাতে।

৩য় ধাপঃ- তারপর আপনি নিচের চিত্রের মত স্থানে ক্লিক করবেন।

৪র্থ ধাপঃ- তারপর আপনি নিচের চিত্রের মত স্থান দেখতে পাবেন।

৫ম ধাপঃ- তার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।

উপরের চিত্র দেখার পাশাপাশি আপনি অনলাইনে কথা বলে নিতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে এই পিকচারগুলো দেখেও কাজ করে নিতে পারবেন। আশা করবো সবাই বুঝতে পারবেন। আর কোন বিষয় না বুঝলে আমাকে বা আমাদের টিমকে অবশ্যই জানাবেন। আমাদের টিম মেম্বার অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ।
শেষ কথা Google News Publisher সম্পর্কে
এখানে আমি গুগল নিউজ কিভাবে অপ্রুভাল করবেন এবং গুগল নিউজ পাবলিশার কি এবং গুগল নিউজ পাবলিশার এর কাজ কি এসব বিষয়গুলো জানতে পারবেন। আশা করবো আপনি এখান থেকে যেসব তথ্য পাবেন তা আপানর উপকারে আসবে।
আমি এখানে পিকচার আকারে দেখানোর চেষ্টা করেছি। যেন সবাই বুঝতে পারেন। আর কোন বিষয় যদি কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই সমস্যাগুলো আমাদের ফেসবুক ম্যাসেজ বা ফেসবুক গ্রুপ এও জানাতে পারবেন।
One Comment on “Google News Publisher অপ্রুভাল এবং আবেদন”