অনলাইনে আয় করার পেইড কোর্স
Table of Contents
বর্তমানে অনেকেই Freelancing বা ফ্রিল্যান্সিং কাজ করে অনলাইন থেকে মোটামুটি ভালো অর্থ উপার্জন করছেন। অনলাইন থেকে আয় করার অন্যতম মাধ্যম এটা। আবার অনেকেই আছেন এই দিকে আগ্রহী হয়ে উঠছেন। সব মিলেই আমাদের দেশে বর্তমানে Freelancing বা ফ্রিলান্সিং সেক্টরটা অনেক বেশি এগিয়ে যাচ্ছে দিনদিন।
আয় করার জন্য আমাদেরকে এমন কিছু সেক্টর বা এমন কিছু কাজ বের করে নেওয়া উচিত যেগুলোর মাধ্যমে প্যাসিভভাবে নিয়মিত আকারে আয় আসতে থাকে। এরকম কিছু কাজের কোর্স আমরা বিভিন্ন সাইট থেকে কিনে ব্যবহার করতে পারি।
আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় এর অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর
আজকে আমি একটি মাত্র সাইট এর নাম শেয়ার করবো যেটাতে আপনি চাইলে মোটামুটি ভালো মানের পেইড কোর্স কিনে যে কোন ধরনের কাজ শিখতে পারবেন। আর এখানে আপনি চাইলে নিজের কোর্স ও বিক্রি করতে পারবেন। আসলে আমাদের দেশে অনলাইনের আয় টা আগের চাইতে বাড়তেছে আবার তেমনি কিছু মানুষ আছে যারা নতুন।
তাদেরকে যথাযথ শিক্ষা না দিলে হয়তো তারা আগ্রহ হারিয়ে ফেলতে পারে। তাই আমার কাছে মনে হয়েছে যে, ভালো মানের কিছু কোর্স যদি সাজেশানে করা যায় তাহলে সবারই উপকার হবে হয়তো।
অনলাইনে আয় করার সেরা পেইড কোর্স এর সেরা সাইট নিয়েই আমাদের আজকের আর্টিকেল। আশা করবো আর্টিকেলটি ভালো লাগবে আপনার। অনলাইন বা অফলাইন থেকে আয় করার ভালো কিছু মাধ্যম নিয়ে কোর্স করার ভালো সাইট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
আরো পড়ুন >> অনলাইন ইনকাম (Online Income) এর আদ্যোপান্ত: অনলাইন আয়
* MS Academy: www.msbacademy.com
এই সাইট থেকে আপনি বাংলাদেশী টাকায় বিভিন্ন কোস কিনতে পারবেন। Digital Marketing, Fiver Marketing, App Development, Hacking Course, Web Design & Development, JavaScript সহ আরো নানা কোর্স এখানে পাবেন আপনি যা টাকা দিয়েই কিনতে পারবেন।
উপরের সাইটগুলো থেকে আপনি সহজেই কিনতে পারবেন সকল ধরনের কোর্স। ব্লগটি ্উপকারে আসলে অবশ্যই জানাবেন কমেন্ট এর মাধ্যমে। ধন্যবাদ মূল্যবান সময় দিযে ব্লগটি পড়ার জন্য।
১. রবি ১০ মিনিট স্কুল
বর্তমান সময়ের মধ্যে সেরা কোর্স পাওয়ার অন্যতম একটি মাধ্যম হলো এই রবি ১০ মিনিট স্কুল। আপনি এখানে অনলাইন বলেন আর অপলাইন বলেন। যে কোন ধরনের শিক্ষামূলক থেকে শুরু করে সকল ধরনের কোর্স পাবেন।
আবার কোর্স গুলো দামও অনেক কম এখানে। এখানে আপনি যে ধরনের কোর্স পাবেন তার একটি ছোট আইডিয়া দিচ্ছি। যেমন, ধরুন
(ক) ১ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার সকল কোর্স।
(খ) চাকরির জন্য যে কোন ধরনের কোর্স। বিশেষ করে ব্যাংক এ চাকরি, সরকারি চাকরি সহ নানা ধরনের।
(গ) অনলাইনে আয় সংক্রান্ত যেসব কোর্স।
(ঘ) ঘরে বসে আয় করার মত কোর্স।
(ঙ) এছাড়াও আপনি বিভিন্ন ধরনের বই পাবেন এই সাইটাতে।
২. ঘুড়িলার্নিং ডট কম
বর্তমান সময়ে সমসাময়িখ বিষয়গুলো নিয়ে সব সাইট কোর্স তৈরি করে থাকে তার মধ্যে ঘুড়িলার্নিং ডট কম অন্যতম একটি ওয়েবসাইট। এখানে আপনি অনেক ভালো মানের এবং বিশ্বস্ত সহ ভালো ভালো কিছু কোর্স পেয়ে যাবেন। এই সাইটটা অনেক বেশি পুরানো না তবে বর্তমানে বেশ জনপ্রিয় বলা যায়।
ঘুড়ি লার্নিং ডট কম অন্য রকম একটি ওয়েবসাইট। এখানে আপনি অনেক ধরনের কোর্স পাবেন এবং সবগুলো কোর্স ই ভেরিফাইড কোর্স। আপনি চাইলেই যে কোন সময় সেগুলো কিনে নিতে পারবেন। আমি সংক্ষেপে পিকচার আকারে কোর্স গুলোর নাম দিয়ে দিচ্ছি।
আমার মনে হয় আপনি উপরের পিকচার থেকে সহজেই বুঝতে পারবেন এই ওয়েবসাইট সম্পর্কে। আর বাড়তি কিছু বলার দরকার হবে না আমার জন্য। আপনি যে কোন ধরনের কোর্স অবশ্যই বিশ্বস্ততার সাথে করতে পারবেন এখান থেকে।
তারপরেও আমি ছোট করে একটি লিস্ট করে দিচ্ছি এই সাইট থেকে আপনি কি কি ধরনের কোর্স করতে পারবেন সেটার। যেমন,
(ক) নেটওয়ার্ক সংক্রান্ত যে কোন ধরনের কোর্স।
(খ) গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত যে কোন ধরনের কোর্স।
(গ) ওয়েব ডিজাইন সংক্রান্ত কোর্স করতে পারবেন।
(ঘ) ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত কোর্স করতে পারবেন সহজেই এখানে।
(ঙ) কম্পিউটারের ব্যাসিক কোর্স করতে পারবেন।
(চ) চাকরি সংক্রান্ত কোর্স গুলো এখানে করে নিতে পারবেন।
(ছ) বিসিএস এবং সরকারি চাকরির যে কোন ধরনের কোর্স পাবেন এখানে।
আরও বিস্তারিত তথ্যগুলো আপনি তাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। আয় করার বিশেষ কিছু কোর্স এখানে দেওয়া আছে যেটা অনেকেই করেছে যাদের রিভিও আপনি দেখে নিতে পারবেন।
এরকম আরও কিছু ওয়েবসাইট থাকলেও আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম সাইট হলো উপরের দুইটা। এখানে আপনি কোন ধরনের প্রতারণার রিপোর্ট পাবেন না আশা করি। আর যে কোন ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন।
আমাদের টিম মেম্বাররা আপনাকে যথেষ্ট তথ্য সরবরাহ করে দিতে পারবে আশা করি। তবে অনলাইন থেকে আপনি রিভিও গুলো দেখে নিতে পারবেন এদের সাইট সম্পর্কে। তবে কোর্স গুলোর রিভিও দেখে নিলেও আপনি সহজেই বুঝতে পারবেন আশা করি।
উপরে আমি যেসব সাইট এর লিস্ট দিলাম যদিও বেশি দেওয়া হয় নাই তার কারণ হলো এখানে আপনি বিশ্বস্ত মাধ্যম খোজ করবেন। আর আমি সেগুলোই দিয়েছি যেগুলো সবচেয়ে বিশ বিশ্বাস যোগ্য এবং আপনি কোন ধরনের প্রতারণার শিকার হবেন না এমন কিছু সাইট। আশা করবো আমাদের এই আর্টিকেলটি আপনাকে সঠিক তথ্য প্রদানে সহযোগীতা করবে ইনশাআল্লাহ।
প্রথম প্রকাশিত হয় ৬ ই ডিসেম্বর ২০২০ সালে
২য় প্রকাশিত ও ইডিট কৃত করা হয় ১৬ ই জুন ২০২২ সালে
2 Comments on “অনলাইনে আয় করার সেরা পেইড কোর্স এর সেরা সাইট”