Completing Story A Fox Without A Tail (Free Guide)

Completing Story

Completing Story A Fox Without A Tail 

ইংরেজী রাইটিং অংশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অংশ হলো Completing Story. এই অংশটিতে মার্ক পাওয়া অনেকটাই সহজ এবং ছাত্র-ছাত্রীরা একটু পরিশ্রম করলেই এখানে ভালো করবে।

Completing Story
                                                                                              A Fox Without A Tail

কোন কোন ক্লাসের জন্য উপকারে আসবে এই স্টোরিটি ? 

আসলে ৬ষ্ঠ থেকে শুরু করে ১২দশ শ্রেণির শিক্ষার্থী পর্যন্ত কমপ্লিটিং স্টোরি পড়তে হয়। এখানে নিচের ক্লাসগুলোর জন্য কাজে আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেমন,

(a) Completing Story Class 9.

(b) Completing Story Class 6.

(c) Completing Story For Class 7.

 

 

A Fox Without A Tail Full Story – 1

আমি ছাত্র-ছাত্রীদের বোঝার জন্য স্টোরিটি পিকচার আকারে দেওয়ার চেষ্টা করছি। যেন সবাই বুঝতে পারে। আশা করবো কোচিং সেন্টারসহ জে. এস. স. থেকে শুরু করে এইচ. এস. সি. সকল শ্রেণির শিক্ষার্থীদের উপকারে আসবে।

 

Completing Story
                                                                                      A fox without tail

A Fox Without A Tail Full Story – 2

উপরের ১মটি মোটামুটি অনেক সহজ এবং অনেক সুন্দর। আমি পরামর্শ দেবো ছাত্র-ছাত্রীদেরকে উপরের প্রথম অংশটি থেকে নিয়েই পড়ার জন্য। আমি তারপরেও আরও দুইটা দিয়ে দিচ্ছি। কারো যদি ভাষাগত সহজ মনে হয় তাহলে নিচের যে কোন একটা পড়তে পারবে।

 

Completing Story
                                                       A Fox Without A Tail

We can say that this completing story unity is strength.

 

Read More >> A Farmar & His sons Story For English writing part.

A Fox Without A Tail Full Story – 3

আলহামদুলিল্লাহ উপরের দুইটা অনেক সুন্দর ও ভাষাগত দিকটাও অনেকটাই সহজ ও বোধগম্য। তারপরেও আমি সবার কালেকশানের জন্য নিচের অংশটি মানে আরও একটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ছাত্র-ছাত্রীরা চাইলে এইগুলোই একটু আপডেট করে পরবর্তী ক্লাসে পড়তে পারবে। আশা করবো উপকারে আসবে সবারই।

পিকচারটি দেখার জন্য = ক্লিক করুন এখানে

উপরের পিকচার দেওয়া হয়েছে যেই সাইটে সেইটা অনেক ভালো একটি সাইট। এবং ওখানে আপনি অনেক ভালো রেজুলেশানসহ কারেই পিকচারটি দেখতে পাবেন ইনশাআল্লাহ।

 

A Fox Without a Tail For Class JSC, SSC & HSC

Video content is very essential for reading and understanding. I think it is very good for all classes students. Specially for class JSC, SSC & HSC. Now i am giving a video link and video about this story.

 

Video Links Are:- Click Here To See (ভিডিওটি আপাতত রিমুভ করা হয়েছে) 

 

Read More >> How To Buy Namecheap Domains (Free Guide)

 

Completing Story A Fox Without A Tail (Free Guide)

এই আর্টিকেলের মাধ্যমে আমি কমপ্লিটিং স্টোরি সম্পর্কে একটু বর্ননা করার চেষ্টা করেছি। এখানে আসলে গল্পটির সারাংশ ও সারকথাটা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। আশা করবো ভিডিও এবং উপরের স্টোরিটি পড়লেই বিষয়টা অনেক সহজেই বুঝতে পারবেন।

আমার সংগ্রহে থাকা আরও কিছু Completing Story এর লিস্ট নিচে দেওয়া হলো। আশা করবো উপকারে আসবে সবার।

(a) Honesty is the best policy.

(b) A farmer and his sons.

(c) Who will bell the cat.

(d) Slow and steady wins the race.

(e) An Honest Wood Cutter.

(f) Etc.

 

Completing Story PDF Files 

আসলে এখানে পিডিএফ লিংক এর তেমন কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। তারপরেও আমি উপরে পিকচারের লিংক যুক্ত করে দিয়েছি বোঝার জন্য। আশা করবো এটাতেই সবার বুঝতে সুবিধা হবে।

 

কিছু প্রশ্ন ও উত্তর কমপ্লিটিং স্টোরি সম্পর্কে

আমরা অনেক সময় নিজেদের মত করেই লিখে থাকি অথচ আমরা এ সম্পর্কে তেমন কোন তথ্য জানি না। আসলে জেনে বুঝে যদি লিখা যায় তাহলে এর মান অনেকটাই ভালো থাকবে আশা করি। যেমন,

 

What is completing a story ?

আমরা কমপ্লিটিং স্টোরি বলতে বুঝি মুলত কোন গল্প অসম্পূর্ণ দেওয়া আছে সেই ধরনের গল্পকে পুরোপুরি কমপ্লিট করা। আর এখানে অনেক সময় আগেকার কিছু গল্প দেওয়া থাকে যেগুলো আমাদের জন্য জানা গল্প সেগুলো শেষ করে নেওয়াটাই এর মধ্যেই পড়ে।

 

How do you write a completing story ?

কমপ্লিটিং স্টোরি লিখার জন্য আগের যদি গল্প হয়, তাহলে সেটা জানা থাকতে হবে। অথবা আপনি যদি কোন গল্প এমন দেখেন যেটা আপনি নিজেই শেষ করতে পারবেন নিজের মত করে। তাহলে সেভাবেই শেষ করতে হবে।

এখানে কিছু গল্প এমন থাকতে পারে যেটা বানিয়ে লিখতে হবে। সেগুলোর ক্ষেত্রে যেমন ইচ্ছা লিখা যাবে আর যদি মোরাল আগের কোন গল্প থাকে উপরেরটার মত তাহলে সেটাই শেষ করতে হবে।

 

This Post Conclusion 

There are so many writing part of English for class JSC, SSC & HSC. Here i can try to give a important part which name is completing story. It is very important and very essential part in English subject. Thanks for all to read this content.

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *