ওয়েব ডিজাইন ও ডেভেলমেন্ট এর গাইড লাইন
Table of Contents
Web Design and Development guideline 2021 || ওয়েব ডিজাইন ও ডেভেলমেন্ট এর গাইড লাইন নিয়ে আমাদের আজকের আর্টিকেল। এখানে আমি ওয়েব ডিজাইন ও ডেভেলমেন্ট সম্পর্কে তথ্যগুলো দেওয়া থাকবে।
আরো পড়ুন >> অনলাইনে আয় করার সেরা পেইড কোর্স এর সেরা সাইট
ওয়েব ডিজাইনের কাজ বর্তমান সময়ে অনেক বেশি এবং আগামীতেও অনেক বেশি আসবে বলে ধারণা করা হচ্ছে। আমাদের দেশে এই সেক্টরে বর্তমানে অনেক বেশি পেশাগত কাজের কারণেই আসতেছে। আমার মনে হয় যথাযথ গাইড লাইন পেলে অবশ্যই এই সেক্টর থেকে অনেক ভালো আয় করা সম্ভব হবে।
.
Web Design and Development এর আগের আমাদেরকে জানতে হবে Web Design কি ও Web Development কি এবং এদের পার্থক্যটা কি। তাহলেই আপনি পেয়ে যাবেন কি করতে হবে আর কিভাবে শিখতে হবে এসবকিছু।
আমরা আসলে অনেক সময় না জেনেই কাজ শেখার শুরু করে দেই যেটা আসলে উচিত না আর কোর্সগুলোর গাইডলাইনও জানা থাকে না আমাদের অনেক সময়। এখানে আশা করি পরিপূর্ণ ধারণা পাবেন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর উপর।
Web Design
Web Development
.
কারণ সব শিখে কাজ করতে আসবেন এটা করার চাইতে এই কয়েকটা একদমই ব্যাসিক। আমি PHP পারার কারণে এটার উপরই বেশি জোর দিয়েছি অনেকেই অন্যগুলো বলতে পারে তবে এটা জানতেই হবে এরকম বিষয়।
উপরে যেসব ধাপগুলো বলা হয়েছে সেগুলো সুন্দর মত অনুসরণ করতে পারলেই আপনি সহজেই ব্যাসিক বিষয়গুলো জেনে নিতে পারবেন। প্রগ্রামিং বিষয়গুলো কিছুটা আপনি ইউটিউব থেকে জেনে নিতে পারবেন তারপর কোন মেন্টর থেকে জেনে নিতে পারবেন।
কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা যাক এখন।
প্রশ্ন-১ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর পার্থক্য কি ?
উত্তরঃ– উপরের অংশ যদি পড়ে থাকেন তবে আপনি পুরোপুরি বুঝতে পারার কথা। আর এক কথাই যদি বলি তবে বলবো ডিজাইন যে কেউ ই চেষ্টা করলে পারবে কিন্তু ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে বা জানতে হবে।
প্রশ্ন-২ কোনটা ভালো হবে ওয়েব ডিজাইন নাকি ওয়েব ডেভেলপমেন্ট ?
উত্তরঃ– ওয়েব ডেভেলপমেন্ট শেখা ভালো হবে যদি আপনি শিখতে পারেন। কারণ যে ডেভেলপ করতে পারে সে ডিজাইনও পারবে। কিন্তু ডিজাইন পারলেও ডেভেলপ নাও পারতে পারে। আমাদের দেশে ডেভেলপার কম ডিজাইনরাই ডেভেলপার দাবি করে পার্থক্য ও কাজ না বোঝার কারণে।
প্রশ্ন-৩ ক্যারিয়ার হিসেবে কোনটা বেস্ট হবে ?
উত্তরঃ- অবশ্যই Web Developer কারণ আপনি এটা জানলে Web Designer টাও পারবেন। ওয়েব ডিজাইন ও ডেভেলমেন্ট আসলেও কি আমাদের ক্যারিয়ার হিসেবে ভালো সেটা আমরা আসলে অন্যদেরকে দেখলেই সহজেই অনুমান করতে পারি।
প্রশ্ন-৪ কোনটা শিখতে কতদিন লাগবে ?
