বাংলা কনটেন্ট এর CPC বা আয় বাড়ানোর উপায়

CPC কি ? কিভাবে CPC বাড়ানো যায় ? কিভাবে CPC বাড়িয়ে বাংলা কনটেন্ট এ আয় বাড়ানো যায় ? বাংলা কনটেন্ট এর CPC বা আয় বাড়ানোর উপায়। এসব প্রশ্ন যদি আপনার না জানা থাকে তবে আর্টিকেলটি পড়তে পারেন। 


CPC কি ? Adsense CPC বাড়ানোর উপায়



আরো পড়ুন >> CPC কি? Adsense CPC বাড়ানোর উপায়।

আরো পড়ুন >> ব্লগিং এ মাস্টার ডোমেইন কেন কিনবেন ?

আরো পড়ুন >> ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর ১৫টি উপায় জানুন।



সবার আগে জানতে হবে CPC কি ? 

CPC এর পুরো নাম হলো Cost Per Click অর্থ্যৎ একটা ক্লিকে কত খরচ হয় বিষয়টা এমনই। অনেক সময় এই CPC নির্ভর করে আপনার লিখা কনটেন্ট এ উপর আবার অনেক সময় এরিয়ার উপরেও নির্ভর করে থাকে। কারণ আমেরিকার মানুষের চাহিদা আর আমাদের দেশের মানুষের চাহিদা এক রকম হবে না। আবার আমেরিকার মানুষ যা সার্চ করে আমাদের দেশের মানুষ সেটা সার্চ করে না। কনটেন্ট লিখার সময় দেখবেন এরিয়াটাও উল্লেখ করতে হয়। 


এই এরিয়ার কারণে আপনি একই লিকা যদি বাংলাদেশের ব্রাউজার দিয়ে সার্চ করে যেই ফলাফল পাবেন আমেরিকায় বসে সার্চ দিলে অন্যটা পাবেন। 


সাধারণত বিজ্ঞাপন দাতা ও আপনার কনটেন্ট এর উপর নির্ভর করে থাকে এই CPC কারণ কিছু নিশ আছে যেগুলোর CPC সব সময় বেশি থাকে। আর এই ধরনের নিশ নিয়ে আপনি যখন লিখবেন তখন আপনার ভিজিটরের ক্লিকে অবশ্যই ভালো আয় হবে। 


উপরে তো আমরা সংক্ষিপ্তভাবে জানলাম CPC কি ? এখন জানবো কি কারণে এই CPC কমে যায় সেটা। 


(+++) আপনার সাইটে যদি Low Advertiser দের অ্যাড Display হয় তাহলে CPC কম পাবেন। 

(+++) তারপরে আপনি যদি Low Keyword & Low Competition এর Keyword নিয়ে কাজ করেন তাহলে। 

(+++) Alexa Rank যদি ১ লাখের নিচে থাকে তাহলেও CPC কম পাবেন। 

(+++) এশিয়ান ট্রাফিক মানে বাংলাদেশ ও ভরতের ট্রাফিক বেশি থাকলেও CPC কম পটাবেন। 

(+++) নির্দিষ্ট নিশ না থাকলেও CPC কম পাবেন। 

(+++) অ্যাড বেশি থাকলেও অনেক সময় CPC কম হয়। 

(+++) সাইটের কনটেন্ট ছোট হলেও CPC হয়। 

(+++) কনটেন্ট যদি গুগলে Rank না করে তাহলেও CPC কম হয়। 


উপরের বিষয়গুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছি কিছু মতামত ও পার্থক্য থাকতে পারে তবে বিষয়টা একই প্রায় সবক্ষেত্রে। 



আরো পড়ুন >> ব্লগিং এ ভিজিটর ও আয় বাড়ানোর উপায়।

আরো পড়ুন >> CPC কি ? Adsense CPC বাড়ানোর উপায়।

আরো পড়ুন >> ব্লগারে পোস্ট ইনডেক্স হয় না কেন ?



কিভাবে CPC বাড়াবেন ? বা কিভাবে CPC বাড়ানো যায় ?


(++) Low Advertiser দের অ্যাড Block করে দিতে পারেন। 

(++) CPC 0.5$ থেকে 1$ Keywords টার্গেট করবেন। 

(++) High Competition & High Keyword দিয়ে কনটেন্ট লিখার চেষ্টা করবেন। 

(++) গুগলে Rank করে এমন কনটেন্ট পাবলিশ করবেন। 

(++) কনটেন্ট বড় ও বেশি অ্যাড যেন সো না করে সেই দিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন বেশি অ্যাড মানেই বেশি আয় না। 

(++) ২টার বেশি অ্যাড যেন না সো করে সেটা খেয়াল রাখবেন কারণ বেশি অ্যাড CPC কমিয়ে দেয়। 

(++) নিয়মিত মানে যদি সপ্তাহে ২টা হয় তবে প্রতি সপ্তাহেই এভাবে কনটেন্ট পাবলিশ করার চেষ্টা করুন তাহলে গুগল আপনার সাইটটাকে গুরুত্ব দেবে আর তখন High CPC পাবেন। 


বাড়ানোর উপায় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি। অনেকেই অনেক মন্তব্য বা কথা বলতে পারেন আমি যেগুলো নিজে লিখে পেয়েছি সেগুলোই বলার চেষ্টা করেছি এখানে। 



আরো পড়ুন >> New-speed Premium Theme ডাউনলোড করুন।

আরো পড়ুন >> Droid Premium Theme ডাউনলোড করুন।

আরো পড়ুন >> Super Seo Premium Theme ডাউনলোড করুন।



High CPC কনটেন্ট বা কিছু নিশ নিচে দেওয়া হলোঃ 

আসলে গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের নিশ নির্বাচন করতে হবে। যেসব কনটেন্ট এ বেশি Competition সে সব কনটেন্ট নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনি ভালো আয় করতে পারবেন। আসলে গুগল চায় এমন কিছু কনটেন্ট যেগুলোতে ভিজিটর বেশি বা প্রতি মাসেই সেগুলোতে অনেক বেশি ভিজিটর সার্চ করে আর সেগুলোতে আপনি যদি কোন পোস্ট Rank করাতে পারেন তাহলে আপনি ভালো CPC পাবেন আশা করি। আমি বোঝার জন্য বেশ কিছু নিশ বা কনটেন্ট দিচ্ছি যেগুলোতে CPC অনেক বেশি থাকে। যেমন, 

(++) Online Education বা অনলাইন শিক্ষা। 

(++) Health বা স্বাস্থ্য। 

(++) Online Income বা অনলাইনে আয়। 

(++) Technology বা টেকনোলোজি। 

(++) Internet & Telecommunication 

(++) চিকিৎসা।

(++) এফিলিয়েট সাইটের রিভিও।

(++) সমসাময়িক টপ লেবেল বিষয়গুলো। 



বাংলা কনটেন্ট এর CPC কিভাবে বাড়াবেন ?


সাধারণত আমরা জানি বাংলা কনটেন্ট এর CPC অনেক কম থাকে। আর এই বাংলা কনটেন্ট এ CPC বাড়াতে হলে আপনাকে বেশ কিছু পদ্ধতি জানতে হবে। মনে রাখা উচিত যে, একটা সময় বাংলাতে গুগল অ্যাডসেন্স ই দিতো না। তখন যারা নিউজ বা বাংলা কনটেন্ট নিয়ে কাজ করতো তারা এফিলিয়েট বা অ্যাড দিয়েই আয় করতো এখন গুগল এ্যাডসেন্স দেওয়াতে একটু সুবিধা হলেও এর CPC বাড়াতে পারলে আরও সুবিধা হবে। নিচে কিছু পদ্ধতি বলবো যেগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে লিখা চেষ্টা করে দেখতে পারেন। 

(+) কনটেন্ট বাংলাতে হলেও এর টাইটেল ইংরেজীতে দিন। 

(+) উপরে কিছু নিশ বলেছি সেগুলো লক্ষ্য করে কনটেন্ট পাবলিশ করুন। 

(+) একটা মাস্টার পোস্ট এর মাধ্যমে তার কিছু সাব পোস্ট তৈরি করুন। যেমন, টিউটোরিয়াল হতে পারে যেগুলোতে ভিজিটর থাকবে অনেক সময়। বা ভিজিটর বারবার আসবে। 

(+) KeyWord রিচার্স করে High Keyword বেছে নিয়ে কাজ করতে পারেন।

(+) বাংলায় সাইট থাকলেও কিছু পোস্ট ইংরেজীতে বা ইংরেজীতে আলাদা কিছু পোস্ট করার মাধ্যম তৈরি করুন মানে একটা নির্দিষ্ট ট্রপিকের উপর ইংরেজীতে পোস্ট পাবলিশ করবেন যেগুলোতে বাইরের দেশের ভিজিটর আসবে। 

(+) পয়েন্ট ভিত্তিক কনটেন্ট করার চেষ্টা করুন। 

(+) কনটেন্টগুলোতে প্রয়োজনীয় ছবি যুক্ত করুন। 





আসলে একটা কনটেন্ট কতগুলো মানুষ পড়ে বা মানুষের আগ্রহ কেমন সেসব বিষয়ের উপর নির্ভর করে যারা গুগলের কাছে অ্যাড দেয় তারা সেটা দিয়ে থাকে আর তাদের সেই অ্যাডের উপরেই নির্ভর করে CPC যার ফলে আপনি যদি তাদের সেই পণ্য নিয়ে বা তাদের টার্গেট জিনিস নিয়ে কনটেন্ট পাবলিশ করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো CPC পাবেন। অনেক ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্য। 

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *