SSC Chemistry Chapter 5 CQ Question & Answer 2

SSC Chemistry Chapter 5

SSC রসায়ন ৫ম অধ্যায় সৃজনশীল পার্ট ১

SSC Chemistry Chapter 5 CQ Question & Answer নিয়েই আমাদের আজকের আর্টিকেল। এখানে আমি বোর্ড প্রশ্ন এবং উত্তর দিয়ে। পর্যায়ক্রমে আরও কিছু অংশ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৩য় অধ্যায়ের এর হ্যান্ড নোট

SSC Chemistry Chapter 5 অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। যা আমাদের অবশ্যই জানতে হবে। এই অধ্যায়টি পড়ার জন্য আপনাকে আগের দুইটা অধ্যায় অর্থ্য পদার্থের গঠন এবং পর্যায় সারণি সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে।

SSC Chemistry Chapter 5
বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন সমাধান করতে গেলে দেখবে, পর্যাপ্ততার শতকরা পরিমাণ নির্ণয়ের অঙ্ক। সেগুলো চট করে সমাধান করতে হলে আবার নির্দিষ্ট মৌল সম্পর্কিত গাণিতিক মান জানা জরুরি। সেগুলো অবশ্যই মনে করে নিতে হবে। মনে রাখার কৌশল খুবই সহজ। একটা মৌল সংক্রান্ত আঙ্কিক তথ্যের সাথে আরেকটা মৌল সংক্রান্ত আঙ্কিক তথ্যের মিল খুঁজে বের করে ধারা মেনে আত্মস্থ করে ফেলা কোনো ব্যাপারই না।

বিশেষ করে আমি বলবো পর্যায় সারণি ছাড়া এই অধ্যায় পড়াটা বোকামী হবে। রাসায়নিক বন্ধন অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ HSC Chemistry ভালোমত বোঝার জন্য। আশা করি অনেক মনোযোগ দিয়ে এই অধ্যায়টি পড়বেন।

SSC Chemistry Chapter 5 CQ Question & Answer

নিচে আমি মোট তিনটা পিকচার দিয়ে দেবো। প্রথম পিকচারে প্রশ্ন এবং পরের পিকচারগুলোতে উত্তর দেওয়া থাকবে। প্রশ্ন এবং উত্তর গুলো দেখে ভালোমত পড়তে হবে। আশা করবো সবাই বুঝতে পারবেন।

নিচের পিকচারগুলোতেই মূলত SSC Chemistry Chapter 5 CQ Question & Answer দেওয়া হয়েছে সবগুলো প্রশ্নের উত্তর পর্যায় ক্রমে দেওয়া হয়েছে এখানে। আশা করবো সবাই সহজেই বুঝতে পারবেন।

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৫ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পেজ নাম্বার ১

SSC Chemistry Chapter 5
রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি অনেকের কাছেই ভীষণ জটিল লাগতে পারে। এর কারণ হলো, এই অধ্যায়ের আগের দু’টি অধ্যায়ে কিছু বিষয় তাদের কাছে পরিষ্কার না। সেক্ষেত্রে আগের দুই অধ্যায়ের না বোঝার জায়গাগুলো আরেকবার ঝালাই করে নিলে ভালো হবে।

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৫ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পেজ নাম্বার ২

SSC Chemistry Chapter 5
এই সাতটি অধ্যায় সমান গুরুত্ব দিয়ে পড়ার পর হাতের কাছে যেই বিদ্যালয়ের প্রশ্নই পাও না কেন, যাচাই করে দেখো সমস্যাগুলোর সমাধান করতে পারো কি না। এই সাতটি অধ্যায় পড়া থাকলে কেবলই তখন বাকি অধ্যায়গুলো বুঝতে পারবে।

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৫ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পেজ নাম্বার ৩

SSC Chemistry Chapter 5
এসিড-ক্ষার ক্ষমতা অধ্যায়টি শুরু করতে করতে মাথায় ঢুকিয়ে ফেলো ধাতুর সক্রিয়তা সিরিজটি। বেশ বড় এই অধ্যায়ে পাবে অনেকগুলো শিখে ফেলার মতো বিক্রিয়া। একটু বড় হলেও, মনোযোগ দিয়ে পড়লে পুরো অধ্যায় সন্তোষজনকভাবে পড়ে উঠতে বেশি খাটতে হবে না।

উপরের পিকচারগুলোতে আমি প্রশ্ন এবং উত্তর আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। আশা করবো কোন ধরনের সমস্যা হবে না বুঝতে। এখানে প্রত্যেকটি পিকচার অনেক গুরুত্বপূর্ণ। SSC Chemistry Chapter 5 CQ Question & Answer গুলোর মধ্যে কোনটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে বা নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে জেনে নিতে পারবেন।

আরো পড়ুন >> SSC Chemistry Chapter 5 CQ Question & Answer 1

উপরের লিংকটিতে এর প্রথম পার্ট পাবেন। সেখানেও একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এই প্রশ্নটি দেখার পাশাপাশি আপনি আগের প্রশ্নটিও দেখে নিতে পারবেন। আসলে আরও কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়ার ইচ্ছা আছে যদি আগামীতে সময় বা সুযোগ হয়।

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকনা

নিচে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তার ডিটেলস ঠিকানা দেওয়া হলো। আশা করি সবার কাজে আসবে পরবর্তীতে কোন সমস্যা বা কোন অধ্যায় এর হ্যান্ড নোট সংগ্রহ করার জন্য। অবশ্যই নিচের দেওয়া লিংক থেকেই যোগাযোগ করবেন।

ফেসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা

ফেসবুক পেজ লিংক = এস. এফ. মডেল কোচিং সেন্টার  (কোচিং সেটার চালানোর কারণে সেখানেও পোস্ট শেয়ার করা হয়ে থাকে)

ফেসবুক গ্রুপ ১ = ডিজিটাল আইটি সেবা

ফেসবুক গ্রুপ ২ = এস. এফ. মডেল স্কুল  (এখানে শিক্ষার সকল পোস্ট ও অধ্যায় ভিত্তিক নোট পাবেন)

ইমেইল আইডি = digitalitseba@gmail.com

টুইটার একাউন্ট = ডিজিটাল আইটি সেবা

উপরের যে কোন একটিতে আমাদেরকে পাবেন। তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি ফেসবুক আইডিতে ম্যাসেজ করেন। কারণ ফেসবুকটাতেই বেশি একটিভ থাকা হয়ে থাকে অনেক সময়। তবে ইমেইল করেও আমাদের সাথে যোগযোগ করতে পারবেন সহজেই।

প্রথম প্রকাশিত হয় ২৫ই জুন ২০২২ রোজ শনিবার

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

One Comment on “SSC Chemistry Chapter 5 CQ Question & Answer 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *