How to Learn Freelancing and Online Based Course || অনলাইনে কোর্স শেখার মাধ্যমসমূহ
কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি শিখবেন ওয়েব ডিজাইনসহ আর নানা কোর্স ।
আসুন এবার আলোচনা করা যাক ব্লগটা নিয়ে। আমরা অনলাইনে নিয়মিতই প্রতারণার শিকার হচ্ছি। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস হলো ফেইসবুক বা ইউটিউব আর এখানে অনেকেই প্রতারিত হয় বিভিন্ন ভাবে। আপনি যদি একটা কোর্স শিখতে চান তবে তারা ইনবক্সে টাকার বিনিময়ে কোর্স দেবে বলে বলে বিভিন্ন ম্যাসেজ দিতে থাকে আর এভাবে আমাদের মধ্যে সঠিক কোনটা আর কোনটা সঠিক নয় তা নিয়ে কনফিউশান তৈরি হয়। আর এই কনফিউশান দুর করার জন্যই আমার এই ব্লগই মূলত তৈরি করা। Freelancing and Online Based Course
ওয়েব ডিজাইন ও ডেভেলপারদের প্রয়োজনীয় কিছু লিংক নিচে দেওয়া হলো।
Youtube Channel Links
(+++) Training with Live Project
এখানে আপনি Bangla JavaScript Tutorial (JS Fundamentals) , E-Commerce Website With PHP OOP
আরও কিছু তথ্য পাবেন এই চ্যানেলটাতে। কিছু প্রজেক্ট দেওয়া আছে যা সত্যিই অনেক ভালো। আপনি PHP নিয়ে অনেক ভালো ধারণা পাবেন এখানে।
(+++) Tamim Shahriar
(+++) Anisul Islam
(+++) Pijush Saha
(+++) Techno Vedant
(+++) WsCube Tech
এই সাইটে অনেক ভালো কিছু কনটেন্ট দেওয়া আছে।
(+++) Programming Hero
এই লিংকটাতে অনেক ভালো ভালো কোর্স আছে এবং কোর্সগুলো পেইড। কেউ যদি পেইড কোন কোর্স নিতে চান তবে আমার মনে হয় এটাই বেস্ট হবে এখান থেকে আপনি ভালো মানের কোর্স নিতে পারবেন আশা করি। ওয়েব ডেভেলপের উপর কোর্সটি অনেক ভালো মানের। Freelancing and Online Based Course
(+++) Web Ground
উপরেরটা সাইটের নাম আর ইউটিউবের লিংক নিচে দেওয়া হলো। এই সাইটের প্রধান আলোচনার বিষয়গুলো হলো HTML, CSS, JavaScript, SEO, Templates এই পাঁচটা বিষয় অনেক সুন্দর করে বাংলায় দেওয়া আছে এখানে। আমার মনে হয় কেউ সময় নিয়ে যদি দেখে এর চাইতে ভালো কোন সাইট আর পাবে না। তবে ইউটিউবের কথা আলাদা কারণ ওখানে বলে দিয়ে শেখানো হয় আর এখানে পড়ে শিখতে হয়।
এই সাইটের YouTube চ্যানেল আচে যেখানে এসব কিছু অনেক সুন্দর করে দেওয়া আছে।
অনেক ভারো মানের একটা সাইট যা আপনাকে শেখার আগ্রহ তৈরি করা থেকে শুরু করে অনেক বেশি ভালোমত শেখাবে। ওয়েবসাইটের সবচেয়ে ভালো দিকটা হলো এখানে আপনি বাংলায় শিখতে পারবেন আর দেখে শেখার জন্য আপনাকে এই সাইটেরই ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে।
Tags
Freelancing and Online Based Course