৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৮ম অধ্যায়ের হ্যান্ড নোট
৯ম শ্রেণির রসায়ন ৮ম অধ্যায়ের হ্যান্ড নোট। ১০ম শ্রেণির রসায়ন ৮ম অধ্যায়ের হ্যান্ড নোট। এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন ৮ম অধ্যায়ের হ্যান্ড নোট।
৯ম ও ১০ম শ্রেণির রসায়নের ৮ম অধ্যায়ের হ্যান্ড নোট পাবেন আজকের আর্টিকেলে। এখানে এই অধ্যায় সম্পর্কে সামান্য বিস্তারিত আলোচনাও করা থাকবে। যা দেখে এই অধ্যায়টির গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীরা জানতে পারবে এবং বুঝতে পারবে।
৯ম ও ১০ম শ্রেণির রসায়নের ৮ম অধ্যায়
এই অধ্যায়টির নাম হলো, রসায়ন ও শক্তি। ৮ম অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ রসায়ন বিষয়টার জন্য। বিশেষ করে যারা রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক বন্ধন সম্পর্কে ভালো ধারণা রাখতে চায় তাদের জন্য।
রসায়ন ও শক্তি অধ্যায়টির আলোচ্য বিষয়সমূহ
এই অধ্যায়টিতে যেসকল বিষয়গুলো আলোচ্য থাকবে সেগুলো নিচে দেওয়া হলো।
(ক) রাসায়নিক বন্ধন সম্পর্কে ধারণা দেওয়া হবে। এবং বন্ধন কত প্রকার ও কি কি এসব বিষয়গুলো আলোচনায় থাকবে এই অধ্যায়টিতে।
(খ) আন্তআণবিক শক্তি ও আন্তআণবিক আকর্ষণ নিয়ে বিস্তারিত তথ্য থাকবে এই অধ্যায়টিতে।
(গ) রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর নিয়েও আলোচনা করা হবে। আমাদের জন্য রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং জানা অনেক দরকারী।
(ঘ) একটি রাসায়নিক বিক্রিয়ার সময় কি ধরনের তাপ হয়। এবং এই তাপের ধরন যেমন, দহন তাপ, দ্রবন তাপ এসব বিষয়গুলো বিস্তারিত উদাহারণসহ আলোচনা করা হয়েছে।
(ঙ) একটি রাসায়নিক বিক্রিয়ায় তাপের শক্তির পরিবর্তন সম্পর্কে এই অধ্যায়টিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
(চ) জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন, পেট্টোল, ডিজেল, কেরোসিন এসব জ্বালানিগুলো কিভাবে কার্বন থেকে তৈরি করা হয়। এবং কত ডিগ্রি তাপমাত্রায় এইসব জ্বালানিগুলো তৈরি করা হয় এসব বিষয়গুলোও এখানে আলোচনা করা হয়েছে।
(ছ) বিদ্যুৎ পরিবাহী, ধাতব বিদ্যুৎ পরিবাহী এসবগুলো এখানে আলোচনা করা হয়েছে। বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী এবং বিদ্যুৎ কুপরিবহী সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে।
(জ) তড়িৎদ্বারা এবং অ্যানোড ও ক্যাথোড বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে।
উপরের বিষয়গুলো ছাড়াও আরও কিছু বিষয় এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো,
- ড্রাইসেল বা ব্যাটারি
- নিউক্লিয়ার বিক্রিয়া
- গ্রিন হাউস গ্যাস
- অতিবেগুনী রশ্মি
- এসিড বৃষ্টি
উপরের বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায়টিতে। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ও শক্তি অধ্যায়টি রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করা জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট
৯ম ও ১০ম শ্রেণির রসায়নের ৮ম অধ্যায় সহ আরও বাকি অধ্যায়গুলো হ্যান্ড নোট পেতে আমাদের ফেইসবুক গ্রুপের সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক গ্রুপের ফাইলে গিয়ে রসায়ন সহ আরও অন্যন্যা বিষয়ের হ্যান্ড নোট সংগ্রহ করা যাবে অনেক সহজেই।
অনেক ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য।