সংবিধান সম্পর্কে যত কথা

চাকরির পরীক্ষার জন্য সংবিধান নিয়ে জেনে রাখা অনেক জরুরী বিষয়। আজকের আর্টিকেলে সংবিধান নিয়ে আলোচনা করা হবে। 


সংবিধান সম্পর্কে যত কথা




সংবিধান্ এর মূল আলোচনার বিষয়গুলো। 

(ক) বাংলাদেশের সর্বোচ্চ আইন কি ? উত্তরঃ- সংবিধান। 

(খ) বাংলাদেশের সাংবিধানিক নাম = গণপ্রজাতন্ত্রী। 

(গ) বাংলাদেশ সংবিধাননের প্রস্তাবনা = ১টি 

(ঘ) মূলনীতি কতটি ? উত্তরঃ ৪টি 

(ঙ) তফসিল কতটি ? উত্তরঃ- ৭টি। 

(চ) ভাগ বা অধ্যায় কতটি ? উত্তরঃ- ১১টি। 

(ছ) অনুচ্ছেদ কতটি ? উত্তরঃ- ১৫৩টি। 

(জ) বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে ? 

উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

(ঝ) অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কত সালের কত তারিখে ? 

উত্তরঃ- ১৯৭২ সালের ১১ জানুয়ারি। 


গণপরিষদ নিয়ে আলোচনা 

(ক) গণপরিষদ আদেশ জারি করেন কত সালে ?  উত্তরঃ- ১৯৭২ সালের ২৩ মার্চ। 

(খ) গণপরিষদের সদস্য কত ছিল ?  উত্তরঃ- ৪০৩ জন। 

(গ) গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত সালে ?  

উত্তরঃ- ১৭ই এপ্রিল ১৯৭২ সালে। 

(ঘ) গনপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে ?  

উত্তরঃ- মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ। 

(ঙ) গণপরিষদের প্রথম স্পিকার কে ?  উত্তরঃ- শাহ আব্দুল হামিদ। 






বি. দ্র. সকল তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহীত।


About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *