সাম্প্রতিক চাকরীর প্রস্ততির প্রশ্ন ও সমাধান (ফেব্রুয়ারী ২০২১)

সাম্প্রতিক চাকরীর প্রস্ততির প্রশ্ন ও সমাধান (ফেব্রুয়ারী ২০২১)। ২০২১ সালের সরকারী চাকরির প্রস্তুতি। এন এস আই এর চাকরীর প্রস্তুতি ২০২১। 


সাম্প্রতিক চাকরীর প্রস্ততির প্রশ্ন ও সমাধান (ফেব্রুয়ারী ২০২১)



বাংলাদেশ বিষয়ে ফেব্রুয়ারীতে যত সম্প্রতিপ্রশ্ন ও সমাধান

(১) ১৯ জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায় কোন প্রতিষ্ঠান ? 

উত্তরঃ- PricewaterhouseCoopers (PwC)

(২) উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কী হবে ?  

উত্তরঃ- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ 

(৩) দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে ? 

উত্তরঃ- ২০২৩ সালে। 

(৪) বর্তমানে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কতটি ? 

উত্তরঃ- ৪টি। 

(৫) দেশের চতুর্থ ভৌগোলিক নিদের্শক পণ্য কোনটি ? 

উত্তরঃ- ঢাকাই মসলিন। 


(৬) বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হবে কবে ? 

উত্তরঃ- ৩১ ডিসেম্বর ২০২০ 

(৭) দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কী ? 

উত্তরঃ- বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। 

(৮) বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে ? 

উত্তরঃ- ৮টি। 

(৯) জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেয়া হয় কবে ?

উত্তরঃ- ২৯ ডিসেম্বর ২০২০ 

(১০) অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে কত কোটি টাকা ? 

উত্তরঃ- ৬৪,৯৫,৯৮০ কোটি। 


(১১) অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত ? 

উত্তরঃ- ২০২১-২০২৫ সাল। 

(১২) “আদমশুমারি ও গৃহগণনা”র বর্তমান নাম কী ? 

উত্তরঃ- জনশুমারি ও গৃহগণনা 

(১৩) কোন সালের পরিসংখ্যান আইন, অনুযায়ী “আদমশুমারি ও গৃহগণনা” এর নাম পরিবর্তন করে “জনশুমারি ও গৃহগণনা” করা হয় ? 

উত্তরঃ- ২০১৩ সালে। 

(১৪) কত বছর পরপর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ? 

উত্তরঃ- ১০ বছর। 

(১৫) ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে ? 

উত্তরঃ- ২৫-৩১ অক্টোবর ২০২১ সাল। 

(১৬) বাংলাদেশে প্রথম শরিয়াহভিত্তিক ইসলামি বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় তবে ? 

উত্তরঃ- ২৮ ডিসেম্বর ২০২০ 

(১৭) প্রথম ইসলামী বন্ড সুকুক কী নামে ইস্যু করা হয় ? 

উত্তরঃ- ইজারা সুকুক। 

(১৮) ১ জানুয়ারি ২০২১ কোন দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয় ? 

উত্তরঃ- যমুনা ব্যাংক লিমিটেড। 

(১৯) জানুয়ারি ২০২১ পর্যন্ত কতটি ব্যাংক পূণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে ? 

উত্তরঃ- ১০টি। 

(২০) এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কী ? 

উত্তরঃ- গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। 


আন্তর্জাতিক 

(২১) প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দু’বার

অভিশংসিত হন কে ? 

উত্তরঃ- ডোনাল্ড ট্রাম্প। 

(২২) ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত

হন কবে ? 

উত্তরঃ- ১৩ জানুয়ারি ২০২১ 

(২৩) ২০ জানুয়ারি ২০২১ জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ? 

উত্তরঃ- ৪৬ তম। 

(২৪) যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে ? 

উত্তরঃ- কমলা হ্যারিস। 

(২৫) ৪ ডিসেম্বর ২০২০ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণ ঘটে কোন দেশের ? 

উত্তরঃ- ভানুয়াতু। 


(২৬) ১২ ফ্রেবুয়ারি ২০২১ LDC থেকে উত্তরণ ঘটবে কোন দেশের ? 

উত্তরঃ- অ্যাঙ্গোলা। 

(২৭) ১২ ফেব্রুয়ারি ২০২১ LDC ভুক্ত দেশের সংখ্যা হবে কতটি ? 

উত্তরঃ- ৪৫টি। 

(২৮) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব কে ? 

উত্তরঃ- জুলি ভেরার। 

(২৯) জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (UNCTAD) ভারপ্রাপ্ত মহাসচিব কে ? 

উত্তরঃ- ইসাবেলা ডুরাল্ড। 

(৩০) পারমাণবিক অন্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে ? 

উত্তরঃ- ২২ জানুয়ারি ২০২১ 


World Economic League Table 2021 

(৩১) GDP র ভিত্তিতে শীর্ঘ অর্থনীতির দেশ কোনটি ? 

উত্তরঃ- যুক্তরাষ্ট্র। 

(৩২) GDP র ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি ? 

উত্তরঃ- টুভ্যালু। 

(৩৩) GDP র ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত ? 

উত্তরঃ- ৪১ তম। 


রিপোর্ট-সমীক্ষা 

(৩৪) GFP র ২০২১ সামরিক শক্তি Ranking এ শীর্ঘ দেশ কোনটি ? 

উত্তরঃ- যুক্তরাষ্ট্র। 

(৩৫) GFP র ২০২১ সালের সামরিক শক্তি Ranking এ সর্বনিম্ন দেশ কোনটি ? 

উত্তরঃ- ভুটান। 

(৩৬) GFP র ২০২১ সালের সামরিক শক্তি Ranking এ বাংলাদেশের অবস্থান কত ? 

উত্তরঃ- ৪৫ তম। 

সংস্থার সদস্য

(৩৭) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি ?

উত্তরঃ- ৮৫টি।

(৩৮) ৬ জানুয়ারি ২০২১ কোন দেশ AIIB র ৮৫ তম সদস্যপদ লাভ করে ?

উত্তরঃ- টোঙ্গা।


(৩৯) আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO) এর বর্তমান সদস্য দেশ কতটি ?

উত্তরঃ- ৯৪টি।

(৪০) ৭ ডিসেম্বর ২০২০ কোন দেশ IHO র ৯৪ তম সদস্যপদ লাভ করে ?

উত্তরঃ- লেবানন।



বি. দ্র. প্রশ্নগুলো মাসিক পত্রিকা কারেন্ট অ্যাফোয়াস ফেব্রুয়ারি সংখ্যা থেকে নেওয়া হয়েছে।

প্রশ্নগুলো মাসিক পত্রিকার ৭ পৃষ্ঠায় দেওয়া আছে।

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *