SSC 2021 Model Test 1 বাংলা ১ম পত্র প্রশ্ন ও তার উত্তর

এস. এস. সি. পরীক্ষা ২০২১ এর মডেল টেস্ট ১ এর বাংলা ১ম পত্রের সৃজনশীল প্রশ্ন ও উত্তর।  

এস. এস. সি. পরীক্ষা ২০২১ এর মডেল টেস্ট ১ এর বাংলা ১ম পত্রের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। SSC 2021 Model Test 1 বাংলা ১ম পত্র প্রশ্ন ও তার উত্তর।


SSC 2021 Model Test 1

এস. এস. সি. ২০২১ সালের মডেল টেস্ট ০১ এর প্রশ্ন নিচে দেওয়া হলো। এখানে প্রশ্নের পিকচার দেওয়া আছে নিচে লিখা আকারেও দেওয়া হয়েছে। 


আরো পড়ুন >> মডেল টেস্ট ০১ গণিত প্রশ্ন দেখার জন্য ক্লিক করুন।


SSC 2021 Model Test 1 বাংলা ১ম পত্র প্রশ্ন ও তার উত্তর। বাংলা ১ম পত্রের উত্তরগুলো যে কোন গাইড বা টেস্ট পেপারের বোর্ড প্রশ্নগুলো দেখে মিলিয়ে নিতে হবে। 

সকল প্রশ্নই বোর্ড থেকে দেওয়া হয়েছে নিচের প্রশ্নগুলোতে শুধু সৃজনশীলগুলো আর বহুনির্বাচনীর উত্তর নিচে দেওয়া আছে। 

এই মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেখার জন্য লিংক টিতে ক্লিক করতে হবে = এখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো। আজকের মডেল টেস্ট এর বাংলা ১ম পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো। 

সজৃনশীল প্রশ্ন নিচে দেওয়া হলো। এস. এস. সি. ২০২১ সালের মডেল টেস্ট ০১ এর সৃজনশীল প্রশ্ন নিচে দেওয়া হলো।

১. বৃদ্ধ রজব আলি বাড়ির চাকর শহিদুল। একদিন মনিবের টাকা চুরি করে সে ছেলেকে বিদেশে পাঠায়। রজব আলির মৃত্যুশয্যায় শহিদুল অনুতপ্ত হয়ে তাঁর নিকট সব কথা খুলে বললে রজব আলি শহিদুলকে বুকে জড়িয়ে ধরে বলেন, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতেই আমি খুশি। 
(ক) “মানুষ মুহম্মদ (সাঃ)” রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 
(খ) “মানুষের একজন হইয়াও তিনি দূর্লভ” কথাটি বুঝিয়ে লিখ। 
(গ) উদ্দীপকের রজব আলি চরিত্রে “মানুষ মুহম্মদ (সাঃ)” প্রবন্ধে উল্লিখিত মহানবি (সাঃ) এর কোন গুণটি ফুটে উঠেছে ? ব্যাখ্যা কর। 
(ঘ) উদ্দীপকে ফুটে ওঠা গুণটির বাইরে মহানবি (সাঃ) এর আরও গুণের সমাবেশ পঠিত প্রবন্ধে রয়েছে। বক্তব্যটি মূল্যায়ণ কর। 
২. শিক্ষক গৌরব দাস দশম শ্রেণির ছাত্র আজাদকে তার জীবনের লক্ষ্য কী জানতে চাইলে আজাদ বলে, আমি বাবার মতো ব্যবসায়ী হতে চাই। কারণ বাবা বলেন, “জগতে টাকাই সব।” তার কথা শুনে শিক্ষক গৌরব দাস বলেন অর্থ উপার্জনের চেয়ে মনুষ্যত্ব অর্জন করাই শ্রেয়। কথায় আছে, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
(ক) শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি ? 
(খ) “অন্নবস্ত্রের প্রচুর্য্যরে চেয়েও মুক্তি বড়” ব্যাখ্যা কর। 
(গ) উদ্দীপকের আজাদের বাবার মাঝে “শিক্ষা ও মনুষ্যত্ব” প্রবন্ধের যে দিকটি প্রকাশিত ব্যাখ্যা কর। 
(ঘ) উদ্দীপকের শিক্ষকের বক্তব্যে “শিক্ষা ও মনুষ্যত্ব” প্রবন্ধে বর্ণিত শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি করা যায়- বিশ্লেষণ কর। 
৩. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলিতে এদেশের অনেকেই মা-মাটির সাথে চরম বেইমানি করে হানাদার পাকিস্তানিদের পক্ষ নেয়। কিন্তু এদেশের মুক্তিপাগল বীর যোদ্ধারা অন্যায়ের কাছে কোনোরূপ আপস করেনি, এমনকি নিজেদের আপনজনকে বাঁচাতেও হানাদারদের সামনে মাথা নত করেনি। 
(ক) ১৯৭১ সালে কোন মাসের কত তারিখে মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিল ? 
(খ) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ছদ্মনাম ব্যবহার করত কেন ? 
(গ) উদ্দীপকের মুক্তিযোদ্ধাদের সাথে “একাত্তরের দিনগুলি” রচনার শরীফ সাহেবের সাদৃশ্য ব্যাখ্যা কর। 
(ঘ) উদ্দীপকে বর্ণিত মুক্তিযোদ্ধাদের কার্যক্রম “একাত্তরের দিনগুলি” রচনার সমগ্র ভাবকে ধারণ করে কি ? যুক্তি দাও। 
৪. ছোট ছেলেটার কয়দিন থেকে ভীষণ জ¦র। বিধবা ফুলবানু হাঁসের কয়েকটা ডিম বেচে ছেলের চিকিৎসা করালেও এখন আর সে সামর্থ্যও নেই। প্রতিবেশী জরিনার কাছে ধার নিবে কেমন করে- আগের ধারটাই যে শোধ হয়নি। 
(ক) অপুর দিদির নাম কী ? 
(খ) “আমার কাপড় যে বাসি” অপু একথা কেন বলেছিল ?
(গ) উদ্দীপকের “আম-আটির ভেঁপু” গল্পের যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও। 
(ঘ) উদ্দীপকের ফুলবানু কি “আম-আঁটির ভেঁপু” গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি ? তোমার মতামত উপস্থাপন কর। 
৫. “হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ 
কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে 
সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ 
জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে।” 
(ক) “নিউজউইক” পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কী বলে আখ্যায়িত করেছিল ? 
(খ) “মার্চের বিরুদ্ধে মার্চ” বলতে কবি কী বুঝিয়েছেন ?
(গ) উদ্দীপকের সাথে “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতার যে দিকের মিল রয়েছে, তা ব্যাখ্যা কর। 
(ঘ) “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে বাঙালির হৃদয় ও পদ্মার মতো উচ্ছ্বাসিত হয়ে উঠেছিল” উদ্দীপক এবং “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতার আলোকে এ উক্তির যথার্থতা প্রমাণ কর। 
৬. কুমড়ো ফুলে-ফুলে 
নুয়ে পড়েছে লতাটা 
সজনে ডাঁটায় 
ভরে গেছে গাছটা 
আর আমি 
ডালের বড়ি শুকিয়ে রেখেছি। 
খোকা তুই কবে আসবি ? 
কবে ছুটি ? 
(ক) “পল্লিজননী” কবিতায় কোন ফলের কথা বলা হয়েছে ? 
(খ) “রহিম চাচার ঝাড়া” বলতে কী বোঝানো হয়েছে ? 
(গ) উদ্দীপকে “পল্লীজননী” কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ? তার পরিচয় দাও। 
(ঘ) “উদ্দীপক এবং ‘পল্লিজননী’ কবিতার বিষয়বস্তু এক নয় উক্তিটির যথার্থতা নিরূপণ কর। 
৭. মরমি সাধক লালন ফকির মানুষে মানুষে ভেদ-বৈষম্য বিশ^াস করতেন না। তিনি সব মানুষকে ভালোবাসতেন। তাঁর গানে তিনি মানুষকে ভালোবাসার কথা বলে গেছেন। আর্তমানবতার সেবার পাশাপাশি তিনি বৈষম্যহীন একটি আদর্শ মানব সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। 
(ক) গোশত-রুটি নিয়ে কে মসজিদে তালা দিল ? 
(খ) কবি ভজনালয়ের সব তালা দেওয়া দ্বার ভেঙ্গে ফেলতে বলেছেন কেন ? 
(গ) উদ্দীপকের লালন ফকিরের আদর্শের সঙ্গে মোল্লা-পুরুত্বের আদর্শগত যে পার্থক্য বিদ্যামান তা “মানুষ” কবিতাবলম্বনে বর্ণনা কর। 
(ঘ) উদ্দীপকের প্রতিফলিত রূপই “মানুষ” কবিতার মর্মকথা” – মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর। 
কাকতাড়–য়া 

৮. বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ বঙ্গবন্ধুর ভাষণ শুনে যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধ চলাকালে আরিফ জানতে পারে তাদের গ্রাম পাকসেনারা পুড়িয়ে ছারখার করে দিয়েছে এবং পুরো এলাকা জনশূন্য হয়ে গেছে। আরিফ কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে এসে রাতের আঁধারে তার গ্রামে স্থাপিত পাক সেনাদের ক্যাম্প ধ্বংস করে দেয়। 
(ক) বুধা হাবিব ভাইয়ের কাছে কী জানতে চেয়েছিল ? 
(খ) “এক হওয়ার এখনই তো সময়” কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে ? 
(গ) উদ্দীপকের আরিফের মধ্যে ”কাকতাড়–য়া” উপন্যাসের প্রতিফলিত চরিত্রটি ব্যাখ্যা কর। 
(ঘ) “উদ্দীপক ও ‘কাকতাড়–য়া’ উপন্যাসের প্রেক্ষাপট এক ও অভিন্ন” উক্তিটি মূল্যায়ন কর। 
৯. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে গর্জে ওঠে অজপাড়াগাঁয়ের কলেজ পড়–য়া ছেলে আসিফ হাসান। সে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। জীবনকে তুচ্ছজ্ঞান করে একের পর এক সফল অভিযানে সে যুদ্ধ করে পাক সেনাদের গ্রাম ছাড়তে বাধ্য করে। তার দৃঢ় প্রতিজ্ঞা, “বাংলার মাটি ওদের ছাড়তেই হবে।” 
(ক) গ্রাম থেকে কয় দিনের মাথায় কলেরা চলে যায় ? 
(খ) “একটি ভয়াবহ কুটিল রাত” বলতে কী বোঝানো হয়েছে ? 
(গ) উদ্দীপকে “কাকতাড়–য়া” উপন্যাসের “বুধা” চরিত্রের প্রতিফলিত দিকটি তুলে ধর। 
(ঘ) “উদ্দীপকের আসিফ হাসানের মনোভাবই যেন “কাকতাড়–য়া” উপন্যাসের মূল কথা” মূল্যায়ন কর। 
নাটক 
১০. এতিম শাহেদা মামার বাড়িতে বড় হয়। মামি তাকে বোঝা মনে করে এক বয়স্ক লোকের সাথে তাকে বিয়ে দিতে চায়। কিন্তু জীবন সচেতন শাহেদা এ বিয়ে মেনে না নিয়ে একদিন বাড়ি ছেড়ে অজানার পথে পা বাড়ায়। 
(ক) হাতেম আলির বাল্যবন্ধুর কাছে যাওয়ার কারণ কী ? 
(খ) “এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না” খোদেজা কেন এ কথাটি বলেছিল ? বুঝিয়ে লিখ। 
(গ) উদ্দীপকের মামির সাথে ‘বহিপীর’ নাটকের সাদৃশ্য চরিত্রটি ব্যাখ্যা কর। 
(ঘ) “উদ্দীপকের শাহেদা যেন ‘বহিপীর’ নাটকের অনুরূপ” তোমার উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন কর। 
১১. এককালে বাংলায় কৌলীন্য প্রথার প্রচলন ছিল। উঁচুকুলে কন্যাদান করতে পারা বড় পুণ্য আর গৌরবের মনে করা হতো। অনেক পিতা-মাতা কন্যার মতের বিরুদ্ধে গিয়ে উঁচুকুলের অধিক রয়সী পাত্রের সঙ্গে তাদের অল্পবয়সী কন্যার বিয়ে দিত। 
(ক) বহিপীরের বাড়ি কোথায় ? 
(খ) “তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে” বহিপীরের এরূপ উক্তির কারণ ব্যাখ্যা কর। 
(গ) উদ্দীপকে “বহিপীর” নাটকের দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা ব্যাখ্যা কর। 
(ঘ) “উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ই ‘বহিপীর’ নাটকের একমাত্র বিষয় নয়” মূল্যায়ন কর। 
বাংলা ১ম পত্রের বহুনির্বাচনী প্রশ্ন
১. “মঙ্গলকাব্য” কোন যুগের সাহিত্যের নিদর্শন ? 
(ক) প্রাচীন (খ) অন্ধকার (গ) মধ্য (ঘ) আধুনিক 
২. মঙ্গলকাব্যকে উপন্যাস বলা যায় না, কারণ- (র) ছন্দে রচিত তাই (রর) গদ্যভাষায় লিখিত নয় বলে (ররর) মধ্যযুগে রচিত হওয়ায়
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩. নিচের কোন বানানটি শুদ্ধ ? (ক) ক্ষীণ (খ) শির্ন (গ) জীর্ণ (ঘ) সিরনি 
৪. “জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ” এখানে “মন সাপেক্ষ” অর্থ কী ? 
(ক) মনোবাঞ্চিত (খ) মনোনিবিষ্ট (গ) মনোনির্ভরশীল (ঘ) মনোগ্রাহ্য 
৫. “আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো” সুভা কাকে কথাটি বলেছিল ? 
(ক) তার মাকে (খ) প্রকৃতিকে (গ) নদীতটকে (ঘ) বাল্য-সখীকে 
৬. “প্রবাস বন্ধু” রচনায় পাগমান পাহাড়ের রং কী ? 
(ক) সাদা (খ) নীল (গ) কালো (ঘ) ধূসর 
৭. আফগানিস্থানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল কার ? 
(ক) অধ্যক্ষ (খ) লেখকের (গ) টাঙাওয়ালার (ঘ) আবদুর রহমানের 
৮. ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল কী বার ছিল ? 
(ক) সোমবার (খ) মঙ্গলবার (গ) বুধবার (ঘ) বৃহস্পতিবার 
৯. বাগান করা কার নেশা ছিল ? 
(ক) জামীর (খ) রুমীর (গ) জাহানারা ইমামের (ঘ) শরীফ সাহেবের 
১০. মোহাম্মদ ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন- ?
(ক) ১৮৮৬ খ্রিষ্টাব্দে (খ) ১৮৯৪ খ্রিষ্টাব্দে (গ) ১৯৯৯ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৯৬ খ্রিষ্টাব্দে 
১১. তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলের একটি উর্বর প্রদেশ ? 
(ক) পূর্ব (খ) পশ্চিম (গ) উত্তর (ঘ) দক্ষিণ 
১২. “প্রেমাংশুর রক্ত চাই” কার লেখা কাব্যগ্রন্থ ? 
(ক) জাফর ইকবাল (খ) ড. আনিসুজ্জামান 
(গ) হুমায়ুন আজাদ (ঘ) নির্মলেন্দু গুণ 
১৩. তিতুমীর কত সালে শহিদ হন ? 
(ক) ১৭৮১ (খ) ১৭৮২ (গ) ১৮৩১ (ঘ) ১৮৪০ 
১৪. “জয়বাংলা” স্লোগানটি কিসের প্রতীক ? 
(ক) মুক্তির (খ) জাগরণের (গ) ঐক্য ও সংহতির (ঘ) সাহস ও উদ্দীপনার 
১৫. “একসাথে আছি একসাথে বাঁচি” কথাটি কবির কোন চেতনার বহিঃপ্রকাশ ? (ক) সাম্যের (খ) ঐক্যের (গ) শৌর্যের (ঘ) প্রতিবাদের 
১৬. কোনটি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় ? 
(ক) হরতাল (খ) ঘুম নেই (গ) এই পথ এই কোলাহল (ঘ) অভিযান 
১৭. “নতুন খবর” বলতে কবি কী বুঝিয়েছেন ? 
(ক) নতুন জীবন (খ) নতুন আলো (গ) শুভদিন (ঘ) নয়া ফরমান 
১৮. “আমার সন্তান যেন থাকে দুধেভাতে” চরণটির ভাবার্থ কোন কবিতায় প্রকাশ পেয়েছে ? 
(ক) অন্ধবধূ (খ) কপোতাক্ষ নদী (গ) পল্লিজননী (ঘ) আমার পরিচয় 
১৯. “পল্লিজননী” কবিতায় ছেলে কার সাথে খেলতে চায় ? (ক) রহিমের (খ) করিমের (গ) আজিমের (ঘ) কৃষাণ ছেলের 
২০. “মানুষ” কবিতায় পথিকের কন্ঠ ক্ষীণ ছিল কেন ? (ক) তুষ্ণায় (খ) ভয়ে (গ) রোগে (ঘ) ক্ষুধায় 
২১. গজনির সুলতান কত বার ভারতবর্ষ আক্রমণ করেন ? (ক) সাত বার (খ) দশ বার (গ) এগারো বার (ঘ) সতেরো বার 
২২. “নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়” চরণটির কী প্রকাশ পেয়েছে ? (ক) অবজ্ঞা (খ) তীব্র ঘৃণা (গ) শত্রুতা (ঘ) মাতৃভাষাপ্রীতি 
২৩. নাটক কত পর্বে বিভক্ত থাকে ? (ক) তিন (খ) চার (গ) পাঁচ (ঘ) ছয় 
২৪. “আমি শোধ নিতে জানি” এ বাক্যে বুধার কোন ভাবটি প্রকাশ পেয়েছে ? (ক) দক্ষতা (খ) নিপুণতা (গ) প্রতিবাদ (ঘ) ক্ষমতা 
২৫. তিনুর বয়স কত বছর ছিল ? (ক) এক (খ) দেড় (গ) দুই (ঘ) আড়াই 
২৬. বুধা কাকে স্যালুট করে ? (ক) মিলিটারিকে (খ) মতিউরকে (গ) শাহাবুদ্দিনকে (ঘ) কুদ্দুসকে 
২৭. অনেকদিন “ও” বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে- এখানে “ও” কে ? (ক) কুন্তি (খ) মধু (গ) ফুলকলি (ঘ) বুধা 
২৮. হাতেম আলির জমিদারি কোথায় ছিল ? (ক) শাহবাজপুর (খ) রেশমপুর (গ) ডেমরা (ঘ সুনামগঞ্জ 
২৯. “এমন ঝড় কখনো দেখিনি” উক্তিটি কার ? (ক) খোদেজার (খ) বহিপীরের (গ) তাহেরার (ঘ) হাশেমের 
৩০. দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাক্ষেত্র উক্তিটি কার ? (ক) হাতেম (খ) বহিপীর (গ) হাশেম (ঘ) খোদেজা 

evsjv 1g DËi

1.

(M)

16.

(M)

2.

(K)

17.

(L)

3.

(K)

18.

(M)

4.

(L)

19.

(L)

5.

(M)

20.

(N)

6.

(L)

21.

(L)

7.

(N)

22.

(L)

8.

(N)

23.

(M)

9.

(M)

24.

(M)

10.

(N)

25.

(L)

11.

(N)

26.

(M)

12.

(N)

27.

(N)

13.

(M)

28.

(L)

14.

(M)

29.

(N)

15.

(L)

30.

(L)

 

 

 

 

 



আমাদের সাথে যোগাযোগের ঠিকনাঃ

ফেইসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা 

ফেইসুবক পেজ = ডিজিটাল আইটি সেবা 


ফেইসবুক গ্রুপ ২ = ডিজিটাল আইটি সেবা 
এস. এফ. মডেল স্কুলের আইডি = এস. এফ. মডেল স্কুল

মোবাইল নাম্বার = ০১৫১৫-৬২০৯৯০ (এডমিন ওয়েবসাইট ও পেজ ও গ্রুপের)


দক্ষিণপাড়া, নদ্দাপাড়া, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-১২০



বি. দ্র. উপরোক্ত প্রশ্ন ও উত্তরপত্র এস. এস. মডেল কোচিং সেন্টার কর্তৃক সংগ্রহ করা যা এই ওয়েবসাইটই মালিকানা বহন করে। 

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *