ফেইসবুক মার্কেটিং করার ১৪টি উপায় জেনে রাখুন

ফেইসবুক মার্কেটিং

ফেইসবুক মার্কেটিং করার ১৪টি উপায় জেনে রাখুন

ফেইসবুক মার্কেটিং অনলাইনে আয়ের অন্যতম মাধ্যম। এছাড়াও ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, ব্লগিং, ইউটিউবিং, ইকমার্স ইত্যাদির মাধ্যমেও অনলাইনে আয় করা যায়। 
 
ফেইসবুক মার্কেটিং করার ১৪টি উপায় জেনে রাখুন

 

ফেইসবুক মার্কেটিং বলতে আমরা কি বুঝি ? 

বর্তমানে অনলাইনে সবচেয়ে বেশি মানুষ যেই যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে তার নাম হলো ফেইসবুক। 
 
আর এর মাধ্যমে অনলাইনে আয় করাকে বা এর মাধ্যমে কোন মার্কেটিং করাকেই মূলত ফেইকবুক মার্কেটিং বলা হয়। 
 

কিভাবে ফেইসবুক বা অনলাইন থেকে আয় করা যায় ? 

এর মাধ্যমে আমরা প্রত্যেক্ষ বা পরোক্ষ্য বিভিন্নভাবে আয় করতে পারি। অনেক সময় আমরা নিজেদের পণ্যের বা কম্পানির বিজ্ঞাপন প্রচার করেও আয় করতে পারি। 
 
আবার অন্যদের পণ্যের বা কম্পানির বিজ্ঞাপন দিয়েও আয় করতে পারি। এছাড়াও আরও কিছু উপায় আছে এখান থেকে আয় করার জন্য। 
 
আমি আপাতত কিছু উপায় বলার চেষ্টা করবো এই আর্টিকেলের মাধ্যমে। আশা করি আর্টিকেল শেষে আপনি নিজেই বুঝতে পারবেন বিষয়টা। 
 

১. পেজ থেকে আয় করা 

অনলাইনে আমরা ফেইসবুক পেজ তৈরি করে এর লাইক সংখ্যা বাড়িয়ে সেটা বিক্রি করতে পারি। আবার অনেক সময় পেজের লাইক সংখ্যা যদি বেশি থাকে তাহলে সেখানে বিজ্ঞাপন দিয়েও আয় করা যায়। 
 

২. গ্র্রুপ থেকে আয় করা 

গ্রুপের মাধ্যমে বর্তমানে অনেক বেশি লেনদেন করা হয়ে থাকে। আজকাল আমরা যেমন অরগানিক পণ্যগুলো কিনে ব্যবহার করি তা আসলে এর মাধ্যমেই আসে আমাদের হাতে। 
 

৩. ম্যাসেজ্ঞার থেকে আয় করা 

ম্যাসেজ্ঞার এর গ্রুপ করেও আমরা আয় করতে পারি। অনেক বড় বড় ম্যাসেজ্ঞার গ্রুপ আছে যেখানে আপনি নিজের ও অন্যদের পণ্য রিসেল করে আয় করতে পারেন। 
 

৪. ভিডিও তৈরি করার মাধ্যমে আয় করা

আমরা ইউটিউবের জন্য যেমন ভিডিও তৈরি করে থাকি। তেমনি ভাবে ফেইসবুকের জন্য ভিডিও তৈরি করেও আমরা আয় করতে পারি। অনেক সময় ইউটিউবের চাইতে ফেইসবুকের ভিডিওগুলো বেশি দেখা হয়। 
 

৫. ইনফ্লুয়েন্স করে আয় করা 

বর্তমানে যারা সোসিয়াল ইনফ্লুয়েন্সার আছে তারা এটা ব্যবহার করে অনেক বেশি টাকা উপার্জন করে থাকে। 
 
কখনও কখনও কোন মোবাইল বা কখনও কোন পণ্যের বিজ্ঞাপন বা সুবিধা ও অসুবিধা জানিও তারা এখান থেকে মুনাফা লাভ করে থাকে। 
 

৬. ফেইসবুক এসিসটেন্ট করে আয় করা 

আমাদের দেশের যারা অনেক বড় ব্যক্তি তারা অনেক সময় নিজেরা ফেইসবুক পেজ ব্যবহার করা বা পোস্ট করার সময় পান না। 
 
এজন্য তারা এগুলো ব্যবহার করার জন্য অন্যদেরকে নিযুক্ত করেন। এই ধরনের কাজগুলোকে বা হয় অনলাইন এসিসটেন্ট আর যদি এটা ফেইসবুকের ক্ষেত্রে হয় তাহলে আমরা এটাকে ফেইসবুক এসিসটেন্ট বলতে পারি। 

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *