প্রশ্নোত্তরে ভাষা আন্দোলন ২১ ফেব্রুয়ারী

21st February International Mother Language Day. প্রশ্নোত্তরে ভাষা আন্দোলন ২১ ফেব্রুয়ারী।


21st February International Mother Language Day.


১৪ আগষ্ট ১৯৪৭ পাকিস্তান প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই বাংলা ভাষাকে কেন্দ্র করে ১৯৪৮ সালের প্রথমদিকে শুরু হয় ভাষা আন্দোলন। মূলত সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এর সূচনা হলেও ক্রমে এটি একটি রাজনৈতিক আান্দোলনে রূপ নেয়।


বাঙালির জীবনে শোক-শক্তি ও গৌরবের প্রতীক বায়ান্নর একুশে ফেব্রুয়ারী এবং ভাষা আন্দোলনকে জানুন প্রশ্নোত্তরের মাধ্যমে। আজকের আর্টিকেলের মাধ্যমে ভাষা আন্দোলন সম্পর্কে বিভিন্ন চাকরীর পরীক্ষা যতগুলো প্রশ্ন আসে তা আলোচনা করা হবে।


১৯৫২ সালের তমদ্দুন মজলিস 

(ক) “বাংলা” কে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম প্রতিষ্টিত হয় কোন সংগঠন ? 

উত্তরঃ- তমদ্দুন মজলিস। 

(খ) “তমদ্দুন মজলিস” সংগঠনটি কার নেতৃত্বে গঠিত হয় ? 

উত্তরঃ- অধ্যাপক আবুল কাসেম। 

(গ) তমদ্দুন মজলিস গঠিত হয় কবে ?

উত্তরঃ- ১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে।

(ঘ) ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকা ? 

উত্তরঃ- তমদ্দুন মজলিসের উদ্যোগে প্রকাশিত “সাপ্তাহিক সৈনিক” 

(ঙ) সাপ্তাহিক সৈনিক প্রথম প্রকাশিত হয় কবে ? 

উত্তরঃ- ১৪ নভেম্বর ১৯৪৮ সাল। 


১৯৫২ সালের ভাষা আন্দোলন 

(ক) ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কবে ? উত্তরঃ- ১৯৪৮ সালে। 

(খ) কোন ঘটনার প্রেক্ষিতে বাঙালি জাতীয়তাবাদী চেতনার পরিপূর্ণ বিকাশ ঘটে ? 

উত্তরঃ- ভাষা আন্দোলন। 

(গ) পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান কে ? 

উত্তরঃ- কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত (২৩ ফেব্রুয়ারী ১৯৪৮) 

(ঘ) বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কবে ? 

উত্তরঃ- ১১ মার্চ ১৯৪৮ সাল। 

(ঙ) উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা অন্য কোনো ভাষা নয়, কে কবে ও কোথায় এ ঘোষনা দেন ? 

উত্তরঃ- মুহাম্মদ আলী জিন্নাহ, ২১ মার্চ ১৯৪৮ সালে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে। 

(চ) সর্বদলীয় কেন্দ্রীয় পরিষদ গঠিত হয় কবে ? 

উত্তরঃ- ৩০ জানুয়ারী ১৯৫২ সাল। 

(ছ) যুক্তফ্রন্ট প্রণীত ২১ দফার প্রথম দফা কী ছিল ? 

উত্তরঃ- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। 



সাংবিধানিক স্বীকৃতি 

(ক) পাকিস্তানের গনপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি বা মর্যদা দিয়ে প্রস্তাব গ্রহণ করে কবে ? 

উত্তরঃ- ৭ মে ১৯৫৪ সালে। 

(খ) বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় কবে ? 

উত্তরঃ- ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে। (কার্যকর হয় ২৩ মার্চ) 

(গ) সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ? 

উত্তরঃ- ২১৪ অনুচ্ছেদে।

(ঘ) সংবিধানের ২১৪ (১) অনুচ্ছেদে রাষ্ট্রভাষা সম্পর্কে কী বলা হয়েছিল ? 

উত্তরঃ- The State Language Of Pakistan shall be Urdu & Bengali 


ভাষা আন্দোলনে শেখ মুজিব 

(ক) ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে শেখ মুজিবুর রহমান প্রথম গ্রেপ্তার হন কবে ? 

উত্তরঃ- ১১ মার্চ ১৯৪৮ সাল। 

(খ) ১৬ মার্চ ১৯৪৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভাষা আন্দোলনকে বেগবান করার সভায় সভাপতিত্ব করেন কে ? 

উত্তরঃ- শেখ মুজিবুর রহমান। 

(গ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত “বায়ান্নর দিনগুলো” তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন কে ? 

উত্তরঃ- মহিউদ্দিন আহমদ।



২১ ফেব্রুয়ারীর ভাষা শহিদ

(ক) ভাষা আন্দোলনের উল্লেখযোগ্য শহিদ কারা ?

উত্তরঃ- রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, আবুল বরকত, আবদুস সালাম, শফিউর রহমান, আব্দুল আউয়াল ও অহিউল্লাহ।

(খ) ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন কে ?

উত্তরঃ- আবুল বরকত (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)

(গ) ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী ছিল ?

উত্তরঃ- আবাই।

(ঘ) ভাষা আন্দোলনে প্রথম শহিদ হন কে ?

উত্তরঃ- রফিকউদ্দিন আহমদ।


২১ ফেব্রুয়ারী বাংলা ভাষার বিশ্বায়ন

(ক) একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কোন সংস্থা ? 

উত্তরঃ- UNESCO 

(খ) UNESCO একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে কত সালে ? 

উত্তরঃ- ১৭ই নভেম্বর ১৯৯৯ সাল। 

(গ) একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় UNESCO র কততম সাধারণ অধিবেশনে ? 

উত্তরঃ- ৩০ তম। 

(ঘ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় কবে ? 

উত্তরঃ- ২০০০ সালে ১৮৮টি দেশে। 

(ঙ) সিয়েরা লিওন বাংলা ভাষাকে সে দেশের অন্যতম সরকারি ভাষা ঘোষণা করে কবে ? 

উত্তরঃ- ১২ই ডিসেম্বর ২০০২ সালে। 

(চ) বর্তমানে বিশ্বের কতটি দেশের সরকারি ভাষা বাংলা ? 

উত্তরঃ- ৩টি। যেমন, বাংলাদেশ, ভারত ও সিয়েরা লিওন। 

(ছ) জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে ? 

উত্তরঃ- ৫ ডিসেম্বর ২০০৮ সালে। 



২১ ফেব্রুয়ারী সাহিত্যে ভাষা আন্দোলন

(ক) “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী…” গানটির রচয়িতা কে ? 

উত্তরঃ- আবদুল গাফফার চৌধুরী। 

(খ) “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী…” গানটির বর্তমান সুরকার কে ? 

উত্তরঃ- আলতাফ মাহমুদ (প্রথম সরকার আবদুল লতিফ) 

(গ) “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী…” গানটির কণ্ঠশিল্পী কে ? 

উত্তরঃ- সমবেত কণ্ঠ। (প্রথম কণ্ঠ শিল্পী আবদুল লতিফ) 

(ঘ) “কবর” নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে, কোথায় ? 

উত্তরঃ- ২১ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। 

(ঙ) ২৪ ফেব্রুয়ারি ১৯৫২ শহিদ মিনার ধ্বংসের প্রতিবাদে রচিত প্রথম কবিতা “স্মৃতিস্তম্ভ” এর রচয়িতা কে ? 

উত্তরঃ- কবি আলাউদ্দিন আল আজাদ। 

(চ) “মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা” গানের রচয়িতা কে ? 

উত্তরঃ- অতুল প্রসাদ সেন। 

(ছ) ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র কী কী ? 

উত্তরঃ- জীবন থেকে নেয়া, বাঙলা ও ফাগুন হাওয়ায়। 


২১ ফেব্রুয়ারি ভাস্কর্য ও স্থাপত্য 

(ক) ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রথম শহিদ মিনার নির্মাণ করা হয় কবে ? 

উত্তরঃ- ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ সালে নকশাকার ডা. বদরুল আলম। 

(খ) বর্তমান কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে ? 

উত্তরঃ- হামিদুর রহমান। 

(গ) বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার নির্মিত হয় কোথায় ? 

উত্তরঃ- লন্ডন, যুক্তরাজ্য, উদ্বোধন ৫ অক্টোবর ১৯৯৭। 

(ঘ) বাংলাদেশের বাইরে সরকারি অর্থায়নে প্রথম শহিদ মিনার নির্মিত হয় কোথায় ? 

উত্তরঃ- টোকিও, জাপান, উদ্বোধন ১৬ ই জুলাই ২০০৬ সাল। 

(ঙ) মধ্যপ্রাচ্যের কোন দেশে প্রথম শহিদ মিনার নির্মিত হয় ? 

উত্তরঃ- ওমান, উদ্বোধন ২০০৫ সালে। 


২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বিবিধ বিষয়াবলি 

(ক) ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সাল কী বার ছিল ? 

উত্তরঃ- বৃহস্পতিবার। 

(খ) ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সাল বাংলা সনের কত তারিখ ছিল ? 

উত্তরঃ- ৮ ফাল্গুন ১৩৫৮ সাল। 

(গ) বাংলা ভাষা প্রচলন আইন জাতীয় সংসদে পাস হয় কবে ? 

উত্তরঃ- ২৬ ফেব্রুয়ারি ১৯৮৭ সাল (কার্যকর হয় ৮ মার্চ ১৯৮৭) 

(ঘ) ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় ? 

উত্তরঃ- বাংলা একাডেমি। 



১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়

(ক) পাকিস্তানের গভর্নর ছিলেন কে ? 

উত্তরঃ- মালিক গোলাম মুহাম্মদ। 

(ক) পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন তখন ? 

উত্তরঃ- নুরুল আমিন। 

(গ) পূর্ব বাংলার গর্ভনর কে ? 

উত্তরঃ- মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন। 

(ঘ) পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল সে সময় ? 

উত্তরঃ- স্যার খাজা নাজিমুদ্দীন। 





বি. দ্র. ফেব্রুয়ারী ২০২১ এর কারেন্ট অ্যায়োয়াস সংগৃহীত হয়েছে ভাষা আন্দোলনের তথ্যগুলো।

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *