Graphics Design || গ্রাফিক্স ডিজাইনে ভালো করার ৯টি উপায়

Graphics Design

Graphics Design ভালো করার ৯টি উপায়

অনলাইন আয় করার জন্য বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক বেশি এগিযে যাচ্ছে। যার মধ্যে ওয়েব ডিজাইন এবং Graphics Design অন্যতম একটি সেক্টর হিসেবে ইতোমধ্যেই সুপরিচিত হযেছে সবার কাছে।

অনলাইনে আয়ের অন্যতম উপায় হলো Graphics Design বা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আয় করা। এই সেক্টরে কাজ করার জন্য আপনাকে অনেক বেশি ক্রিযেটিভ থাকতে হবে।

আরো পড়ুন >>  Facebook Marketing বা ফেইসবুক মার্কেটিং এর ৬টি টিপস

অনলাইনে কাজ করার সবগুলো মাধ্যমেই আগ্রহ থাকতে হবে তবে এই সেক্টরে কাজ করার জন্য আপনাকে অবশ্যই বেশি আগ্রহী হতে হবে। অনেকেই গ্রাফিক্স এ কাজ শিখে কোন কাজ করতে পারে না।

তাদের জন্য ৯টি উপায় দেওয়া হলো কিভাবে তারা গ্রাফিক্স ডিজাইনে ভালো করতে পারবে।

 

Graphics Design || গ্রাফিক্স ডিজাইনে ভালো করার ৯টি উপায়

 

 

১. টুলস সম্পর্কে জানা

প্রত্যেকটি টুলস নিয়ে আপনাকে অবশ্যই ভালো মত পড়াশোনা করে প্রাকৃটিস করতে হবে। তাছাড়া পাবলিক ফাংশনের কাজগুলো আপনি বুঝতে পারবেন না। তাই প্রথমেই আপনাকে সবগুলো টুলস সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। 

২. কাজের মান ঠিক রাখা

ধরুন আপনাকে একটা ডেমো ডিজাইন দিয়ে বানাতে বলা হলো। আপনি সেই ঠিক একই রকম বানাবেন তবে ডেমোটা থেকে যেন কপি না হয়।

কপি করলে অনেক সময় বোঝা যায় আর অনলাইনে বিভিন্ন টুলসও পাওয়া যায় কপি দেখার। তাই নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে কাজ করতে হবে। 

আরো পড়ুন >> ডিজিটাল মার্কেটিং কি ? ৫টি সেরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম     

৩. টিউটোরিয়াল দেখা

অবসর সময়ে আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখে তাদের কাজ দেখে দেখে শেখার মানসিকতা রাখতে হবে। আমাদের মধ্যে অনেকেই প্রফেশনালদের ফলো না করার অভ্যাস তাই আমি বলবো যারা প্রফেশনাল মার্কেট প্লেসে কাজ করছে ও টিউটোরিয়াল তৈরি করছে তাদেরকে ফলো করবেন। 

বর্তমানে অনলাইনে আপনি অনেক ভালো মানের কিছু টিউটোরিয়াল পাবেন। যেগুলো দেখে দেখেও আপনি শিখতে পারবেন। আর একটা বিষয়গুলো যে, এখন আপনি অনলাইনে যতগুলো সোর্স পাবেন ততগুলো যদি নিজের মত করে শিখতে পারেন তাহলে প্রফেশনাল লাইফে কোন সমস্যায় পড়তে হবে না।

৪. প্রাকটিস করা

নিয়মিত প্রাকটিস করতে হবে আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য। 

 

৫. সময়কে অপচয় না করা 

আমরা যারা ফেইসবুক, টুইটার ও ইনস্ট্রাগ্রামে প্রচুর সময় ব্যয় করি তাদের উচিত এসব থেকে সময় বের করে কাজে সময় দেওয়া। 

৬. ডিজাইনের ভিন্নতা তৈরি করা

আমাদের ডিজাইনকে আর্কষন করানোর জন্য ডিজাইনের বৈচিত্রতা নিয়ে আসতে হবে। মানুষ ভিন্ন ডিজাইনের প্রতি আকৃষ্ট হয় বেশি। 

 

৭. ব্লগ পড়ার অভ্যাস তৈরি করা

অনেক সময় ভিডিওতে সব থাকে না। তাই গুগলে সার্চ করে ব্লগের মাধ্যমেও শেখার চেষ্টা করতে হবে। 

 

৮. ধৈর্য্যসহকারে লেগে থাকা

প্রচৃর পরিমাণে ধৈর্য্য নিয়ে আপনাদের লেগে থাকতে হবে। অনলাইনে একদিনে সফলতা আসে না তাই লেগে থাকতে হবে। 

৯. প্রফাইল সুন্দর করা

আপনি মার্কেট প্লেসে গেলে আপনার নিজের প্রফাইলকে সুন্দর করে বানাতে হবে। আকর্ষন না করাতে পারলে বায়াররা আপনাকে কাজ দেবে না। তাই প্রফাইলকে আকর্ষন করানোর জন্য চেষ্টা করতে হবে।

ভালোমত কাজ শিখে তারপর মার্কেট প্লেসে যাবেন তাছাড়া কিছুদিন পর হতাশ হয়ে ফিরে আসতে হবে। তাই আগে থেকেই অবশ্যই আমাদের প্রফেশনাল কাজ শিখে তারপর মার্কেট প্লেসে আসতে হবে। 

Graphics Design বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে শেষ কথা

উপরের আর্টিকেলটি থেকে আমরা গ্রাফিক্স ডিজাইন বা Graphics Design সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এবং গ্রাফিক্স ডিজাইন কি ? কিভাবে আমরা গ্রাফিক্স ডিজাইন করবো ? কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবো। আরও নানা তথ্য জানতে পেরেছি।

গ্রাফিক্স ডিজাইন বা Graphics Design এ ভালো করতে হলে আপনাকে কি কি ধাপ অনুসরণ করতে হবে সেসব বিষয়গুলোও এখানে আলোচনা করা হয়েছে। আমি উপরের লিখাতে মোট ৯টি ধাপের কথা বলেছি।

উপরের ৯টি ধাপ আপনি মেনে চললে গ্রাফিক্স ডিজাইন বা Graphics Design  এ আপনি অনেক ভালো করতে পারবেন আশা করি। অনেক ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য।

প্রথম প্রকাশিত হয়েছিল = ৩০ ই নভেম্বর ২০২০ সাল

দ্বিতীয় প্রকাশিত হয়েছিল = ১৫ ই জানুয়ারী ২০২২ সাল

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

2 Comments on “Graphics Design || গ্রাফিক্স ডিজাইনে ভালো করার ৯টি উপায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *