৪০ তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট বাংলার অংশ

Forty BCS Bangla Part Questions & Solutions. ৪০ তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট বাংলার অংশ।

৪০ তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট বাংলার অংশ



৪০তম বিসিএস পরীক্ষার বাংলার অংশের প্রশ্ন ও সমাধান পাবেন এখানে। 


(১) বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে ? 
(ক) বিভক্তি (খ) কারক (গ) প্রত্যয় (ঘ) অনুসর্গ 
উত্তরঃ- (ক) কারক


(২) “গির্জা” কোন ভাষার অন্তর্গত শব্দ ? 
(ক) ফারসি (খ) পর্তুগিজ (গ) ওলন্দাজ (ঘ) পাঞ্জাবি 
উত্তরঃ- (খ) পর্তুগিজ


(৩) কোন শব্দযুগল বিপরীতার্থক নয় ?
(ক) ঐচ্ছিক-অনাবশ্যিক (খ) কুটিল-সরল (গ) কম-বেশি (ঘ) কদাচার-সদাচার 
উত্তরঃ- (ক) ঐচ্ছিক-অনাবশ্যিক


(৪) দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি ?
(ক) তৃতীয়া বিভক্তি (খ) প্রথমা বিভক্তি (গ) দ্বিতীয়া বিভক্তি (ঘ) শূন্য বিভক্তি 
উত্তরঃ- (ক) তৃতীয়া বিভক্তি


(৫) “অভিরাম” শব্দের  অর্থ কী ? 
(ক) বিরামহীন (খ) বালিশ (গ) চলন (ঘ) সুন্দর 
উত্তরঃ- (ঘ) সুন্দর 


(৬) শরতের শিশির বাগধারার অর্থ কী ? 
(ক) সুসময়ের বন্ধু (খ) সুসময়ের সঞ্চয় (গ) শরতের শোভা (ঘ) শরতের শিউলি ফুল 
উত্তরঃ- (ক) সুসময়ের বন্ধু


(৭) শিব রাত্রির সলতে- বাগধারাটির অর্থ কি ? 
(ক) শিবাত্রির আলো (খ) একমাত্র সঞ্চয় (গ) একমাত্র সন্তান (ঘ) শিবরাত্রির গুরুত্ব 
উত্তরঃ- (গ) একমাত্র সন্তান


(৮) “প্রোষিতভর্তৃকা” শব্দটির অর্থ কি ? 
(ক) ভৎসনাপ্রাপ্ত তরুণী (খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে (গ) ভূমিতে প্রোথিত তরুমূল (ঘ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
উত্তরঃ- (খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে


(৯) বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি ? 
(ক) কারক (খ) লিখিত (গ) বেদনা (ঘ) খেলনা 
উত্তরঃ- (ঘ) খেলনা 


(১০) “Attested” এর বাংলা পরিভাষা কোনটি ? 
(ক) সত্যায়িত (খ) প্রত্যায়িত (গ) সত্যায়ন (ঘ) সংলগ্ন/সংলাপ 
উত্তরঃ- (ক) ও (খ) দুটোই হবে


(১১) কোনটি শদ্ধ বানান ? 
(ক) প্রজ্বল (খ) প্রোজ্জল (গ) প্রোজ্বল (ঘ) প্রোজ্জ্বল 
উত্তরঃ- (ঘ) প্রোজ্জ্বল 


(১২) “জোছনা” কোন ভাষার শব্দ ? 
(ক) যৌগিক (খ) তৎসম (গ) দেশি (ঘ) অর্ধ-তৎসম
উত্তরঃ- (ঘ) অর্ধ-তৎসম


(১৩) “জিজীবিষা” শব্দটি দিয়ে বোঝায় – ? 
(ক) জয়ের ইচ্ছা (খ) হত্যার ইচ্ছা (গ) বেঁচে থাকার ইচ্ছা (ঘ) শোনার ইচ্ছা 
উত্তরঃ- (গ) বেঁচে থাকার ইচ্ছা


(১৪) “সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? 
(ক) সর্বঙ্গ + ঈন (খ) সর্ব + অঙ্গীন (গ) সর্ব + ঙ্গীন (ঘ) সর্বাঙ্গ + ঈন
উত্তরঃ- (ঘ) সর্বাঙ্গ + ঈন


(১৫) অন্যের রচনা চুরি করাকে বলা হয় কি ? 
(ক) বেতসবৃত্তি (খ) পতঙ্গবৃত্ত (গ) জলৌকাবৃত্তি (ঘ) কুম্ভিলকবৃত্তি 
উত্তরঃ- (ঘ) কুম্ভিলকবৃত্তি 





(১৬) “উর্ণনাভ” শব্দটি দিয়ে কি বোঝায় ? 
(ক) টিকটিকি (খ) তেলেপোকা (গ) উইপোকা (ঘ) মাকড়সা 
উত্তরঃ- (ঘ) মাকড়সা 


(১৭) চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে ?
(ক) খ্রিষ্টানধর্ম (খ) প্যঅগনিজম (গ) জৈনধর্ম (ঘ) বৌদ্ধধর্ম
উত্তরঃ- (ঘ) বৌদ্ধধর্ম


(১৮) উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন ? 
(ক) কাহ্নপাদ (খ) লুইপাদ (গ) শান্তিপদ (ঘ) রমনীপাদ
উত্তরঃ- (ঘ) রমনীপাদ


(১৯) উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ? 
(ক) ময়মনসিংহ গীতিকা (খ) ইউসুফ জুলেখা (গ) পদ্মাবতী (ঘ) লাইলী মজনু 
উত্তরঃ- (ক) ময়মনসিংহ গীতিকা 


(২০) জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত কোনটি ? 
(ক) ফকির গরীবুল্লাহ (খ) নরহরি চক্রবতী (গ) বিপ্রদাস পিপিলাই (ঘ) বৃন্দাবন দাস 
উত্তরঃ- (ঘ) বৃন্দাবন দাস 


(২১) বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সমপর্কিত ?
(ক) সন্ধ্যাভাষা (খ) অধিভাষা (গ) ব্রজবুলি (ঘ) সংস্কৃত ভাষা 
উত্তরঃ- (গ) ব্রজবুলি


(২২) বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন কে ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) প্যারীচাঁদ মিত্র (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
উত্তরঃ- (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


(২৩) “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। 
সন্ধ্যাবেলায় দীপ জ্বালায় আগে 
সকালবেলায় সলতে পাকানো।”
বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত ?
(ক) নৌকাডুবি (খ) চোখের বালি (গ) যোগাযোগ (ঘ) শেষের কবিতা 
উত্তরঃ- (গ) যোগাযোগ


(২৪) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ? 
(ক) একটি কালো মেয়ের কথা (খ) তেইশ নম্বর তৈলচিত্র (গ) আয়নামতির পালা (ঘ) ইছামতী 
উত্তরঃ- (ক) একটি কালো মেয়ের কথা


(২৫) “কালো বরফ” উপন্যাসটির বিষয় কি ? 
(ক) তেভাগা আন্দোলন (খ) ভাষা আন্দোলন (গ) মুক্তিযুদ্ধ (ঘ) দেশভাগ 
উত্তরঃ- (ঘ) দেশভাগ 




(২৬) “ঢাকা প্রকাশ” সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে ? 
(ক) কৃষ্ণচন্দ্র মজুমদার (খ) রামানন্দ চট্টেপাধ্যায় (গ) শামসুর রাহমান (ঘ) সিকানদার আবু জাফর 
উত্তরঃ- (ক) কৃষ্ণচন্দ্র মজুমদার


(২৭) “জীবনস্মৃতি” কার রচনা ? 
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন 
উত্তরঃ- (খ) রবীন্দ্রনাথ ঠাকুর


(২৮) দীনবন্ধু মিত্রের “নীলদর্পন” নাটকটি ইংরেজীতে অনুবাদ করেন কে ?
(ক) প্যারীচাঁদ মিত্র (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) প্রথম চৌধুরী (ঘ) দ্বিজেন্দ্রলাল রায় 
উত্তরঃ- (খ) মাইকেল মধুসূদন দত্ত


(২৯) “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, 
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি” 
চরণ দুটির রচয়িতা কে ? 
(ক) চন্ডীচরণ মুনশী (খ) কাজী নজরুল ইসলাম (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) মনদমোহন তর্কালঙ্কার
উত্তরঃ- (ঘ) মনদমোহন তর্কালঙ্কার


(৩০) জসীমউদদীনের রচনা কোনটি ? 
(ক) যাদের দেখেছি (খ) পথে প্রবাসে (গ) কাল নিরবধি (ঘ) ভবিষ্যতের বাঙালী 
উত্তরঃ- (ক) যাদের দেখেছি


(৩১) “কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না” উক্তিটি কোন উপন্যাসের ?
(ক) রবীন্দ্রনাথের “চোখের বালি” (খ) শরৎচন্দ্রের “পথের দাবী” (গ) শওকত ওসমানের “ক্রীতদাসের হাসি” (ঘ) রঙ্কিমচন্দ্রের “রাজসিংহ” 
উত্তরঃ- (ঘ) রঙ্কিমচন্দ্রের “রাজসিংহ”


(৩২) ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে ? 
(ক) অক্ষয়কুমার দত্ত (খ) এন্টনি ফিরঙ্গি (গ) মাইকেল মধুসূদন দত্ত (ঘ) কালীপ্রসন্নসিংহ ঠাকুর 
উত্তরঃ- (গ) মাইকেল মধুসূদন দত্ত


(৩৩) “বিদ্রোহী” কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় ? 
(ক) ১৯২৩ সন (খ) ১৯২১ সন (গ) ১৯১৯ সন (ঘ) ১৯১৮ সন 
উত্তরঃ- সঠিক উত্তর হবে ১৯২২ সনের ৬ জানুয়ারি 


(৩৪) “আগুন পাখি” উপন্যাসটির রচয়িতা কে ? 
(ক) রাহাত খান (খ) হাসান আজিজুল হক (গ) সেলিনা হোসেন (ঘ) ইমদাদুল হক মিলন 
উত্তরঃ- (খ) হাসান আজিজুল হক


(৩৫) “একুশে ফেব্রুয়ারি”র বিখ্যাত গানটির সুরকার কে ? 
(ক) সুবীর সাহা (খ) সুধীন দাস (গ) আলতাফ মাহমুদ (ঘ) আলতাফ মামুন 
উত্তরঃ- (গ) আলতাফ মাহমুদ








আশা করবো লিখাটি অনেক ভালো লেগেছে অনেকেই চাকরীর জন্য পড়াশোনা করে অথচ প্রশ্ন ও সমাধান পান না তাদের জন্য মূলত দেওয়া ও লিখা। সামনে আরও কিছু লিকা থাকবে বিসিএস পরীক্ষা নিয়ে। অনেক ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে লিখাটি পড়ার জন্য। 

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *