সিপাই পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র-২০২১ এর সমাধান

 ২০২১ সালের চাকরীর লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান। ২০২১ সালের চাকরীর পরীক্ষার সমাধান।

সিপাই পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র-২০২১ এর সমাধান। সিপাই পদের প্রশ্ন ও প্রশ্নের সমাধান ২০২১ নিচে দেওয়া হলো।

সিপাই পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র-২০২১ এর সমাধান

সমাধানের পিডিএফ কপি পেতে ডাউনলোড করুন এখানে ক্লিক করুন।


প্রশ্নপত্রটি দেখার জন্য Click Here এখানে ক্লিক করুন।


Link 03 = ডাউনলোড করুন Link 04 = ডাউনলোড করুন


কিছু প্রশ্নের সমাধান নিচে দেওয়া হলো আর বাকিটা লিংক থেকে দেখেন নিতে পারবেন আশা করি। আর কোন সমস্যা বা যে কোন চাকরীর পরীক্ষা প্রশ্ন ও সমাধান পেতে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন কমেন্ট বক্সে।

. “মুজিববর্ষএর গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লিখুন। 

. এক কথা প্রকাশ

() যার কোন কিছুইতেই ভয় নেই = অকুতোভয় 

() যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে = অবিমৃষ্যকারী 

() যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার 

() আপনাকে কেন্দ্র করে যার চিন্তা = আত্মকেন্দ্রিক 

() উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন  

 

. বাগধারা

() তামার বিষ = অর্থের কুপ্রভাব = বর্তমান যুগের মানুষ তামার বিষে জর্জরিত। 

() কেতাদুরন্ত = নিতান্ত অলস = সুমনের মত কেতাদুরন্ত লোক খুব কম আছে। 

() গণেশ উল্টানো = ফেল মারা/উঠে যাওয়া = ব্যবসায় খারাপ করে সুমন গণেশ উল্টিয়ে ফেললো। 

() তাসের ঘর = ক্ষণস্থায়ী বস্ত = আমাদের জীবনে সুখদুঃখ তাসের ঘরের মতই। 

() যক্ষের ধন = কৃপনের ধন = বাবার দুই বিঘা জমি সুমন যক্ষের ধনের মত আগলে রেখেছে। 



. ব্যাসবাক্যসহ সমাস

() বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু = রূপক কর্মধারয় সমাস 

() ত্রিকাল = তিন কালের সমাহার = দ্বিগু সমাস 

() গুরুভক্তি = গুরুকে ভক্তি = চতুর্থী তৎপুরুষ সমাস 

() স্মৃতিসৌধ = স্মৃতি (রক্ষার নিমিত্তে) সৌদ = মধ্যপদলোপী কর্মধারয় সমাস 

() আপাদমস্তক = পা থেকে মাথা পর্যন্ত = অব্যয়ীভাব সমাস 

 

. শুদ্ধ লিখুন 

() সূর্য উদয় হয়েছে = সূর্য উদিত হয়েছে 

() তার দূরাবস্থা দেখলে দুঃখ হয় = তার দুরবস্তা দেখলে দুঃখ হয় 

() দৈন্যতা প্রশংসনীয় নয় = দৈন্য/দীনতা প্রশংসনীয় নয় 

() সে সঙ্কট অবস্থায় পড়েছে = সে সংকটে পড়েছে 

() নীরাপরাধী ব্যক্তিকে ক্ষমা কর = নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা কর 

 

. রচয়িতার নাম 

() মেঘনাদবধ = মাইকেল মধুসূদন দত্ত 

() বলাকা = রবীন্দ্রনাথ ঠাকুর 

() সোজন বাদিয়ার ঘাট = জসীমউদ্দীন 

() অগ্নিবীনা = কাজী নজরুল ইসলাম 

() পথে দাবী = শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

 

. বাংলা থেকে ইংরেজী করঃ 

() সে কি নিয়মিত পড়ালেখা করেউত্তরঃ– Does he study regularly ? 

() তাকে ভেতরে এসে চা খেতে দাও।  উত্তরঃ– Let him come in and have a cup of tea. 

() সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে।  উত্তরঃ– May he be happy and at ease. 

() সে সাঁতার জানে না।   উত্তরঃ– She/He doesn’t know how to swim. 

() সে কি স্কুলে যাচ্ছে নাউত্তরঃ– Is not he going to school ? 

 

 

. Phress 

(a) Certain of = He is certain of his success. 

(b) A red letter day = 16 December is a red letter day in our country. 

(c) To and fro = The poor people is moving to and fro. 

(d) In time = Summon caught the first train in time. 

(e) Come of = He has come of from a noble family. 

 

১০. শূন্যস্থান পূরণ করঃ 

(a) I am afraid ……… you.  Answer: of 

(b) The ladder is lened …….. Wall. Answer: against 

(c) I saw …….. One eyed man. Answer: a 

(d) He is ……….. Honest man. Answer: an 

(e) My father is …… MBSS. Answer: an 

 

১১. বাক্য সঠিক করঃ 

(a) He has come yesterday. Answer: He came yesterday. 

(b) It is raining for tree days. Answer: It has been raining for three days. 

(c) I come in order to meeting you. Answer: I come in order to meet you. 

(d) He does not know swim. Answer: He does not know how to swim. 

(e) I will going to Dhaka. Answer: I will go to Dhaka. 

 

সাধারণ জ্ঞান অংশ 

১৬. “মুজিবনগর সরকার” কত তারিখে এবং কোথায় শপথ গ্রহণ করে ? 

উত্তরঃ- ১৭ই এপ্রিল ১৯৭১ সালে বর্তমানে মেহেরপুর জেলার বেদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।


১৭. করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশে এবং সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে কোন দেশে ? 

উত্তরঃ- চীনের হুবেই প্রদেশের উহানে করোনার উৎপত্তি এবং যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে। 


১৮. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে এবং স্বীকৃতি দেয় কোন সংস্থা ? 

উত্তরঃ- ২১শে ফেব্রুয়ারী এবং ইউনেস্কো ও জাতিসংঘ 


১৯. ভিটামিন এ. বি. সি. এর মূল উৎস কী কী এবং এর অভাবে কী কী রোগ হয় ? দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা ঢেলা মাছ ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায় প্রচুর পরিমাণে। 

ইস্ট, ঢেঁকিছাটা চাল, লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগডাল, মটর, ফুলকপি, চিনাবাদাম, শিমের বীচি, কলিজা বা যকৃত, হৃদপিন্ড, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে প্রচুর পরিমাণে। 

পেয়ারা, বাতাবী লেবু, কামরাঙা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, আম, কাঁচামরিচ,

তাজা শাকসবজি ইত্যাদিতে ভিটামিন সি থাকে। 

দুধ, ডিম, কলিজা, দুগ্ধজাত দ্রব্য, মাছে তেল, ভোজ্য তেল ইত্যাদিতে ভিটামিন ডি থাকে।



২০. ইন্টারনেটে বহুল ব্যবহৃত দুই সার্স ইঞ্জিন এর নাম লিখ ? 

উত্তরঃ- গুগল ও ইয়াহু 


২১. বাংলাদেশের যে কোন চারজন বীরশ্রেষ্ঠ এর নাম লিখুন ? 

উত্তরঃ- ৭জন বীরশ্রেষ্ঠ এর নাম ও তাদের পদবী দেওয়া হলোঃ 

(ক) মোস্তফা কামাল (সিপাহী) 

(খ) মুন্সি আব্দুর রউফ (ন্যান্স নায়েক) 

(গ) মতিউর রহমান (ফ্লাইট ল্যাফটেন্যান্ট) 

(ঘ) নুর মুহাম্মদ শেখ (সিপাহী) 

(ঙ) হামিদুর রহমান (সিপাহী) 

(চ) রুহুল আমিন (স্কোয়াডন ইঞ্জিনিয়ার) 

(ছ) মহিউদ্দিন জাহাঙ্গির (ক্যাপ্টেন) 

 

২২. মুক্তিযুদ্ধের উপর কত ধরনের খেতাব আছে ও কী কী ? 

উত্তরঃ- ৪ ধরনের। যথাঃ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক 

 

২৩. ঐতিহাসিক ছয় দফা কত সালে ও কোথায় পেশ করা হয় ? 

উত্তরঃ- ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে। 

 

২৪. পূর্ণরূপ লিখুন 

(a) NBR = National Board of Revenue. 

(b) VAT = Value Added Tax. 

(c) WHO = World Health Organization. 

(d) UNHCH = United Nations High Commissioner for Refugees. 


বি. দ্র. প্রশ্নগুলোর উত্তর অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে আর কিছু নিজেরাই বই থেকে বের করে দেওয়া হয়েছে। ভুল হলে কমেন্ট বক্সে জানানোর জন্য বিশেষ অনুরোধ করা হলো 



About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *