চাকরির ইন্টারভিউ বা ভাইবা বোর্ড এর কমন ৭৭টি প্রশ্ন ও উত্তর

চাকরির ইন্টারভিউ

চাকরির ইন্টারভিউ বা ভাইবা বোর্ড এর কমন ৭৭টি প্রশ্ন ও উত্তর

চাকরি পাওয়ার আগের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো চাকরির ইন্টারভিউ। এখানে আমরা অনেক সময় প্রিপারেশন ছাড়াই গিয়ে থাকি। আসলে ভাইবা বোর্ড এর কিচু নিয়ম আছে।

চাকরির ইন্টারভিউ
                                                                              ইন্টারভিউ, চাকরি এবং বিসিএস

যা জেনে যদি আমরা উপস্থিত হই তাহলে অনেকটাই ভালো করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সবার উচিত পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারপর ভাইবা বোর্ড এ উপস্থিত হওয়া।

 

ভাইভা বোর্ডে কি ধরনের প্রশ্ন করা হয়। ভাইভা বোর্ডের কমন কিছু প্রশ্ন যা আপনাকে ভাইবা বোর্ডে যাওয়ার আগে জানতেই হবে। ভাইভা বোর্ড সম্পর্কে জানুন এখনই। এনজিও জব ইন্টারভিউ, গার্মেন্টস ইন্টারভিউ প্রশ্ন এবং মার্কেটিং জব ইন্টারভিউ প্রশ্ন প্রায় একই রকমের হয়ে থাকে। 

 

ভাইবা বোর্ডের কমন ৭৭ টি প্রশ্ন যা আপনাকে জানতেই হবে। এসব বিষয় নিয়েই থাকবে আজকের আর্টিকেল। 

 

ভাইবা বোর্ডের কমন ৭৭ টি প্রশ্ন যা আপনাকে জানতেই হবে
 

কিভাবে ইন্টারভিউ দিতে হয় চাকরির ইন্টারভিউ এবং প্রশ্ন ও উত্তর

আমরা সবাই ভাইভা দেওয়াকে অনেক ভয়ের একটা বিষয় মনে করে থাকি। অনেকেই আবার প্রিলি বা রিটেন নিয়ে ভালো পিপারেশান নেওয়ার পরেও ভাইভা বোর্ডে ভালো না করার কারণে চাকরীটা হয় না। 

 

এরকম কিছু কমন প্রশ্ন নিয়ে যদি আপনি আগে থেকেই ধারণা পেয়ে যান তবে আপনার জন্য ভাইভা বোর্ডের বিষয়টা হয়ে উঠবে কমন প্রশ্ন পাওয়ার মতই। আসুন এখনই জেনে নিই কম প্রশ্নগুলো। 

 

সরকারী বা বেসরকারী চাকরী যে কোন চাকরীতেই প্রয়োজন হবে ভাইভা দেওয়ার। ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কোন না কোন ভাবে আপনাকে যাচাই বাছাই করেই নিয়োগ দেবে।

একজন চাকরী প্রত্যশীর শুধু শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয় এই বিষয়টা ভাইভা বোর্ডের মাধ্যমে যাচাই করা হয়। আপনাকে স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ে কিন্তু অনেক ভালো বা দক্ষ হতে হবে।

যারা ভাইভা বোর্ডে এর আগে কখনও যায় নাই তাদের জন্য ভাইভা বোর্ডের প্রশ্নগুলো একটু কঠিণ হয়ে যায় কারণ অভিজ্ঞতা না থাকলে সহজ বিষয়টাও কঠিন মনে হয়। 

 

চাকরির ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর

আমরা সাধারণত যেসব প্রশ্নগুলোর সম্মুখীন হয়ে থাকি সেগুলোই এখানে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো নিচে আলাদা করে এর উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। যেন সবার বুঝতে সুবিধা হয়। আসলে বিষয়টা সবারই বিশেষ করে যারা বেকার তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

 

ইন্টারভিউতে নিজের সম্পর্কে কিছু বলুন প্রশ্নটির উত্তর কিভাবে দিব যদি বলেন তাহলে বলবো আপনি এই পোস্টটি পড়ুন তাহলে অনেক বিষয়ই বুঝতে পারবেন আশা করি। সরকারি চাকরির ইন্টারভিউ গুলোতে সাধারণত এই প্রশ্নটি বেশি করে থাকে।

 

ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো প্রায়ই করা হয় সেগুলো হলোঃ 

(১) আপনার নাম কি ? 

(২) আপনার নামের অর্থ কী ? 

(৩) এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন ? 

(৪) আপনার জেলার নাম কী ? 

