বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজ (MBBS) এর তালিকা ও সংখ্যা

বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজ আছে কতটি ? বাংলাদেশে MBBS সরকারী মেডিকেল কলেজ আছে কতটি এবং কোন বিভাগে কতটি ? অনেকেই এসব প্রশ্ন জানে না আবার অনেকেই কতটি জানলে কোন বিভাগে কতটি সেটা জানে না। আজকের আর্টিকেলটিতে এসব বিষয় নিয়ে আলোচনা করবো। 

বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজ (MBBS) এর তালিকা ও সংখ্যা


বাংলাদেশে মোট ৮টি বিভাগ আছে। আর প্রত্যেকটি বিভাগী শহরেই আছে মেডিকেল কলেজ। সকল সরকারী মেডিকেলের নাম ও বিস্তারিত জানতে আর্টিকেলটি পড়ুন।  দেশে মোট ৩৭টি সরকারী মেডিকেল কলেজ আছে। এছাড়াও আছে বেসরকারী মেডিকেল কলেজ। 


(ক) ঢাকা বিভাগ 

মোট জেলা আছে ১৩টি। এর মধ্যে ৭টি জেলায় সরকারী মেডিকেল কলেজ আছে এবং মোট ঢাকা বিভাগে ১০টি মেডিকেল কলেজ আছে। নামগুলো হলোঃ 

        (১) ঢাকা মেডিকেল কলেজ 

        (২) ফরিদপুর মেডিকেল কলেজ 

        (৩) টাঙ্গাইল মেডিকেল কলেজ 

        (৪) মানিকগঞ্জ মেডিকেল কলেজ 

        (৫) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা 

        (৬) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ 

        (৭) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর 

        (৮) শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ 

        (৯) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা 

        (১০) মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা 


(খ) রাজশাহী বিভাগ 

রাজশাহী বিভাগে মোট ৮টি জেলা আছে। এর মধ্যে ৫টি জেলায় সরকারী মেডিকেল আছে মোট ৫টি। সেগুলোর নামগুলো হলোঃ 

        (১) পাবনা মেডিকেল কলেজ 

        (২) রাজশাহী মেডিকেল কলেজ 

        (৩) শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ 

        (৪) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ 

        (৫) নওগাঁ মেডিকেল কলেজ 


(গ) চট্টগাম বিভাগ 

চট্টগ্রাম বিভাগে মোট জেলা আছে ১১টি। এর মধ্যে ৬টি জেলায় সরকারী মেডিকেল রয়েছে মোট ৬টি। নামগুলো হলোঃ 

        (১) আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালি 

        (২) চট্টগ্রাম মেডিকেল কলেজ 

        (৩) কুমিল্লা মেডিকেল কলেজ 

        (৪) কক্সবাজার মেডিকেল কলেজ 

        (৫) রাঙামাটি মেডিকেল কলেজ 

        (৬) চাঁদপুর মেডিকেল কলেজ 


(ঘ) খুলনা বিভাগ 

খুলনা বিভাগে মোট জেলা আছে ১০টি। এর মধ্যে ৫টি জেলায় সরকারী মেডিকেল রয়েছে মোট ৫টি। নামগুলো হলোঃ 

        (১) খুলনা  মেডিকেল কলেজ 

        (২) যশোর মেডিকেল কলেজ 

        (৩) কুষ্টিয়া মেডিকেল কলেজ 

        (৪) সাতক্ষীরা মেডিকেল কলেজ 

        (৫) মাগুরা মেডিকেল কলেজ 


(ঙ) রবিশাল বিভাগ 

বরিশাল বিভাগে মোট জেলা আছে ৬টি। এর মধ্যে ২টি জেলায় মোট ২টি মেডিকেল কলেজ আছে। নামগুলো হলোৎ 

        (১) শের-ই-বাংলা মেডিকেল কলেজ 

        (২) পটুয়াখালী মেডিকেল কলেজ 


(চ) ময়মনসিংহ বিভাগ 

ময়মনসিংহ বিভাগে মোট জেলা আছে ৪টি। এর মধ্যে ৩টি জেলায় মোট ৩টি মেডিকেল কলেজ রয়েছে। নামগুলো হলোঃ 

        (১) ময়মনসিংহ মেডিকেল কলেজ 

        (২) শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর 

        (৩) নেত্রকোনা মেডিকেল কলেজ 


(ছ) রংপুর বিভাগ 

রংপুর বিভাগে মোট জেলা আছে ৮টি। এর মধ্যে ৩টি জেলা মোট ৩টি মেডিকেল কলেজ আছে। নামগুলো হলোঃ 

        (১) রংপুর মেডিকেল কলেজ 

        (২) দিনাজপুর মেডিকেল কলেজ 

        (৩) নীলফামারী মেডিকেল কলেজ 


(জ) সিলেট বিভাগ 

সিলেট বিভাগে মোট জেলা আছে ৪টি। আর ৩টি জেলায় মোট ৩টি মেডিকেল কলেজ আছে। নামগুলো হলোঃ 

        (১) সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ 

        (২) সুনামগঞ্জ মেডিকেল কলেজ 

        (৩) শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ 


আরো পড়ুন >> বাংলাদেশে বেসরকারী মেডিকেল কলেজের নামগুলো জানতে পড়ুন। 

আশা করি আর্টিকেলটির মাধ্যমে বাংলাদেশের সকল সরকারী মেডিকেল কলেজের নাম ও ঠিকানা জানতে পেরেছেন। 

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *