OFF Page SEO নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে OFF Page SEO কেন এত বেশি জরুরী। আজকের আর্টিকেলের মধ্যে আপনি নিজের বিষয়গুলো জানতে পারবেন আশা করি। যেমন,
- OFF Page SEO কি ?
- OFF Page SEO কেন জরুরী ?
- OFF Page SEO না করলে কি কি সমস্যা হতে পারে ?
- OFF Page SEO এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি ?
- OFF Page SEO এর সুবিধা বা গুরুত্ব কি ?
OFF Page SEO কি ?
এক কথায় আর সহজ ভাষায় যদি আমি বলি তবে বলবো কনটেন্ট বা আর্টিকেল ছাড়া আমরা যেই SEO টা করে থাকি গুগলে পোস্ট ইনডেক্স হওয়ার জন্য সেই ধরনের SEO কেই মূলত বলা হচ্ছে OFF Page SEO.
ওয়েব মাস্টার টুলস, সেটিং এ সাইট ম্যাপ এ্যাড করা, সেটিং ঠিক করে নেওয়া এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু OFF Page SEO র অন্তর্গত।
অফ পেজ এসইও (OFF Page SEO) করার জন্য আপনাকে অবশ্যই ব্লগিং এর সেটিংটা ভালো মতো শিখতে হবে। আর সাইট ম্যাপ সঠিকভাবে সেট করতে হবে তারপর আমি এর ফলাফল নতুন সাইট হলে ৭ দিন পর্যন্ত সময় লেগে যায়।
ওয়েবসাইট যত বেশি পুরোনো হবে তত বেশি (OFF Page SEO) কাজ করবে। এই বিষয়টা বোঝার জন্য ছোট একটা বিষয় লক্ষ্য করতে পারেন। আমরা অনেক সময় দেখি যে, পোস্ট আছে সাইটে ২০ টার মতো এবং পেজ আছে বেশ কয়েকটা মানে ১০টার মত।
তো ইনডেক্স চেক করতে দিয়ে দেখি ইনডেক্স নেই এবং গুগলে সার্চ দিলে আসে না। অথচ ইনডেক্স চেক করতে গিয়ে দেখা যায় ২০+ ইনডেক্স আসলে এগুলো OFF Page SEO এর একটা অংশ।
OFF Page SEO কেন জরুরী ?
কোন ওয়েবসাইট থেকে ভালো আয় করতে হলে SEO এর বিকল্প নেই অন্য কোন কিছু। পোস্ট ইনডেক্স, অ্যাড সো করানো এবং নিজের ওয়েবসাইটটা বিভিন্ন সার্চ ও দ্রুত ইনডেক্স হও আয় ভালো করার জন্যই মূলত OFF Page SEO করবো।
OFF Page SEO না করলে কি সমস্যা হবে ?
আসলে সমস্যা বলতে ইদানিং বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। গুগল আগের চাইতে কিছু নিয়ম বাড়িয়েছে যার ফলে বিভিন্ন টেকনিক নেওয়া শেষ আর OFF Page SEO টা না করলে গুগল ইনডেক্স না হওয়া পর্যন্ত অ্যাড সো নাও করাতে পারে পোস্টে এ।
OFF Page SEO সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ?
আসলে ্এই প্রশ্নটার আগে একটা বিষয় জানা জরুরী তা হলো আপনি কি সাইটটাকে বড় করতে আগ্রহী ? নাকি আপনি সমায়িক সময়ের জন্য করছেন। কারন এখানে আপনি একটা ওয়েসাইটকে গুগলে Rank করাবেন ভালো আয় করার চেষ্টা করবেন আর SEO করবেন না ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটিং ও সাইটম্যাপ সুন্দর বসানো স্টেপ বাই স্টেপ কারণ On Page SEO কাজ করার পূর্ব শর্ত হলো OFF Page SEO.
অনেক ধন্যবাদ মূল্যবান সময়ে নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য।