যাদের SSC Exam শেষ তারা যেসব কাজ করতে পারেন
যাদের SSC পরীক্ষা শেষ, এখন তোমরা যা যা করতে পারো তার একটি লিস্ট যদিও লিস্টটা অনলাইন অপলাইন থেকে সংগ্রহ করেই সাজিয়ে দেওয়া হয়েছে। আশা করবো সবারই উপকারে আসবে বিষয়গুলো।
তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের অবশ্যই মনে রাখতে হবে এটাই তোমাদের শেষ স্টেপ না। আমার মতে পড়াশোনার বিষয়ে এটা তোমাদের জন্য প্রথম ধাপ। এর পরেরটা মানে ইন্টার বা HSC টা ২য় ধাপ।
মনে রাখবা অনেকেই ভালো ফলাফল আবার অনেকেই খারাপ ফলাফল করবে। আর তাই যেরকমই হোক না কেন অবশ্যই ফলাফল মেনে নিতে শিখতে হবে। বর্তমানে অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে রেজাল্ট দেখে বা খারাপ ফলাফল হলে। আসলে মোটেও এরকম করা উচিত না।
আমি মোটামুটি জানি এরকম বেশ কিছু কাজের টাস্ক লিস্ট দিয়ে দিচ্ছি। যেটা দেখে তোমরা নিজেরা নিজেদের পছন্দের বিষয়টা বেছে নিতে পারো। আসলে বর্তমানে অবশ্যই জ্ঞান নামক সম্পদ অর্জন করার জন্য পড়াশোনার আগ্রহের দরকার আছে। তাই লিস্ট দেখে সময় দিয়ে শিখতে পারো।
SSC Exam শেষে কাজের লিস্ট
১. তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার কোর্স করা সহ শিখতে পারো।
২. বাংলা মাতৃভাষা হলেও ইংরেজী শেখার জন্য আলাদা করে সময় দিতে পারো।
৩. পড়াশোনার জন্য ইন্টারের বই সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। যেটা শহরের ছাত্র-ছাত্রীরা করে থাকে।
৪. পছন্দের জায়গাতে ভ্রমণ করতে পারো। এতেও জ্ঞান বাড়ে।
৫. আত্মউন্নয়ন বা ভালো কিছু বই পড়তে পারো। যেটাতে নিজের লক্ষ্য নির্ধারণ করতে সুবিধা হবে।
৬. আয় করা যায এরকম Freelancing কাজ শিখতে পারো। যেটা পড়াশোনার মতই যেন হয়। প্রয়োজনে বড়দের পরামর্শ নিতে পারো।
৭. পরিবার বিয়ে দিলে অবশ্যই হারাম সম্পর্ক না করে করতে পারো। অনেক পরিবারই বর্তমানে বিয়ের পরেও পড়াশোনা করাতে চায়। যেটাতে অনেক সময় আর্থিক নিরাপত্তা ও হারাম সম্পর্ক থেকে দূরে থাকা যাবে যদিও ব্যাক্তি বিষয়টা এবং পরিবার অনুমতি প্রয়োজন।
৮. সবকিছু ঠিক থাকলে আইন শৃঙ্খলা বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারো।
৯. ইন্টার এর subject গুলার বেসিক শিখতে পারো। যদিও বিজ্ঞান বিভাগের জন্য করা উচিত।
১০. আত্মীয় বাড়ি থেকে ঘুড়ে আসতে পারো। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা উচিত সবার।
১১. শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারো। যেটা আমার অনেক পছন্দের একটি বিষয়।
১২. যেকোন ধরনের বদঅভ্যাস বাদ দিতে পারো। যদিও ভালো অভ্যাস ও গুনাগুন তৈরি করা উচিত এবং প্রাকটিস করা উচিত।
১৩. কিছু দিনের জন্য যেকোন ব্যবসা করতে পারো। যদিও ছেলেরা তাদের পরিবারের থাকলে করতে পারো। মেয়েরা পরিবার থেকে হাতের কাজ শিখে নিতে পারো।
১৪. ইংরেজি Vocabulary শিখতে পারো। যেটা অনেক উপকারী হবে তোমাদের জন্য।
১৫. নিয়মিত Exercise করতে পারো। শারীরিক সুস্থতার জন্য বেস্ট হবে।
১৬. প্রতিদিন খেলাধুলা করতে পারো। এতে মন ভালো থাকবে তোমাদের।
১৭. ছোট ভাই-বোনদের পড়াইতে পারো। তবে অবশ্যই ফ্রিতে আশেপাশের পড়ানো যেতে পারে। টাকার নেশা হলে অনেক সময় পরবর্তীতে পড়াশোনার মনোযোগে সমস্যা হতে পারে।
১৮. নিজের ভালো কোন প্রতিভা থাকলে সেটা আরো ভালো ভাবে শিখতে পারো। অনেকেই পারে যেমন, আর্ট, ফটোগ্রাফি ইত্যাদি।
১৯. মসজিদ থেকে জামাতে যাইতে পারো। ছেলেদের জন্য এবং মেয়েরা বাসায় বসেই বিভিন্ন মাসআলা শিখতে পারো বই পড়ে পড়ে।
২০. ধার্মীক দিক থেকে আমি বলবো ভালো চরিত্র গঠন করার শিক্ষা নিতে। তাতে ভবিষ্যতে হতাশা নামক রোগ হবে না। মনে রাখা উচিত চরিত্র সবচেয়ে বড় সম্পদ।
২১. হালাল-হারাম বিষয়ে জ্ঞান অর্জন করতে পারো তোমরা।
২২. অনলাইনের হারাম সম্পর্কগুলো তোমাদেরকে বিপথে ও হতাশায় নিতে পারে তাই এসব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারো। প্রয়োজনে বড়দের সহযোগীতা নিতে পারো।
২৩. রান্না শিখতে পারো। ছেলে মেয়ে উভয়ই। কারণ পড়াশোনা করতে হলে ভবিষ্যতে বাইরে থাকতে হবে। আর আগে থেকেই রান্নার বিষয়টা শিখে রাখা ভালো।
২৪. ইসলামিক বই কিনে পড়তো পারো এতে ইসলামিক জ্ঞান বাড়বে। তবে কোরআন আগে শেখা উচিত আমার মতে।
২৫. অনলাইনে নিজের স্বাজাতির একটা সার্কেল তৈরি করতে পারো। যেমন, মেয়ে হলে মেয়েদের গ্রুপ বা ছেলে হলে ছেলেদের গ্রুপ। গ্রুপটা অবশ্যই ভালো এবং আপনার পরবর্তীতে উপকারে আসবে এমন হতে হবে।
২৬. ইউটিউব থেকে বিভিন্ন নসিহা শুনতে পারো। এতে করে আত্মউন্নয়ন বাড়বে। এবং ব্যাক্তিত্ব তৈরি হবে।
২৭. ইন্টারের সময়টা কম। এই সময়টাতে পড়াশোনা ঠিক মত করার একটা প্লানিং তৈরি করতে পারো।
২৮. হারাম থেকে দূরে থাকার উপায় গুলো শিখে নোট করে রাখতে পারো। কারণ হারাম সর্বপ্রথম আরাম বা মানসিক শান্তি নষ্ট করবে তোমার।
২৯. মনে করবা না তুমি অনেক শিক্ষিত হয়ে গেছো। তাই বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ রাখবা। এবং এই চর্চা বাড়ানোর অভ্যাস করতে পারো। তাতে ফ্রিতে দোয়া পাবা।
৩০. SSC থেকে পড়া বিষয়গুলোর নোটগুলো নিয়ে একটা পেজ বা গ্রুপ এ আপলোড করে রাখতে পারো গুছিয়ে। তাতে তোমার ছোট ভাইবোনদের উপকার হবে। তবে নিরাপত্তা রেখে কাজটা করবা যেন, এর মাধ্যমে হারামে লিপ্ত না হও।
সবশেষে বলবো, রেজাল্ট তো একটা হবেই। যাই হোক সেটাকেই মেনে নিয়ে আগামীতে চলা শিখতে হবে। রেজাল্টই সব না। অনেক দেখেছি খারাপ রেজাল্ট কিন্তু তারা অনেক ভালো আছে বর্তমানে আবার উল্টাও আছে। তাই আল্লাহর দেওয়া ভাগ্যটাকে অবমাননা না করে সেটাকেই মেনে নিতে শিতে হবে এবং আগামীতে ভালো করার চেষ্টা করতে হবে।