National Institute of ENT. নাক, কান ও গলার সমস্যার জন্য কি করা দরকার ? নাক, কান ও গলার সমস্যা সমাধানের উপায় কি ? নাক, কান ওগলার সমস্যার জন্য কোথায় ডাক্তার দেখাবো। এরকম নানা রকম প্রশ্ন আমাদের মনে আসে অথচ আমাদের সামনেই আছে এসব সমস্যার সমাধান। হ্যা আজকে বাংলাদেশের অন্যতম একটা চিকিৎসা প্রতিষ্ঠানের কথাই বলবো আর্টিকেলের মাধ্যমে। তার নাম হচ্ছে ন্যাশনাল নাক, কান ও গলার ইনস্টিটিউট।
বাংলাদেশ সরকারের অর্থায়ানে পরিচালিত জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট। যেটি তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এই হাসপাতালের বিশেষত্ব হচ্ছে এখানে মাত্র দশ টাকার মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে নাক, কান ও গলার সুচিকিৎসা করানো হয়।
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট
তেজগাঁও, ঢাকা
নাক, কান ও গলা রোগের সরকারী হাসপাতাল
Table of Contents
(+) বহিঃবিভাগ সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সপ্তাহে ৬ দিন (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত)
(+) ২৪ ঘন্টা জরুরী বিভাগে নাক, কান ও গলা রোগের জরুরী স্বাস্থ্যসেবা প্রদান।
(+) নাক, কান ও গলা রোগের সকল প্রকার অত্যাধুনিক অপারেশানের ব্যবস্থা।
(+) কানের শ্রবণমাত্রা পরীক্ষা, নাক ও গলার এন্ডোস্কোপি।
(+) শিশুদের দেরীতে কথা বলায় শ্রবণ পরীক্ষা ও বধিরতা নির্ণয়।
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট
তেজগাঁও, ঢাকা
নাক, কান ও গলা রোগের সরকারী হাসপাতাল
শ্রবণজনিত সমস্যা ও সেবা সমূহ
আপনার অনুভূতি, আমাদের প্রচেষ্টা
আধুনিক মানের যন্ত্রপাতির সাহায্যে কানের আন্তর্জাতিক মানের সকল প্রকার পরীক্ষা স্বল্প খরচে করা হয়।
পরীক্ষাসমূহঃ
(+) কানের শ্রবণ মাত্রা পরীক্ষা ও বধিরতার কারণ নির্ণয় করা হয়।
(+) কানের পর্দার ছিদ্র পরীক্ষা।
(+) শ্রবণজনিত মাথা ঘুরানোর পরীক্ষা।
(+) জন্মগত শ্রবণ স্বল্পতা/বধিরতা নির্ণয়।
(+) দেরীতে শিশুর কথা বলার কারণ নির্ণয়।
চিকিৎসাঃ
অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে কান পাকা, কানের পর্দা ছিদ্র, কান নিয়ে পানি পড়া, কানে কম শোনা ইত্যাদি রোগের চিকিৎসার সুব্যবস্থা।
এখানে আপনি মেয়েদের জন্য আলাদা ও ছেলেদের জন্য আলাদা টিকেট কাউন্টার পাবেন। হাসপাতাল থেকেই চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ন্যাশনাল ইনস্টিউট অব ইএনটি
তেজগাঁও, ঢাকা
সিটিজেন চার্টার
(১) হাস-পাতালের বহিঃ বিভাগ সকালঃ ৮টা থেকে বিকাল ২টা ৩০ মিনিট (Morning Shift)
বিকাল ২টা ২০ মিনিট থেকে রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত (Evening Shift)
(২) বহিঃ বিভাগের টিকেটের ফি = ১০ টাকা
(৩) জরুরী বিভাগের টিকেটের ফি = ১০ টাকা
(৪) ভর্তিকৃত রোগীদের ফি = ১৫ টাকা
(৫) জরুরী বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়।
(৬) হাসপাতালে আগত রোগীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়ার জন্য রিসিপশন ব্যবস্থা রয়েছে।
(৭) সার্বক্ষণিক এ্যাম্বুল্যান্স সার্ভিস দেওয়া হয়।
(৮) হাসপাতালে ভর্তিকৃত রোগীর বেড সংখ্যা ১০০টি
(ক) কেবিন ১৪টি
(খ) পেয়িং বেড ২৬টি
(গ) নন পেয়িং বেড ৬০ টি
(৯) শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুটিন অনুযায়ী রোগীর অপারেশান করা হয়।
(১০) ইমারজেন্সী ওটি প্রতিদিন হয়।
(১১) প্রতিদিন ৪টি অপারেশান থিয়েটারে অপারেশন করা হয়।
(১২) প্রতিদিন ফি (কেবিন ও পেয়িং বেডের রোগীর জন্য প্রযোজ্য)
(ক) মেজর অপারেশন সরকার কর্তৃক নির্ধারিত ফি = ২,১০০ টাকা
(খ) মাইনর অপারেশন সরকার কর্তৃক নির্ধারিত ফি = ১,০০০ টাকা
(১৩) নন পেয়িং বেডের রোগীর অপারেশনের জন্য কোন ধরনের ফ্রি গ্রহণ করা হয় না।
(১৪) সরকার কর্তৃক র্নিধারিত ফি গ্রহনের মাধ্যমে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করা হয়।
(১৫) প্যাথলজির পরীক্ষা সমূহের সরকার কর্তৃক নির্ধারিত ফি আলাদা।
হাস-পাতালের ওয়াল থেকে তোলা ছবি এখানে বর্ননা দেওয়া আছে বিভিন্ন চিকিৎসার।
Address Details:
National Institute of ENT, Love Road, Begunbari, Tejgaon C/A, Dhaka
Project Area: Tejgaon Health Complex, Dhaka
Dhaka 1208 Bangladesh
Phone: +88-02-(8878155), Fax: +88-02-8878150
Email Address: nient@hospi.dghs.gov.bd
Website Link: https://nationalinstituteofent.webs.com
Website Link: National Institute of ENT Bangladesh