Google Adsense Problem Solutions
গুগল অ্যাডসেন্স এর সমস্যা ও সমাধান
Table of Contents
গুগল অ্যাডসেন্স এর বিভিন্ন সমস্যা ও বিভিন্ন সমস্যার সমাধানগুলো জেনে নিন এই আর্টিকেলের মাধ্যমে। অনলাইনে আয় করার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো এই সেক্টর।
অনলাইনে ওয়েবসাইট থেকে আয় করার অন্যতম একটি মাধ্যম হলো গুগল অ্যাডসেন্স। আর বর্তমানে ডিজএবল ও সাসপেন্ড সহ আর কিছু সমস্যা হচ্ছে। তার মধ্যে অন্যতম সমস্যা হলো আবেদন রিজেক্ট করে দেওয়া।
আজকে আবেদন করার আগে কিছু বিষয় বিয়ে আলোচনা করবো এই আর্টিকেলে। আশা করি সমস্যা কিছুটা হলোও সমাধান হবে।
শেষ কিছুদিন হলো অনেকেরই পোস্ট ইনডেক্স সমস্যা হচ্ছে আবার অ্যাডসেন্স রিজেক্ট করেছে এমন সমস্যা আসছে। তাদের জন্য বলবো। নিচে পদ্ধতিগুলো অনুসরণ করেন।
গুগল অ্যাডসেন্সযুক্ত সাইট তৈরি করার আগে নিচের বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করুন
(১) নিশ একটা নিয়ে ব্লগিং করুন। এবং একটা নিশের মধ্যে ৫ টা মেজর আর্টিকেল এর প্রত্যেকটার আদলে ৫ টা করে করে সাব আর্টিকেল রাখেন যেন ইন্টারনাল লিংক করা সহজ হয়।
কি কি সমস্যা হতে পারে এখানে সেগুলো জেনে রাখুন
অনলাইনে আয় করার জন্য অ্যাডসেন্স নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন-১ একটা কম্পিউটারে কতটা গুগল অ্যাডসেন্স রাখা যাবে ?
উত্তরঃ– সঠিক উত্তর হলো একটা কম্পিউটারে একটা গুগল অ্যাডসেন্স রাখবেন। এখানে অনেকেই অনেক ধরনের কথা বলবে। কারণ গুগল আপনার সাইটটা যত বেশি পুরানো হবে তত বেশি মনিটরিং করতে থাকবে। আপনার সাইট যদি নতুন হয় সেক্ষেত্রে কম মনিটরিং করবে।
আর আপনি যদি একটা পিসিতে বা একটা কম্পিউটারে অনেক বেশি অ্যাডসেন্স রাখেন বা একসাথে একাধিক লগইন করেন। তাহলে গুগলের রোবট এটাতে পলিসি সমস্যা ধরে সাসপেন্ড ও করে দিতে পারে। আশা করি বিষয়টা সবাই বুঝবেন এবং গুরুত্বের সাথে দেখবেন।
প্রশ্ন-২. একটা কম্পিউটার থেকে কতগুলো Google Ad-sense আবেদন করা যাবে ?
উত্তরঃ– একাধিক করা যাবে এটাই সঠিক উত্তর। তবে হ্যা আপনি অবশ্যই এক ব্রাউজারে এক সাথে বিষয়টা করবেন না। মানে একটা ব্রাউজারেই সবগুলো আবেদন করতে যাবেন না। আপনি একাধিক ব্রাউজারে আবেদন করবেন। আশা করি সমস্যা হবে না।
অনেক সময় এটিকে সমস্যা হিসেবে পলিসি সমস্যার মধ্যে ফেলে তবে আমার কাছে এখনও এরকম কোন যুক্তিযুক্ত প্রমাণ আসে নাই এই বিষয়টা নিয়ে। আমার ধারণা এটি কোন বড় ইস্যু নয়। তবে হ্যা একই ঠিকনা বা একই নামে করবেন না। আপনি আপনার পরিবারের যে কোন সদস্যের নাম ব্যবহার করে আবেদন করতে পারবেন।
এই বিষয়টা নিয়ে যদি আপনার আরও কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন।
One Comment on “গুগল অ্যাডসেন্স এর সমস্যা ও সমাধান”