৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞানের ৫ম অধ্যায়ের হ্যান্ড নোট
Table of Contents
৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞানের নোট টা এই ওয়েবসাইটে দেওয়া আছে। আশা করি মাধ্যমিক বা এস. এস. সি. পরীক্ষার্থীদের অনেক উপকার হবে।
এস. এস. সি. জীব বিজ্ঞানের সকল অধ্যায়ের নোট এখানে দেওয়া আছে। ৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞানের ৫ম অধ্যায়ের নোট নিয়ে আর্টিকেলটি লিখা হয়েছে।
(ক) পরিপাকের বিষয়গুলো আলোচনা করা হয়।
(খ) মানুষের পুষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
(গ) মানবদেহের বিভিন্ন গ্রন্থি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
(ঘ) মানবদেহের দাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।
(ঙ) পৌষ্টিক তন্ত্র নিয়ে বলা হয়েছে।
(চ) অগ্নাশয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
>> এসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা গ্রহণ করার ৫টি উপকারিতা
এই অধ্যায়টি মূলত মানুষের খাদ্য গ্রহন এবং তা কিভাবে পরিপাক হয় সেসব বিষয়ে আলোচনা করেছে। আমাদের পরিপাকের লালাগ্রন্থি নিয়েও বিষদ আলোচনা করেছে এই অধ্যায়টিতে।
মানুবদেহের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দাত। এই দাত সম্পর্কেও এই অধ্যায়টিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এই অধ্যায়টির ভিডিও আমি লিংক দিচ্ছি নিচের অংশে। আমার কাছে মনে হয়েছে। এই অধ্যায়টির হ্যান্ড নোট দেওয়ার চাইতে ভিডিও লিংক দিলে অনেক বেশি সুবিধা হবে।
নিচের লিংক দুইটাতে ক্লিক করলে ছবি দেখতে পাবেন। আর ২য়টাতে ক্লিক করলে পিডিএফ করা ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।
পিকচার অংশের ছবি দেখাও জন্য = Click Here
পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য = Download Here
খাদ্য পুষ্টি ও পরিপাক | Food Nutrition and Digestion | Part 1 | SSC biology Chapter 5
ভিডিও লিংক দেখার জন্য = ক্লিক করুন এখানে
খাদ্য পুষ্টি ও পরিপাক | Food Nutrition and Digestion | Part 2 | SSC biology Chapter 5
ভিডিও লিংক দেখার জন্য = ক্লিক করুন এখানে
লালাগ্রন্থি নিয়ে বেশ কিছু তথ্য ও উপাত্ত দেওয়া হয়েছে এখানে। আশা করবো অধ্যায়টি পাঠ করার মাধ্যমে আপনারা অধ্যায়টি এবং উপরের বিষয়গুলো অনেক ভালোমত শিখতে পারবেন।
2 Comments on “৯ম ও ১০ম শ্রেণির জীব বিজ্ঞানের ৫ম অধ্যায়ের নোট”