এস. এস. সি. পরীক্ষা ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস || SSC 2021 Short Syllabus

২০২১ সালের এসএসসি / এস. এস. সি. পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই হবে এবারের এসএসসি পরীক্ষা।


SSC 2021 Short Syllabus


এসএসসি পরীক্ষা ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

পদ্ধতি = ০১ 

পিডিএফ ফাইল ডাউনলোড লিংক = Download Here 

জিপ ফাইল ডাউনলোড লিংক = Download Here 

উপরের দুইটা লিংখ ফেইসবুক গ্রুপের সাথে সংযুক্ত। গ্রুপে ফাইল আপলোড করা হয়েছে আর সেই লিংকটিই এখানে দেওয়া আছে। 

২০২১ সালের পরীক্ষা আগামী জুন এ হওয়ার কথা বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আগামী ৪ই ফেব্রুয়ারী ২০২১ থেকে নিয়মিত ক্লাস হওয়ার কথাও বলা হয়েছে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) আর এর মধ্যেই স্কুলগুলো তাদের নিজেদের সক্ষমতার কাজ বা স্কুল পরিস্কার ও পরিবেশ তৈরি করার জন্য একটা নির্দেশনা নিয়ে কাজ করছে। 

গত বছর এইচএসসি পরীক্ষা না নেওয়ার কারণে রেজাল্ট বা ফল প্রকাশের জটিলতার কারণেই এবার পরীক্ষা নেওয়ার বিষয়টা নিশ্চিত করে বলা হয়েছে। আর এই পরীক্ষা দেরিতে হলেও নেওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা মাননীয় শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা। 

বি. দ্র. ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য আর্টিকেলটি। 

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *