SSC Camistry Chapter 9 Hand Note. ৯ম ও ১০ম শ্রেণির রসায়নের ৯ম অধ্যায়ের নোট।
৯ম ও ১০ম শ্রেণি
রসায়ন ৯ম অধ্যায় (এসিড-ক্ষারক সমতা) অধ্যায়ের হ্যান্ড নোট।
২০২১ সালের পাঠ্যপুস্তকের আলোকে তৈরি নোটটি।
৯ম ও ১০ম শ্রেণির রসায়নের ৯ম অধ্যায়ের হ্যান্ড নোট। এস. এস. সি. রসায়নের ৯ম অধ্যায়ের হ্যান্ড নোট।
শ্রেণিঃ ৯ম ও ১০ম
বিষয়ঃ রসায়ন বিজ্ঞান
অধ্যায়ঃ ৯ম
অধ্যায়ের নামঃ এসিড-ক্ষারক সমতা
এই অধ্যায়ে শিখনফল নিচে কিছু আলোচনা করা হলোঃ
(+) অম্ল, ক্ষার ও লবণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারা যাবে।
(+) ক্ষারক ও ক্ষারক জাতীয় পদার্থগুলো চেনা ও জানা যাবে।
(+) PH সম্পর্কে বিস্তারিত শেখা যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার জানা যাবে।
(+) অম্ল বা এসিড ব্যবহারের সতর্ক ও কোন কোন জিনিসের মধ্যে এসিড বা অম্ল থাকে তা জানা যাবে।
(+) বাস্তব জীবনের কোন কোন ক্ষেত্রে আমাদের এই এসিড ও ক্ষার ব্যবহার করা যায় তা সম্পর্কে জানা যাবে এই অধ্যায়ের মাধ্যমে।
নিচে নোটটি দেওয়া হলোঃ
Page-1
অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলোঃ
(৫) কলিচুনের রাসায়নিক নাম কী ?
উত্তরঃ– ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2
(৬) এসিড কাকে বলে ? উত্তরঃ– যেসব পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাকে এসিড বলে।
বি. দ্র. নোটটি এস. এস. মডেল কোচিং সেন্টারের স্টুন্ডেন্ট এর হাতে লিখা।