৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞান ২য় অধ্যায়ের নোট

SSC Biology Chapter 2 Hand Note. ৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞান ২য় অধ্যায়ের নোট।


এস. এস. সি. ও ৯ম-১০ম শ্রেণির জীব বিজ্ঞানের ২য় অধ্যায়ের হ্যান্ড নোট নিচে দেওয়া হলো। 


৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞান ২য় অধ্যায়ের নোট


বিজ্ঞান বিভাগের ৯ম ও ১০ম শ্রেণির জন্য অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়টি। এখানে দেহের বিভিন্ন অংশ ও টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। 


সম্পূর্ণ অধ্যায়ের নোট পেতে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন।

(ক) ডাউনলোড লিংক ১ = ডাউনলোড করুন 

(খ) ডাউলোড লিংক ২ = ডাউনলোড করুন 


অধ্যায়টিতে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলো হলোঃ

(+) কোষ ও কোষের প্রকারভেদ। 

(+) উদ্ভিদ ও প্রাণী কোষ সম্পর্কে জানতে হবে। 

(+) উদ্ভিদ ও প্রাণীর কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

(+) মাইট্রোকন্ডিয়া ও প্লাস্টিড সম্পর্কে জানতে হবে। 


গুরুত্বপূর্ণ ট্রপিকগুলো নিচে দেওয়া হলোঃ


(+) উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য

৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞান ২য় অধ্যায়ের নোট


(+) এন্ডোপ্লাজমিক রেটিকুলার
উপস্থিতিঃ উদ্ভিদ ও প্রাণিকোষে থাকে। 
কাজঃ 
(১) প্রোটিন সংশ্লেষণ। 
(২) কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহপথ হিসেবে ব্যবহৃত হয়। 
(৩) এককোষ হতে অন্যকোষে উৎসেচক ইত্যাদি পরিবহন করে।
(৪) মাইট্রোকন্ড্রিয়া, কোষগহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে। 


(+) কোষগহ্বর
উপস্থিতিঃ উদ্ভিদকোষে বেশি প্রাণীকোষে থাকলেও খুব কম। 
কাজঃ
(১) কোষরস ধারণ করে থাকে। 
(২) অজৈব লবণ, আমিষ শর্করা, চর্বিজাতীয় পদার্থ, জৈব এসিড, রঞ্জক পদার্থ বহন করে থাকে। 


(+) গলজি বস্তু 
উপস্থিতিঃ প্রধাণত প্রাণিকোষ তবে উদ্ভিদকোষেও উপস্থিত লক্ষ্য করা যায়। 
গঠনঃ সিস্টার্নি ও কয়েক ধরণের ভেসিকল। 
কাজঃ 
(১) উৎসেচকের পানি বিয়োজনে সাহায্য করে। 
(২) হরমোন নিঃসরণ করে। 
(৩) প্রোটিন সঞ্চয় করে। 


(+) লাইসোজোম এর কাজ 
(১) জীবকোষকে জীবাণু থেকে রক্ষা করা। 
(২) এর উৎসেচক জীবাণুকে হজম করে ফেলে। 

(+) রাইবোজোম 
উপস্থিতিঃ উদ্ভিদ ও প্রাণিকোষ উভয়েই পাওয়া যায়। 
কাজঃ 
(১) প্রোটিন সংশ্লেষণ করতে সাহায্য করে। 
(২) প্রাণরাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। 


(+) সেন্ট্রোজোম
উপস্থিতিঃ প্রাণিকোষে মূলত থাকে তবে কিছুকিছু উদ্ভিদ কোষেও দেখা যায়। 
আকৃতিঃ ফাঁপা নলাকার বা দন্ডাকারের মত। 
কাজঃ 
(১) কোষ বিভাজনের সময় অ্যাস্টার তৈরি করে। 
(২) স্পিন্ডল যন্ত্র ও ফ্লাজেলা সৃষ্টিতে সাহায্য করে। 

(+) জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর পার্থক্য 



সম্পূর্ণ অধ্যায়ের নোট পেতে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন।

(ক) ডাউনলোড লিংক ১ = ডাউনলোড করুন 

(খ) ডাউলোড লিংক ২ = ডাউনলোড করুন 


এছাড়াও আরো অধ্যায়গুলো নোট পেতে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগোরিতে গিয়ে আপনার পছন্দমত ক্যাটাগরি সিলেক্ট করুন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিন। 

আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির সকল অধ্যায়ের নোট পেতে ভিজিট করুন।

আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের সকল অধ্যায়ের নোট পেতে ভিজিট করুন।

আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞানের সকল অধ্যায়ের নোট পেতে ভিজিট করুন।

আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞানের সকল অধ্যায়ের নোট পেতে ভিজিট করুন।

আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির রসায়নের সকল অধ্যায়ের নোট পেতে ভিজিট করুন।

আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির উচ্চতর গণিতের সকল অধ্যায়ের নোট পেতে ভিজিট করুন।

আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির সাধারণ গণিতের সকল অধ্যায়ের নোট পেতে ভিজিট করুন।

উপরের নোটগুলো ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি করা আর ভুলত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর কোন নোট বা সাজেশান লাগলে কমেন্ট করে জানাবেন অথবা যোগাযোগের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন। 

যোগাযোগের ঠিকানাঃ


(ক) ফেইসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা 


(খ) ফেইসবুক গ্রুপ ১ = এস. এস. মডেল স্কুল 

(গ) ফেইসবুক গ্রুপ  ২ = ডিজিটাল আইটি সেবা 

(ঘ) ইমেইল = digitalitseba@gmail.com  অথবা, sfmodelschool20@gmil.com

(ঙ) ফেইসবুক পেজ = ডিজিটাল আইটি সেবা 

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *