ফেইসবুক গ্রুপে এডমিন ডিল করার নিয়মাবলি
Table of Contents
গ্রুপে এডমিন ডিল করার জন্য আমাদেরকে অনেকগুলো নিয়ম মেনে চলতে হবে। বর্তমানে অনলাইনে লেনদেন করার এবং ডিজিটাল লেনদেন করার অন্যতম একটি মাধ্যম হিসেবে পরিচিত এটি বিষয়টা।
বর্তমানে অনলাইন আয় করার জন্য ফেইসবুক গ্রুপ ও ফেইসবুক পেজকে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে।
এর মাধ্যমে ফিজিক্যাল বা কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন পণ্যসহ আরও অনেক কিছুই বিক্রি করা হচ্ছে।
এডমিন ডিল কি ?
ফেইসবুক গ্রুপের মাধ্যমে যেই ডিল করা হয় তাকে এডমিন ডিল বলে। আমরা অনেক সময় ফিইসবুক গ্রুপ দিয়ে কোন পণ্য বা কোন কিছু কিনে থাকি আর সেই ডিল করার জন্য গ্র্রুপের এডমিন বা মোডারেটর কাজ করে। এ ধরনের ডিলকেই বলা হয় এডমিন ডিল।
এডমিন ডিলের নিয়মগুলো নিচে দেওয়া হলো।
১. গ্রুপ থেকে এডমিন আইডি নিয়ে তার সাথে আগে থেকেই কথা বলে নিতে হবে যে, আপনি ডিল করবেন।
২. বায়ার বা সেলার গ্রুপ করলে অবশ্যই এডমিন আইডিকে চেক করে নিতে হবে ভালো করে।
৩. এডমিন নিয়ম বলে দিবেন আর বায়ার আগে ্এডমিনের দেওয়া নাম্বারে টাকা পাঠাবেন। তারপর সেলার জিনিস বুঝিয়ে দেবেন বায়ারকে।
৪. সেলার বায়ারকে জিনিস বুঝিয়ে দেওয়ার পর বায়ার তা চেক করে নিবেন।
৫. নিজের মত করে চেজ্ঞ করে নিবেন বায়ার। তারপর বায়ার সেলাকে জানাবেন বিষয়টা মানে তিনি জিনিস বুঝে পেয়েছেন।
৬. এডমিন বায়ারকে জিজ্ঞেস করবেন। তারপর বায়ারের অনুমতি ক্রমে এডমিন সেলারকে টাকা দিয়ে দেবেন।
৭. এডমিন ডিল করার সময় অবশ্যই এডমিন আইডিটা ভেরিফাই করে নিবেন ভালো করে।
উপরের নিয়ম অনুসারেই করা হয় এডমিন ডিল। আশা করা হয় যে, এভাবে কেউ যদি এডমিন ডিল করে থাকেন তাহলে সে কখনই প্রতারিত হবে না।