SSC বাংলা ১ম পত্রের CQ & MCQ সাজেশান
Table of Contents
আজকের আর্টিকেলটি এই বছরের সাজেশান এর শেষ সময়ের শেষ অংশ। আশা করবো যারা আর্টিকেলটি দেখবে তাদের সবারই উপকারে আসবে শেষ সময়ের জন্য। শেষ সময়ে SSC বাংলা ১ম পত্রের CQ & MCQ সাজেশান দেখার জন্য আর্টিকেলটি দেখতে পারেন।
আরো পড়ুন >> SSC 2023 Suggestions Bangla 1st Paper CQ & MCQ
এখানে আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো যেন সবারই উপকারে আসে। এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ২০২৩। এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি। এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি ২০২৩। এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি pdf. বাংলা প্রথম পত্র । SSC বাংলা ১ম পত্র প্রশ্ন।
পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই আর্টিকেলটি পড়তে হবে এবং নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে।
(১) সুভা গল্পের ১টি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে।
(২) আম-আঁটির ভেঁপু অধ্যায়টির একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে।
(৩) মুহম্মদ (স.) এর একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে।
এভাবে SSC বাংলা ১ম পত্রের CQ & MCQ গুলো দেওয়া থাকবে পিডিএফটিতে। এবং সাথে উত্তরগুলোও দেওয়া থাকবে যেন সবাই নিজের মত করে প্রিপারেশান নিতে পারেন আপনারা।
পিডিএফ ফাইল ডাউনলোড করুন
বাংলা ১ম পত্রের CQ & MCQ এর পিডিএফ ফাইল হবে দুইটা। আমি প্রথমে CQ অর্থ্যৎ সৃজনশীল এর সাজেশান এর গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি MCQ এর পিডিএফ এর লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ।
CQ এর পিডিএফ ডাউনলোড করার জন্য = ক্লিক করুন এখানে (গুগল ড্রাইভের লিংক)
উপরের লিংকটিতে প্রায় ৩২৭টি পৃষ্ঠা আছে। এবং সেখানে প্রায় সকল অধ্যায়েরই সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষা ও মনুষত্ব, এই দিন সেই মাঠ, পল্লিজননী, নিমগাছ এই অধ্যায়গুলো থেকে মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে নিচের পিডিএফটিতে। আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি নিচে।
মোট ১০০টি MCQ দেখার জন্য = ক্লিক করুন এখানে (গুগল ড্রাইভের লিংক)
রানার, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, প্রবাস বন্ধু, মমতাদি থেকে মোট ১১৮ টি বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে নিচের পিডিএফটিতে। আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি নিচে।
মোট ১১৮ টি MCQ দেখার জন্য = ক্লিক করুন এখানে (গুগল ড্রাইভের লিংক)
নিমগাছ, বহিপীর থেকে বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে নিচের পিডিএফটিতে। আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি নিচে।
MCQ দেখার জন্য = ক্লিক করুন এখানে (গুগল ড্রাইভের লিংক)
আমার পরিচয়, একাত্তরের দিনগুলি থেকে বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে নিচের পিডিএফটিতে। আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি নিচে।
MCQ দেখার জন্য = ক্লিক করুন এখানে (গুগল ড্রাইভের লিংক)
বঙ্গবাণী ও সুভা থেকে বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে নিচের পিডিএফটিতে। আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি নিচে।
MCQ দেখার জন্য = ক্লিক করুন এখানে (গুগল ড্রাইভের লিংক)
MCQ সকল অধ্যায় এর জন্য
উপর থেকে ক্রম করলে এটাই শেষ সময়ের শেষ সাজেশান বাংলা ১ম পত্রের জন্য। আশা করবো শেষ সময়ে চোখ বুলিয়ে নিতে পারবে সকল শিক্ষার্থীরা। অন্যান্য বহুনির্বাচনী পড়ার পাশাপাশি শেষ সময়ে চোখ বুলিয়ে নিলেই হবে এই সাজেশানটি।
বাংলা ১ম পত্রের CQ & MCQ এর বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর = ক্লিক করুন এখানে (গুগল ড্রাইভ থেকে)
২০২৩ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা
OmR Sheet নিয়ে কিছু কথা:
১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
২.ওয়েমার শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।
৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।
৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।
৫.উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।
৬.ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।
সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।
বাংলা ১ম পত্রের CQ & MCQ প্রথম প্রকাশিত হয় ২৮ই এপ্রিল ২০২৩ সাল
One Comment on “শেষ সময়ে SSC বাংলা ১ম পত্রের CQ & MCQ সাজেশান”