উত্তরঃ– আসলে এটা বলা কঠিন কারণ এখানে শেখার বিষয় জড়িত আপনাকে অনেকটা পরিশ্রম করে সময় দিতে হবে। তবে Web Designer যদি আপনি নিয়মিত ৬ মাস সময় দেন বুঝবেন।
.
আর Web Developer হতে গেলে মিনিমাম ২ বছর সময় দিতে হবে এমন প্রত্যেকটা শেখার সাথে সাথে কমপক্ষে ৫টি করে প্রজেক্ট রেডি করতে হবে। কমবেশি সময় লাগতে পারে আমি বললাম যদি মনোযোগ সহকারে কেউ এই সময়টা দেয় তবে অবশ্যই সম্ভব হবে আশা করি।
প্রশ্ন-৫ HTML & CSS শিখে কি আমি ওয়েব ডিজাইন করতে পারবো ?
উত্তরঃ– এই দুইটাকে বলা হয় মার্কআপ Language যার মানে আপনি ডিজাইন করতে পারলেও এটা হবে Static Design যা বর্তমানে চলে না। এই দুইটার পাশাপাশি JavaScript শিখলে আপনি ডাইনামিক সাইট বানাতে পারবেন। ওয়েব ডিজাইন ও ডেভেলমেন্ট নিয়ে এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ন সবার জন্যই।
প্রশ্ন-৬ ছোট করে যদি জানাতেন ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এর জন্য কি কি শিখতে হবে ?
উত্তরঃ- ফ্রন্ট এন্ড বা Web Design এর জন্য
(a) HTML
(b) CSS
(c) JavaScript
(a) HTML
(b) CSS
(c) JavaScript / NodeJS
(d) PHP / Laravel
(e) MySQL
এখানে প্রথম তিনটা ডাইমানিকভঅবে দেখানোর জন্য আর ডাটাবেজ থেকে বা ফ্রেমযুক্ত করে সুন্দর করে ডাইমানিক করার জন্য নিচের দুইটা লাগে। আশা করি উত্তরটা পেয়েছেন।
প্রশ্ন-৭ কোথায় শিখবো ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট এর কাজ ?
উত্তরঃ- আপনি কোন ট্রেইনিং সেন্টারে শিখতে পারেন আবার অনলাইনে কোর্স করেও শিখতে পারেন। অনলাইনে পেইড ও ভালো কোর্স পেতে (অনলাইন কোর্স) বক্সের লিখাটাতে ক্লিক করুন। আমাদের ব্লগেই লিখা আছে কিছু ওয়েব সাইটের নাম ও ঠিকানা যা থেকে আপনি সব সহজেই পেয়ে যাবেন আশা করি।
আমি এখানে কিছু ইউটিউব চ্যানেল এর নাম বলে দিচ্ছি যা আপনি You Tube বা ইউটিউবে ফ্রি বা Free তেই পাবেন।
(a) Web Ground: Web Design and Development Full Free Course 2020
Web Design and Development এর জন্য এর গাইডলাইনটি অনেক গুরুত্বপূর্ণ এখানে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যা শুরু করার জন্য যথেষ্ট। ওয়েব ডিজাইন ও ডেভেলমেন্ট সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো থেকে পর্যায় ক্রমে আপনি ধাপগুলো জেনে নিতে পারবেন।
ধাপগুলোর মাধ্যমে আপনি আগামীতে আরও ভালোভাবে জেনে নিতে পারবেন বিষয়গুলো। ওয়েব ডিজাইন ও ডেভেলমেন্ট নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অবশ্যই আপনাদের সহযোগীতা করবে জানার জন্য।
প্রথম প্রকাশিত হয়েছিল ৬ ই ডিসেম্বর ২০২০ সাল
দ্বিতীয় প্রকাশিত ও ইডিট করা হয়েছে ১৯ ই জুন ২০২২ সাল রোজ রবিবার
2 Comments on “ওয়েব ডিজাইন ও ডেভেলমেন্ট এর গাইড লাইন A To Z”