(৫) আপনার জেলাটি বিখ্যাত কেন ? 

(৬) আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন ? 

(৭) আপনার বয়স কত ? 

(৮) আজকে কত তারিখ ? 

(৯) আজকে বাংলা কত তারিখ ? 

(১০) আজকে হিজরি কত তারিখ ? 

 

(১১) আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন ? 

(১২) পত্রিকাটির সম্পাদকের নাম কি ? 

(১৩) আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন ? 

(১৪) আপনার জেলার নাম কি ? জেলা সম্পর্কে এক মিনিট বলুন ? 

(১৫) আপনার জেলার বিখ্যাত কিছূ মানুষের নাম বলুন এবং তারা কি কারণে বিখ্যাত তা আলোচনা করুন। 

(১৬) আপনার বয়স ও জন্ম তারিখ কত ? 

(১৭) আপনি কি ধরনের দৈনিক পত্রিকা পড়েন ? পড়লে তার সম্পাদকের নাম কি ? 

(১৮) বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন বলুন ? 

(১৯) আপনার পরিবার সম্পর্কে বলুন ? 

(২০) আমরা আপনাকে কেন চাকরীটা দেব ? 

 

(২১) বিয়ে করেছেন ? কেন করেছেন/করেন নি ? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি ? 

(২২) আরো পড়াশোনা করার ইচ্ছা আছে কি ? কেন নেই ইচ্ছা ? 

(২৩) এর আগে কোথায় জব করেছেন ? সেখানে কি ধরনের কাজ করেছেন ? সে জবটি কেন ছেড়ে দিতে হলো ? 

(২৪) আপনার নিজের সম্পর্কে ইংরেজীতে/বাংলাতে বলুন ? 

(২৫) আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন ? 

(২৬) আপনার নিজের Strength/ Weakness (SWOT: S-Strength, W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন ? 

(২৭) একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন ? 

(২৮) যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন ? 

(২৯) আপনার তিনটি গুণ ও দূর্বলতার কথা কি বলতে পারেন ? 

(৩০) বর্ততমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ? 

 

(৩১) ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন ? 

(৩২) কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন ? কেন ? 

(৩৩) একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন ? 

(৩৪) যে কোনো একটি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন ? 

(৩৫) আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন ? 

(৩৬) আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন ?

(৩৭) আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১টি কারণ বলতে পারেন ? 

(৩৮) এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন ? 

(৩৯) এই ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন ?

(৪০) একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন ? 

 

(৪১) আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ননা দিন ?

(৪২) আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান ? 

(৪৩) আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন ? 

(৪৪) আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান ? 

(৪৫) হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন ? 

(৪৬) চাপের মধ্যে কাজ করা (Work Under Pressure) বলতে কি বুঝেন ? 

(৪৭) ভ্রমন করাকে কিভাবে দেখছেন ? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন ? 

(৪৮) আপনার জীবনের লক্ষ্য কি ? 

(৪৯) কি আপনাকে রাগিয়ে তোলে ? 

(৫০) কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায় ? 

 

(৫১) আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহারণ দিন ? 

(৫২) আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন ? 

(৫৩) আপনার করা কিছু দলগত কাজের উদাহারণ দিন ? 

(৫৪) লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন ? 

(৫৫) রিস্ক নিতে কি পছন্দ করেন ? 

(৫৬) আপনার পছন্দের কিছু চাকুরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহারণ দিন ? আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন ?

(৫৭) আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান ? 

(৫৮) আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন ? 

(৫৯) কাজ থেকে কেন অনেক দিন বাইরে ছিলেন ? 

(৬০) অনেক গুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন ?

 

(৬১) আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো ? 

(৬২) সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো ? 

(৬৩) আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন ? 

(৬৪) আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন ?

(৬৫) আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি ? আপনি কি আপনাকে সফল মনে করেন ? 

(৬৬) আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন ? 

(৬৭) আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন ? 

(৬৮) আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে ? 

(৬৯) আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে ? 

(৭০) আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন ? কেন করেছিলেন ? কি পন্থা অবলম্বন করেছিলেন ? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো ? 

 

আরো পড়ুন >> চাকরির ইন্টারভিউতে যে ১০টি প্রশ্ন করা হয়

 

(৭১) ব্যাখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন ? 

(৭২) আপনার দেওয়া কোন সাজেশান ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহারন দিন ? 

(৭৩) আপনার করিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য ? 

(৭৪) নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি ? কি কি সপটওয়্যার এর সাথে আপনি পরিচিত ? 

(৭৫) আপনার শখ কি বা কি করতে ভালো লাগে ? 

(৭৬) আপনার নিজের সময় জ্ঞান সম্পর্কে বলুন ? 

(৭৭) আপনি কেমন বেতন আশা করছেন বা আপনার সেলারি কেমন হলে ভালো হয় বলে আপনি মনে করেন ? 

সব ইন্টারভিউ শেষে হয়তো না তবে কিছু কিছু ক্ষেত্রে জানতে চাওয়া হয় “আপনার কি কিছু জানার আছে” এসব প্রশ্নের উত্তর আসলে একেক জনের একেক রকম হতে পারে। কারণ জেলা বা নাম এসব আলাদা বিধায় উত্তরটাও আলাদা হবে। 

 

আরো পড়ুন >> ইন্টারভিউ টিপস – চাকরির ইন্টারভিউ মানে কি ? সাধারন প্রশ্ন

 

আরো পড়ুন >> NTMC এর ভাইবার অভিজ্ঞতা জানতে আর্টিকেল পড়ুন।

 

চাকরির ইন্টারভিউ ও চাকরির  জন্য কিছু কমন বিষয়

আমরা অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরের জন্য চাকরির ভাইবা দেওয়ার প্রস্তুতির সময় গুলিয়ে বা বিষয়গুলো এলামেলো করে ফেলি। আমি বিভিন্ন সেক্টরের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো।

Post Code = JAN202101

 

ব্যাংকে চাকরির ইন্টারভিউ কেমন হয়ে থাকে ?

আবেদন করার পর থেকে সাধারণ ব্যাংকে চাকরি করবেন তাদের প্রিপারেশানটা একটু অন্যরকম ও আলাদা হয়ে থাকে। আসলে ব্যাংকে সাধারণত যারা কমার্স বা যারা বিজনেস শাখায় পড়াশোনা করতো বা করেছে এমন বিষয়গুলোতে তাদেরকেই বেশি মূল্যায়ন করা হয়ে থাকে। আসলে বিষয়টা তেমন নয়। এখানে যে ভালো করবে তাকেই নেওয়া হবে।

তবে হ্যা কমার্স ব্যাংকগ্রাউন্ড এর ছাত্র-ছাত্রীরা অনেক বেশি ভালো করে থাকে এমন সেক্টরে আর বিজ্ঞান বিভাগের গুলো এসব সেক্টরে তেমন বেশি আসতেও চায় না। এটা হতে পারে তাদের পড়াশোনার মান আর বিজ্ঞান বিভাগের পড়াশোনার মান এক নয় এর কারণে এমন হয়।

 

চাকরির ইন্টারভিউ এর জন্য ভিডিও 

চাকরির জন্য প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য কিছু ভিডিও লিংক বা কিছু ভিডিও দেখা যেতে পারে। আমি বোঝার জন্য নিচের তিনটা লিংক এর পিকচার দিয়ে দিচ্ছি। আশা করবো ইউটিউব থেকে নিজেরাই সার্চ করে বের করে দেখে প্রস্তুতি সম্পূর্ণ করে নিতে পারবেন।

চাকরির ইন্টারভিউ
                                                 চাকরির ইন্টারভিউ দেওয়ার কৌশল

 

সরকারি চাকরির ইন্টারভিউগুলো কি কঠিন হয় ? 

অনেকেই প্রশ্নটা করে থাকেন। আসলে সরকারি ও বেসরকারি সকল চাকরির ইন্টারভিউ একই ধরনের হয়ে থাকে। আর চাকরির ইন্টারভিউ গুলোর জন্য আপনাকে আলাদা করে প্রিপারেমান নিতে হবে বিষয়টা এমন নয়। আপনি একটা প্রিপারেশান করে থাকলে বাকিগুলোও একই ধরনের হয়ে থাকে প্রায়।

তবে হ্যা সেক্টরভেদে আলাদা হয়ে থাকে। যেমন, আপনি আইটি সেক্টরে যেমন ইন্টার নিবেন, মার্কেটিং ডিপার্টমেন্ট এর চাকরির ক্ষেত্রে কিন্তু একই রকম প্রশ্ন ফেস করবেন না। এ দিক থেকে আমি বলবো নিজের বিষয়গুলো বা বিষয়ভিত্তিক জ্ঞানকে বাড়িয়ে নিন।

 

উপরের প্রশ্নগুলো অনলাইন থেকে সংগ্রহকৃত। তবে সঠিক জানা না থাকার কারণে  ক্রেডিটটা দেওয়া হয় নাই তাই সংগ্রহকৃত বলেই লিখা হলো আর্টিকেলের প্রশ্নগুলোকে।

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *