HSC ICT || এইচএসসি (HSC) আইসিটি (ICT) ৫ম অধ্যায় এর হ্যান্ড নোট

HSC ICT

HSC আইসিটি ৫ম অধ্যায় এর হ্যান্ড নোট

HSC ICT বা এইচএসসি আইসিটি এর ৫ম অধ্যায় এর হ্যান্ড নোট এখানে দেওয়া হয়েছে। আমি আজকের আর্টিকেলে এই অধ্যায়টির সকল তথ্য দিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এছাড়াও আরও কোন তথ্য জানার থাকলে অবশ্যই ম্যাসেজ করবেন অথবা কমেন্ট করবেন।

HSC ICT
এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা-
১. প্রোগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
২. বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বর্ণনা করতে পারবে।
ব্যাবহারিক
১. প্রোগ্রামের সংগঠন প্রদর্শন করতে পারবে;
২. প্রোগ্রাম অ্যালগরিদম ও ফ্লো চার্ট প্রস্তুত করতে পারবে;
৩. ‘সি’ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম প্রস্তুত করতে পারবে।

HSC ICT প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজ এ ইতিহাস

কম্পিউটার নামক যন্ত্রটি কোনো না কোনোভাবে পুরো পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করেছে। এই অসাধারণ যন্ত্রটি কোন কাজে ব্যবহার করা যাবে সেটি শুধু মানুষের সৃজনশীলতা দিয়ে সীমাবদ্ধ।

তবে এককভাবে কম্পিউটার নামের এই যন্ত্রটির সাথে অন্য আরেকটি যন্ত্রের কোনো পার্থক্য নেই। কম্পিউটার আলাদাভাবে একটি বিশেষ কিছু হয়ে উঠে কারণ এটিকে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য প্রোগ্রাম করা সম্ভব।

আরো পড়ুন >> (PDF) আইসিটি ৫ম অধ্যায় : সৃজনশীল প্রশ্ন ও উত্তর

কম্পিউটার যেহেতু একটি ইলেকট্রনিক যন্ত্র ছাড়া আর কিছুই নয় এবং সেটি 1 এবং 0 ছাড়া আর কিছুই বুঝতে পারে না, তাই তাকে প্রোগ্রাম করার জন্য এই 1 এবং 0 দিয়েই মেশিন কোডে কিছু দুর্বোধ্য নির্দেশনা দিতে হয়।

বিষয়টিকে সহজ করার জন্য অনেক প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করা হয়েছে, এই ভাষাগুলোতে একজন প্রয়োজনীয় কোড লিখতে পারে যেটি পরবর্তীকালে মেশিন কোডে রূপান্তরিত করে কম্পিউটারের কাছে নির্দেশনা হিসেবে পাঠানো হয়।

এরকম একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা হচ্ছে সি (C)। এই অধ্যায়ে শিক্ষার্থীদের কাছে প্রোগ্রামিংয়ের খুঁটিনাটির সাথে সাথে C ভাষায় প্রোগ্রামিং করার প্রাথমিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞানের ৫ম অধ্যায়ের নোট

যেসব বিষয় জানতে পারবেন এখানে

আমি পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করবো এখান যেসব বিষয়গুলো আপনি জানতে পারবেন সেসব বিষয়গুলো। HSC ICT বইয়ের সকল অধ্যায় ই অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে ৫ম অধ্যায় এর হ্যান্ড নোট দিয়ে দিচ্ছি। বিষয়গুলো হলোঃ-

১. প্রোগামিং ভাষা (Programming Language)

২. মেশিন ভাষা

৩. অ্যাসেম্বলি ভাষা

৪. মধ্যম স্তরের ভাষা (Middle Level Language)

৫. উচ্চ স্তরের ভাষা (High Level Language)

৬. চতুর্থ প্রজন্মের ভাষা

৭. অনুবাদক প্রোগ্রাম (Translator program)

৮. প্রোগ্রামের সংগঠন (Program Structure)

৯. প্রোগ্রাম তৈরির ধাপসমূহ (Steps of Developing a Program)

১০. প্রোগ্রাম ডিজাইন মডেল (Program Design Model)

উপরের বিষয়গুলো ছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে। এখানে অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। এইচএসসি আইসিটি ৫ম অধ্যায় এর উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরও অনেক বিষয় জানা যাবে এই অধ্যায়টিতে।

আরো পড়ুন >> HSC ICT পঞ্চম অধ্যায় 

উপরের লিংকটিতে অধ্যায়টির পুরো বিষয়গুলো সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে দেওয়া হয়েছে। আশা করবো সবাই বুঝতে পারবেন।

HSC ICT প্রথম অংশ (বিভিন্ন প্রজন্ম এবং বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা)

এই অংশ থেকে আপনি যেসব বিষয়গুলো ভালোমত শিখতে পারবেন। সেগুলোর মধ্যে অন্যতম বিষয়গুলো নিচে দেওয়া হলো।

১. বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা বর্ণনা করতে পারবেন।

২. বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বর্ণনা করতে পারবেন।

HSC ICT
মেশিন বা যান্ত্রিক ভাষা (Machine Language):
যে ভাষায় শুধুমাত্র ০ এবং ১ ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে মেশিন বা যান্ত্রিক ভাষা বলে। কম্পিউটারের নিজস্ব ভাষা বা মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা। এই ভাষায় শুধু মাত্র ০ এবং ১ ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। ফলে এর সাহায্যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়।

৩. মেশিন ভাষার সুবিধা, অসুবিধা এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবেন।

৪. অ্যাসেম্ববলি ভাষার সুবিধা এবং অসুবিধা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবেন।

৫. উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষার সুবিধা এবং অসুবিধা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবেন।

HSC ICT সকল অধ্যায় এর পিডিএফ

আমি সবার বোঝার জন্য সকল অধ্যায় এর পিডিএফ লিংক গুগল ড্রাইভের নিচে দিয়ে দেবো। আশা করবো সবার জন্যই উপকার হবে।

আরো পড়ুন >> HSC ICT ১ম অধ্যায় এর হ্যান্ড নোট

আরো পড়ুন >> HSC ICT ২য় অধ্যায় এর হ্যান্ড নোট

আরো পড়ুন >> HSC ICT ৩য় অধ্যায় এর হ্যান্ড নোট

আরো পড়ুন >> HSC ICT ৪র্থ অধ্যায় এর হ্যান্ড নোট

আরো পড়ুন >> HSC ICT ৫ম অধ্যায় এর হ্যান্ড নোট

আরো পড়ুন >> HSC ICT ৫ম অধ্যায় এর হ্যান্ড নোট

উপরের সবগুলো লিংক গুগল ড্রাইভের। প্রত্যেকটি অধ্যায় এর পিডিএফ কপিটি গুগল ড্রাইভে আপলোড করে লিংক দেওয়া হয়েছে এখানে।

 

আরো পড়ুন >> টেলিযোগাযোগ, স্যাটেলাইট (Satellite), জিপিএস (GPS)

উপসংহার 

উপরের লিখাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন পুরো বিষয়গুলো। সকল অধ্যায় এর গুগল ড্রাইভের লিংক পেতে ক্লিক করুন এখানে। যদিও ফেসবুক গ্রুপের লিংক তারপরেও সকল লিংকগুলো সেখানে দেওয়া হয়েছে। আশা করি সবারই উপকারে আসবে।

Source   

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

2 Comments on “HSC ICT || এইচএসসি (HSC) আইসিটি (ICT) ৫ম অধ্যায় এর হ্যান্ড নোট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *