২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী।
Table of Contents
এ্যাসাইনমেন্ট শব্দটা ২০২১ সালে এসে সবার কাছেই পরিচিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা অনলাইনের মাধ্যমে করার ফলে ব্যাপক প্রসার ঘটেছে এর। অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান চলে বর্তমানে।
SSC Exam 2021 Assignment Rules
২০২১ সালের এস. এস. সি. পরীক্ষার্থীদের এসাইনমেন্ট এর নিয়মগুলো নিয়ে আমাদের আজকের আর্টিকেল।
২০২১ সালের এস. এস. সি. পরীক্ষার্থীদের জন্য সরকারী ও মানণীয় শিক্ষামন্ত্রী এসাইনমেন্ট পদ্ধতি চালু করেছেন।
এগুলো লিখার নিয়মগুলো আসলে আমাদের সকল এস. এস. সি. পরীক্ষার্থীদের জেনে রাখা উচিত।
★ ★একটি স্কেল ও পেন্সিল দিয়ে সাদা A4 সাইজের কাগজে মার্জিন টেনে নাও।
★★ প্রতিটি পৃষ্ঠার উভয় পাশে না লিখে একপাশে লিখবে।
★★ কাটা-কাটি না করে স্পষ্ট করে লিখবে।
★★ প্রশ্নের সিরিয়াল ১ এর ক,খ,গ, ঘ এর উত্তর ধারাবাহিক ভাবে লিখবে।
কভার পেইজ কিভাবে পুরণ করবে
কভার পেইজে তিনটা অংশ আছে যা ইংরেজীতে পূরণ করতে হবে।
** শুধুমাত্র প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে।
** মাঝের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে।
** শেষ অংশ প্রতিষ্ঠান পূরণ করবে ।
এ্যাসাইনমেন্টের প্রথমেই আছে এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর যা ইংরেজীতেই লিখবে।
* শিরোনামঃ এ্যাসাইনমেন্টের দেওয়া শিরোনাম লিখবে।
* বিষয় কোড ও বিষয়ের নাম ইংরেজীতে লিখবে।
* শিক্ষাবোর্ডের নামঃ Dhaka Board/ Comilla Board/Chittagong Board/Sylhet Board/Dinajpur Board/Jessore Board / Rajshahi Board ইত্যাদি তোমার বোর্ডটি লিখবে।
* রেজিষ্ট্রেশন নম্বরের ঘরে তুমি তোমার এস.এস.সি এর রেজিষ্ট্রেশন কার্ড দেখে খুব সতর্কতার সহিত ইংরেজীতে লিখবে।
* শিক্ষার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে ইংরেজীতে লিখবে এবং সাথে সাথে তোমার কাভার পেইজের কাজ শেষ হবে।
* মনে রেখ নির্ধারিত প্রথম অংশ ব্যতীত কভার পৃষ্ঠার অন্য কোনো স্থানে বা অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা যাবে না।
যদি কোনো শিক্ষার্থী এ নির্দেশ অমান্য করে তবে তার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন স্থগিত রাখা বা বাতিল করা হবে।
★ অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো রঙ্গিন কালির পেন ব্যবহার করবে না। পয়েন্ট বা সাইড নোট বা কত নং প্রশ্রের উত্তর এগুলো হাইলাইট করতে চাইলে নীল কালি ব্যবহার করা যেতে পারে।
আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞানের সকল অধ্যায়ের হ্যান্ড নোট।
★ প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠা নং ১, ২, ৩ , , , দিয়ে লেখা শেষ করে, পূরণ করা কভার পেইজের সাথে এই লেখাগুলো পিনআপ করে নাও।
তোমার একটা অ্যাসাইনমেন্টে হয়ে গেলো। এবার স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট তারিখে অ্যাসাইনমেন্ট জমা দাও।
★ মনে রাখবে, মোট ৩২টি অ্যাসাইনমেন্ট থেকে একজন শিক্ষার্থী চতুর্থ বিষয় বাদ দিয়ে প্রতিটি গ্রুপ ভিত্তিক বিষয়ের ৮টি করে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
★ ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না।
প্রত্যেকটি বিষয়েই আমাদেরকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। তেমনি এসব কাজের ক্ষেত্রেও আমাদেরকে নিয়ম মেনে চলা উচিত।
আসলে করোনা পরিস্থিতির কারণে এই বছরে এখনও এস. এস. সি. পরীক্ষা নেওয়া সম্ভব হয় নাই বিধায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।